empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

সৌভাগ্যবান ট্রেডার প্রতিযোগিতার নিয়মাবলী

1. সাধারণ বিধান

    • 1.1. The name of the contest is Lucky Trader (hereinafter - "Contest").
    • 1.2. The Contest is held by InstaFintech Group (hereinafter - "Organizer").
    • 1.3. The Contest is held within two weeks from 00:00 Monday to 23:59:59(terminal time) Friday.
    • 1.4. You can register for the next step during the current contest step. Registration finishes 1 (one) hour before the contest starts.
    • 1.5. The prize pool of each Contest step amounts to USD 3000 distributed among the winners in the following way:
      • 1 place - USD 1000;
      • 2 place - USD 750;
      • 3 place - USD 500;
      • 4 place - USD 250;
      • 5 place - USD 200;
      • 6 place - USD 150;
      • 7 place - USD 100;
      • 8 place - USD 50.

2. অংশগ্রহণকারী

    • 2.1. এই প্রতিযোগিতায় শুধুমাত্র তারাই অংশগ্রহণ করতে পারবে যাদের বয়স ১৮ বছরের উপরে।
    • 2.2. প্রতিযোগীরা প্রতিযোগিতার প্রতিটি নতুন পর্বের জন্য সংগঠকের ওয়েবসাইটে নিবন্ধন করবে।
    • 2.3. প্রতিযোগিতার প্রতিটি পর্বে প্রতিযোগী একটি করে নতুন ডেমো অ্যাকাউন্ট খুলবে।
    • 2.4. প্রতিযোগী সকল সঠিক তথ্য প্রদান করবে। যেমন শনাক্তকারী নথি অনুযায়ী তার নাম এবং ইমেইল ঠিকানা।
    • 2.5. যদি একই IP ঠিকানায় দুই বা ততোধিক অ্যাকাউন্ট পাওয়া যায় সেক্ষেত্রে অ্যাকাউন্টের সনাক্তকারীকে বাতিল বলে বিবেচনা করা হবে। এক্ষেত্রে আমরা GPRS এবং 3G মডেম ব্যবহার না করার পরামর্শ দেই।
    • 2.6. সংগঠক যে কোন প্রতিযোগীর সদস্যতা কোন কারণ দর্শানো ছাড়াই বাতিল করতে পারে অথবা প্রতিযোগিতা চলাকালীন সময়ে অথবা প্রতিযোগিতা শেষে কারণ দর্শানোসহ সদস্যতা বাতিল করতে পারে। একই সময়ে বিভিন্ন ট্রেডিং অ্যাকাউন্টে একই মুদ্রা জোড়ার বড় পরিমাণে অর্ডার খোলা এই অযোগ্যতার কারণ হতে পারে।;
    • 2.7. প্রতিযোগিতায় নিবন্ধন করে, প্রতিযোগী প্রতিযোগিতার সকল নিয়মাবলী গ্রহণ করে।
    • 2.8. একই প্রতিযোগিতায় নিকট আত্মীয়ের অংশগ্রহণ নিষিদ্ধ, যদি দুই বা ততোধিক অংশগ্রহণকারীর নিবন্ধনের তথ্য মিলে যায় সেক্ষেত্রে সংগঠক প্রতিযোগীর সদস্যপদ বাতিল করতে পারে।

3. লেনদেনের নিয়মাবলী

    • 3.1. প্রতিযোগিতায় নিবন্ধন শেষে, প্রতিযোগী একটি ডেমো ট্রেডিং অ্যাকাউন্ট খুলবে।
    • 3.2. সকল প্রতিযোগীর জন্য প্রাথমিক আমানতের পরিমাণ ৩০,০০০ মার্কিন ডলার এবং এটা অপরিবর্তনীয়।
    • 3.3. লিভারেজ হলো ১:৫০০।
    • 3.4. মার্কেট মূল্যের বাইরে নির্ধারিত যে কোন অর্ডার বাতিল বলে বিবেচিত হবে। প্রতিযোগিতা প্রশাসন মার্কেট কোটের বাইরে স্থাপিত যে কোন কোট বাতিল করতে পারে।
    • 3.5. প্রতিযোগী যে কোন বিশেষজ্ঞের পরামর্শ এবং লেনদেন কৌশল ব্যবহার করতে পারে।
    • 3.6. প্রতিযোগিতার একমাত্র ট্রেডিং উপকরণ হল প্রধান মুদ্রা জোড়া এবং ফরেক্স ক্রসেস।
    • 3.7. সর্বনিম্ন ট্রেডের পরিমাণ ০.০১, সর্বোচ্চ ট্রেড এর পরিমাণ ১ লট। বৃদ্ধি হলো ০.০১ লট।
    • 3.8. সাপোর্ট সার্ভিস এর সাথে যোগাযোগ করে প্রতিযোগী তার ট্রেডিং অ্যাকাউন্ট সোয়াপ মুক্ত করতে পারে।
    • 3.9. অপেক্ষমাণ অর্ডারসহ সর্বোচ্চ সংখ্যক ট্রেড খোলার সংখ্যা ১০।
    • 3.10.স্টপ আউট লেভেল হলো ১০%।
    • 3.11. প্রতিযোগিতার ট্রেডিং অ্যাকাউন্টের অন্যান্য শর্তাবলী ইন্সটাফরেক্সের লাইভ ট্রেডিং অ্যাকাউন্টের মতই।

4. ফলাফল প্রকাশ

    • 4.1. প্রতিযোগিতা চলাকালীন সময়ে প্রতিযোগী প্রতিযোগিতার অ্যাকাউন্ট সংগঠকের ওয়েবসাইটে দেখতে পাবে।
    • 4.2. প্রতিযোগিতা শেষে সংগঠকের প্রতিযোগীর অ্যাকাউন্টের বিবৃতি প্রকাশ করার অধিকার আছে।
    • 4.3. প্রতিযোগীর বসবাস সম্পর্কিত তথ্যও প্রকাশিত হতে পারে।
    • 4.4. সকল যাচাই-বাছাই শেষে প্রতিযোগিতা শেষ হওয়ার ১০ দিনের মধ্যে প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হবে।

5. বিজয়ী নির্ধারণ

    • 5.1. প্রতিযোগিতা শেষ হওয়ার সাথে সাথে সকল ট্রেড স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
    • 5.2. যদি দুইজন অংশগ্রহণকারীর রেটিং একই হয়, সে ক্ষেত্রে সংগঠক বিজয়ী নির্ধারণ করে।
    • 5.3. প্রতিযোগিতার বিজয়ীরা তাদের পুরো নাম প্রকাশে সম্মত থাকবে।
    • 5.4. বিজয়ী নির্ধারণ করতে, ইন্সটাফরেক্স প্রতিযোগিতা এবং প্রচারণা প্রশাসন রেটিং ব্যবহার করে যা গণনা করা হয় লাভজনক পিপের পরিমাণ যোগ করে এবং লোকসান হওয়া পিপের পরিমাণ বিয়োগ করে। প্রতিটি লাভজনক পিপের ক্ষেত্রে পাবেন ১০ পয়েন্ট। এর মানে যদি ২০, ৪০ অথবা ৫০ পিপের লাভজনক চুক্তি করতে পারেন, আপনার রেটিং ১০ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি পাবে। ঠিক একইভাবে পিপের লোকসান হলে আপনার রেটিং পয়েন্ট হ্রাস পাবে। পাশাপাশি, রেটিং গণনার জন্য ট্রেডের পরিমাণ গণনা করা হবে। উদাহারন সরূপ, যদি লেনদেন করে ৩০ পিপ মুনাফা লাভ করে, লেনদেনকৃত লটের একটির পরিমাণ ০.১ এবং দ্বিতীয়টি ১লট, প্রথম ট্রেডটি বৃদ্ধি করবে ১পয়েন্ট রেটিং ((10*0.1) = 1) , এবং দ্বিতীয়টি ট্রেডটি বৃদ্ধি করবে ১০পয়েন্ট রেটিং ((10*1) = 10) ।
    • 5.5. প্রতিযোগী এক মাসে কেবলমাত্র একটি পুরস্কার গ্রহণ করতে পারবে। যদি একজন অংশগ্রহণকারী এক মাসে একের অধিক পুরস্কার পায়, তাহলে তার অ্যাকাউন্ট প্রতিযোগিতা থেকে বাতিল করা এবং তার স্থান থেকে পুরস্কারের অন্যান্য স্থানগুলো পরিবর্তন করা হয়।
    • 5.6. প্রতিযোগিতা চলাকালীন সময়ে অথবা প্রতিযোগিতা শেষে পুরস্কার তহবিলের সাথে কোন ধরনের প্রতারণা প্রমাণিত হলে সংগঠক প্রতিযোগীর সদস্যপদ বাতিল করতে পারে।

6. পুরস্কার গ্রহণ

    • 6.1. The winners should open and verify their live trading accounts within 30 days after the contest results are published.
    • 6.2. The prize funds will be credited to a verified live trading account opened by the winner.
    • 6.3. The winner acknowledges liability for any activity on the account opened by the Contest and Campaign Administration or by the winner himself lying within the scope of the agreements and regulations of InstaFintech Group.
    • 6.4. The prize cannot be withdrawn, however, any profit made over the prize amount can be withdrawn without any restrictions.
    • 6.5. The Organizer reserves the right to declare any already given prize invalid and subject to cancellation upon direct or indirect evidence of attempted fraudulent operations with the prize funds.
    • 6.6. A trading account is charged off automatically at filing a withdrawal application. When considering the application, specialists make sure that the balance and free margin comply with the amount of funds available for withdrawal. In case of incompliance the sum specified in the withdrawal application is credited back to the account.
    • 6.7. The Winner agrees that after any withdrawal is made the prize is being cancelled in full amount.

7. ভাষা

    • 7.1. বর্তমান নিয়মাবলীর প্রধান ভাষা ইংরেজি।
    • 7.2. প্রতিযোগীদের সুবিধার জন্য সংগঠক এই নিয়মাবলী একাধিক ভাষায় অনুবাদ করতে পারে। অনুবাদ করা সংস্করণ সাধারণ তথ্যমূলক অক্ষর।
    • 7.3. ইংরেজি ভাষায় রচিত নিয়মাবলী এবং অনুবাদ করা সংস্করণের মধ্যে যদি কোন পার্থক্য থাকে, সে ক্ষেত্রে ইংরেজি ভাষায় রচিত নিয়মাবলী অধিক প্রাধান্য পাবে।
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.