empty
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

ইন্সটাফরেক্স কর্তৃক আয়োজিত এফএক্স -১ র‍্যালির নিয়মাবলী

I. সাধারণ বিধান

  • 1. প্রতিযোগিতাটির শিরোনাম এফএক্স -১ র‍্যালির (অতঃপর "প্রতিযোগিতা").

    2. The Contest is held by InstaFintech Group (hereinafter "Organizer").

    3. প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ২৪ ঘণ্টার মধ্যে শুক্রবার ০০:০০ থেকে শুক্রবার ২৩:৫৯ পর্যন্ত।

    4. প্রতিযোগিতার প্রতিটি ধাপের জন্য সম্পূর্ণ পুরুস্কারের পরিমান ১৫০০ আমেরিকান ডলার এবং বিতরন করা হয় বিজয়ীদের মধ্যে নিম্নলিখিত নীতি অনুযায়ী:

    • - 1 place - USD 500;
      - 2 place - USD 400;
      - 3 place - USD 300;
      - 4 place - USD 200;
      - 5 place - USD 100.

      These funds are unwithdrawable, yet profit made with them is allowed for withdrawal without any restrictions.

    5. আপনি পূর্ববর্তী সপ্তাহের মধ্যে পরবর্তী সাপ্তাহিক প্রতিযোগিতায় নিবন্ধন করতে পারেন।প্রতিযোগিতা শুরুর ১ ঘণ্টা পূর্বে নিবন্ধন শেষ করতে হবে।

II. প্রতিযোগীরা

  • 1. ইন্সটাফরেক্স এর প্রতিটি আকাউন্টের মালিক প্রতি সপ্তাহে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারে।

    2. শুধুমাত্র পূর্ণবয়স্ক ব্যবসায়ী (১৮ বছরের উপরে)প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারে।

    3. সকল প্রতিযোগী কোম্পানির ওয়েবসাইটে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবে।

    4. প্রতিযোগীরা একটি ডেমো অ্যাকাউন্ট প্রতিযোগিতার প্রতিটি ধাপের জন্য খুলবে।

    5. অংশগ্রহণকারীরা নিবন্ধনের সময় সত্যিকারের প্রমাণ করা তথ্য প্রদানে সম্মত থাকবে: অংশগ্রহণকারীর নির্দিষ্ট পরিচয় পত্র এবং সহজলভ্য যোগাযোগের ইমেইল এর অনুসারে পূর্ণ নাম উল্লেখ করতে হবে।

    6. যদি ট্রেডিং এর ক্ষেত্রে একই আইপি থেকে দুই বা ততোধিক অ্যাকাউন্ট পরিচালিত করা হয়, প্রতিযোগী প্রশাসনের অধিকার আছে যে কোন প্রতিযোগীর স্বত্বাধিকার বাতিল করার।অধিকন্তু,দৃঢ় ভাবে সুপারিশ করা হচ্ছে জিপি আর এস এবং থ্রী জি মডেম ব্যাবহার না করার।

    7. কোম্পানি অধিকার রাখে যে কোন প্রতিযোগীর নিবন্ধন প্রত্যাখ্যান করার কোন কারন ব্যাখ্যা না করে অথবা প্রতিযোগীকে অযোগ্য বলে বিবেচনা করতে পারে প্রতিযোগিতা চলাকালীন সময়ে অথবা প্রতিযোগিতা শেষে।অযোগ্যতার কারনে প্রায় একই সময়ে বিভিন্ন ট্রেডিং অ্যাকাউন্ট একই মুদ্রা জোড়া বড় ভলিউম বিপরীত আদেশ খুলে যাবে, অধিকন্তু নিশ্চিত মুনাফা পেতে মূল্যউদ্ধৃতি প্রবাহ ত্রুটিগুলি এর ব্যবহার।

    8. প্রতিযোগীরা প্রতিযোগিতার সকল সীমাবদ্ধতা এবং নিয়মাবলী গ্রহন করে।

    9. একই প্রতিযোগিতায় নিকট আত্মীয়দের অংশগ্রহন করা নিষেধ। যদি কোন প্রতিযোগীর নিবন্ধনের তথ্য অন্য কোন প্রতিযোগীর সাথে কাকতালীয়ভাবে ভাবে মিলে যায়,এই মিলে যাওয়ার কারনে কোম্পানি অধিকার রাখে অযোগ্য বলে অযোগ্য বলে বিবেচনা করার।করতে পারে।

III. ট্রেডিং শর্তাবলী

  • 1. প্রতিযোগিতার নিবন্ধন শেষে, প্রতিযোগী একটা ডেমো অ্যাকাউন্টের সত্ত্বাধিকারী হবে।

    2.প্রাথমিক আমানত ৪০০০০ সব প্রতিযোগীর জন্য এবং এটা পরিবর্তনযোগ্য না।

    3. ১:৫০০ লিভারেজ।

    4. সব অর্ডারগুলি যদি বাজারের মূল্যের বাইরে স্থাপন করা হয় তাহলে তা পূর্বনির্দিষ্ট বাতিল বলে বিবেচিত হয়।প্রসশন অধিকার রাখে যে কোন অ্যাকাউন্ট বাতিল বলে বিবেচনা করার,যদি এটা প্রবর্তিত করা হয় মার্কেট কোডগুলোর বাইরে।

    5. প্রতিযোগিতার অংশগ্রহনকারীরা অভিজ্ঞ বিশেষজ্ঞের পরামর্শ এবং যে কোন ট্রেডিং কৌশল ব্যাবহার করতে পারে কোন সীমাবদ্ধতা ছাড়া।

    6. প্রধান মুদ্রা জোড়া এবং ফরেক্স ক্রসেস হল প্রতিযোগিতার একমাত্র সহজলভ্য ট্রেডিং উপাদান।

    7. সর্বনিম্ন ট্রেডের পরিমাণ ০.০১,সর্বোচ্চ ১০ লট ।একটা ক্রম ০.০১ লট।

    8. প্রতিযোগিতার প্রতিযোগীরা তাদের ট্রেডিং অ্যাকাউন্টে বিনামূল্যে সাউপ ফ্রি পরিবর্তন করতে পারে সাহায্যকারী বিভাগের সাথে যোগাযোগ করে।

    9. মুলতুবি অর্ডারগুলি সহ ট্রেড চালু করার সর্বাধিক সংখ্যা ৭।

    10. স্টপ আউট এর মাত্রা ১০%।

    11. প্রতিযোগিতার অন্যান্য শর্তাবলী ইন্সটাফরেক্স এর অন্যান্য প্রতিযোগিতাগুলোর মতই।

IV. ফলাফল প্রকাশ

  • 1. প্রতিযোগিতা চলাকালীন সময়ে সংগঠকের ওয়েবসাইটে প্রতিযোগীদের অ্যাকাউন্টে জমা করা অর্থ পর্যবেক্ষণ করা সহজলভ্য ।

    2. প্রতিযোগিতা শেষ হওয়ার পর সংগঠক অধিকার রাখে ফলাফল প্রকাশ করার।

    3. প্রতিযোগীর বসবাস সংক্রান্ত তথ্য ও প্রকাশিত হতে পারে।

    4. সকল পরীক্ষণ পধতি শেষে এবং প্রতিযোগিতা শেষে ১০ দিনের মধ্যে প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হবে।

V. বিজয়ী সংকল্প

  • 1. প্রতিযোগিতার সবগুলো ধাপ শেষ হওয়ার পর সব ১০ মিনিটের মধ্যে চুক্তিগুলো স্বয়ংক্রিয় ভাবে চলমান মূল্যে বন্ধ হয়ে যাবে ।অংশগ্রহণকারীরা এই বিষয়টি গ্রহন করবে যে কিছু মিনিটের পার্থক্যের কারনে ক্লজিং প্রাইস এর পার্থক্য হতে পারে ।বিজয়ী নির্ধারণে সউপের সঞ্চয় বিবেচনায় নেয়া হবে ।

    2. সবচেয়ে বেশি আমানত ধারণকারী বিজয়ী বলে বিবেচিত হবে।

    3. যদি দুই জন প্রতিযোগীর একই আমানত জমা করে ,সে ক্ষেত্রে কোম্পানি বিজয়ী নির্ধারণ করবে।

    4. প্রতিযোগী তার পুরো নম প্রকাশ করতে সম্মত থাকবে ।

    5. প্রতিযোগী প্রতি মাসে দুটি পুরুস্কারের অন্তর্ভুক্ত হবে না ।যদি একজন প্রতিযোগী এক মাসে একবারের বেশি পুরুস্কার নেয়,তার আকাউন্ট প্রতিযোগিতা থেকে বাতিল হয়ে যাবে এবং তার স্থান হতে পুরুস্কারের রেঞ্জ নিচের দিকে ধাবিত হয় ।

    6. একটা পুরস্কার লাভ করতে চাইলে ,প্রতেক বিজয়ী উল্লেখিত শর্তাবলী পূরণ করবে: গ্রেট ব্রিটেন পাউন্ড/আমেরিকান ডলার এবং জাপানি মুদ্রা ইয়েন/আমেরিকান ডলার উভয়ের লেনদেনের ফলাফল থেকে কমপক্ষে ৫% মুনাফা উদ্ভূত হতে হবে।.

    7. প্রতিষ্ঠাতা যে কোন প্রতিযোগীর নিবন্ধনের অনুরোধ বাতিল করতে পারে কোন রকম কারন প্রদর্শন না করে অথবা প্রতিযোগীকে অযোগ্য বলে বিবেচনা করতে পারে,প্রতিযোগিতার সময়ে অথবা প্রতিযোগিতা শেষে ,পুরুস্কার তহবিল এর সাথে নিযুক্ত কার্যক্রম প্রত্যক্ষ বা পরোক্ষ প্রতারণাপূর্ণ প্রমানিত হলে।

VI. পুরস্কার গ্রহণ

  • 1. বিজয়ী তাদের ছবি এবং পরিচয়পত্র জেপিইজি অথবা পিডিএফ ফরম্যাট এ প্রেরন করবে উল্লেখিত ইমেইলে tournament@instaforex.com ফলাফল ঘোষণার ৩০ দিনের মধ্যে।

    2. পুরস্কারের তহবিল স্থানান্তর করা হবে প্রতিযোগিতার প্রশাসন কর্তৃক চালু করা ট্রেডিং অ্যাকাউন্টে ।

    3. The winner acknowledges liability for any activity on the account opened by the Contest and Campaign Administration or by the winner himself lying within the scope of the agreements and regulations of InstaFintech Group.

    4. পুরুস্কারের অর্থ অ্যাকাউন্ট থেকে তোলা যায় না, পুরুস্কারের অর্থের ওপর কোন মুনাফা হলে তা তোলা যায় কোন বাধ্যবাধকতা ছাড়া

    5. প্রতিষ্ঠাতা যে কোন ঘোষিত পুরস্কার বাতিল করার অধিকার রাখে এবং পুরুস্কার তহবিল এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোন প্রতারণা প্রমানিত হলে বাতিল বলে বিবেচিত হবে।

    6. প্রত্যাহারের জন্য আবেদন করলে একটা ট্রেডিং এর চার্জ স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে।আবেদন বিবেচনার প্রেক্ষিতে বিশেষজ্ঞরা নিশ্চিত করেন যে উত্তোলন করার জন্য প্রাপ্তিসাধ্য তহবিলের পরিমানের সঙ্গে ব্যালেন্স এবং ফ্রি মারজিন যেন স্বীকৃত হয়।প্রত্যাহারের অ্যাপ্লিকেশনে উল্লিখিত আমানত অসঙ্গতিপূর্ণ পূর্ণ না হলে সে ক্ষেত্রে আমানত অ্যাকাউন্টে পুনরায় জমা হবে।

VII. ভাষা

  • 1. বর্তমান নিয়মাবলীর প্রধান ভাষা ইংরেজি।

    2. প্রতিযোগীদের সুবিধার জন্য প্রতিযোগিতার আয়োজক এই নিয়মাবলী একাধিক ভাষায় অনুবাদ করতে পারে। অনুবাদ করা সংস্করণ হলো সাধারণ তথ্যমূলক অক্ষর।

    3. ইংরেজি ভাষায় রচিত নিয়মাবলী এবং অনুবাদ করা সংস্করণের মধ্যে যদি কোন পার্থক্য থাকে, সে ক্ষেত্রে ইংরেজি ভাষায় রচিত নিয়মাবলী অধিক প্রাধান্য পাবে।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.
 

Dear visitor,

Your IP address shows that you are currently located in the USA. If you are a resident of the United States, you are prohibited from using the services of InstaFintech Group including online trading, online transfers, deposit/withdrawal of funds, etc.

If you think you are seeing this message by mistake and your location is not the US, kindly proceed to the website. Otherwise, you must leave the website in order to comply with government restrictions.

Why does your IP address show your location as the USA?

  • - you are using a VPN provided by a hosting company based in the United States;
  • - your IP does not have proper WHOIS records;
  • - an error occurred in the WHOIS geolocation database.

Please confirm whether you are a US resident or not by clicking the relevant button below. If you choose the wrong option, being a US resident, you will not be able to open an account with InstaSpot anyway.

We are sorry for any inconvenience caused by this message.