empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

17.10.202305:37:00UTC+00ইউরোপীয় অর্থনৈতিক সংবাদের পর্যালোচনা: আজ যুক্তরাজ্যে বেকারত্বের প্রতিবেদন প্রকাশিত হবে

আজ যুক্তরাজ্যে বেকারত্বের প্রতিবেদন এবং জার্মানির অর্থনৈতিক অনুভূতি সূচক প্রকাশিত হবে যা মঙ্গলবারের শীর্ষ অর্থনৈতিক খবর হিসেবে বিবেচিত হচ্ছে। 2.00 am ET-এ, অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস ইউকে দেশটির শ্রম বাজারের পরিসংখ্যান প্রকাশ করবে। আগস্ট থেকে তিন মাসে দেশটির বেকারত্বের হার 4.3 শতাংশে অপরিবর্তিত রয়েছে। একই সময়ে, বোনাস সহ গড় আয় বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে জুলাই থেকে তিন মাসে 8.5 শতাংশ বৃদ্ধির পর 8.3 শতাংশের ধীর গতিতে বৃদ্ধি পাবে। 5.00 am ET, জার্মানির ZEW অর্থনৈতিক আত্মবিশ্বাস সমীক্ষার প্রতিবেদন প্রকাশিত হবে৷ আস্থার সূচক সেপ্টেম্বরে -11.4 থেকে অক্টোবরে -9.3-এ উন্নতির পূর্বাভাস দেওয়া হয়েছে। সকাল ৭.৫০ মিনিটে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধায়ক বোর্ডের সদস্য কার্স্টিন এএফ জোচনিক বার্লিনে একটি সম্মেলনে বক্তৃতা দেবেন।



এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.