empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

15.05.202223:54:00UTC+00এপ্রিলে জাপানের উৎপাদক মূল্য 1.2% বেড়েছে

সোমবার ব্যাংক অফ জাপান জানিয়েছে যে, এপ্রিল মাসে জাপানের ঋতুভিত্তিক সমন্বয়কৃত উৎপাদক মূল্য 1.2 শতাংশ বেড়েছে। এটি 0.8 শতাংশ বৃদ্ধির প্রত্যাশাকে অতিক্রম করেছে এবং মার্চ মাসে ঊর্ধ্বমুখী সংশোধিত ফলাফল 0.9 শতাংশ (মূলত 0.8 শতাংশ) থেকে বেড়েছে। বার্ষিক ভিত্তিতে, দেশটির উৎপাদক মূল্য 10.0 শতাংশ বেড়েছে যা 9.4 শতাংশ বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। আগের মাসে ঊর্ধ্বমুখী সংশোধিত ফলাফল 9.7 শতাংশ (মূলত 9.5 শতাংশ) এসেছিল। ব্যাংক অফ জাপান আরও জানিয়েছে যে, এপ্রিল মাসে দেশটির রপ্তানি মূল্য মাসিক ভিত্তিতে 1.6 শতাংশ এবং বার্ষিক ভিত্তিতে 7.9 শতাংশ বেড়েছে। এছাড়া জাপানের আমদানি মূল্য মাসিক ভিত্তিতে 5.6 শতাংশ এবং বার্ষিক ভিত্তিতে 29.7 শতাংশ বেড়েছে৷



এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.