empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

27.01.202210:13 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ফেডারেল রিজার্ভ FOMC-এর বিবৃতি জারি করেছে

Exchange Rates 27.01.2022 analysis

S&P500

অর্থনৈতিক কার্যক্রম এবং কর্মসংস্থানের সূচকসমূহ ক্রমাগত শক্তিশালী হচ্ছে। সাম্প্রতিক কয়েক মাসে মহামারীর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলো উন্নতি করছে। তবে কিছুদিন যাবত এগুলো আবারও কোভিড-১৯-এর সংক্রমণ বৃদ্ধির ফলে লোকসান গুনছে। সাম্প্রতিক কয়েক মাসে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে এবং বেকারত্বের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। মহামারীর কারণে সরবরাহ ও চাহিদার ভারসাম্যহীনতা এবং অর্থনৈতিক কার্যকলাপ পুনরায় শুরুর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বেড়েই চলেছে। সামগ্রিকভাবে, আর্থিক পরিস্থিতি অনুকূলে রয়েছে। এটি আংশিকভাবে পরিবাররিক আয় বৃদ্ধি ও ব্যবসায় ঋণ প্রবাহের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে উন্নত রাখার প্রচেষ্টাকে প্রতিফলিত করছে।

অর্থনৈতিক পরিস্থিতি ভাইরাসের গতিপথের উপর নির্ভর করে চলেছে। টিকাদানের অগ্রগতি এবং সরবরাহের সীমাবদ্ধতা হ্রাস করার ফলে অর্থনৈতিক কর্মকাণ্ড এবং কর্মসংস্থানের পাশাপাশি মূল্যস্ফীতি কম হবে বলে আশা করা হচ্ছে। তবুও ভাইরাসের নতুন ধরন সহ অর্থনৈতিক পরিস্থিতি ঝুঁকির মধ্যেই রয়েছে।

এই কমিটি দীর্ঘ মেয়াদে সর্বাধিক কর্মসংস্থান এবং 2% হারে মূল্যস্ফীতি অর্জনের লক্ষ্য নির্ধারন করেছে। এই লক্ষ্যসমূহ অর্জনে কমিটি ফেডারেল ফান্ডের সুদের হারের লক্ষ্যমাত্রা 0% থেকে 1/4% -এ রাখার সিদ্ধান্ত নিয়েছে। 2% এর বেশি মূল্যস্ফীতি এবং শক্তিশালী শ্রমবাজারের কারণে কমিটি আশা করছে যে শীঘ্রই তাদের ফেডারেল ফান্ডের সুদের হারের পরিসীমা বৃদ্ধি করতে হবে। এছাড়াও কমিটি মাসিক ভিত্তিতে নেট অ্যাসেট ক্রয়ের মাত্রা হ্রাস করার সিদ্ধান্ত নিয়েছে যা মার্চের শুরুতে শেষ করা হবে। ফেব্রুয়ারির শুরু থেকে, কমিটি প্রতি মাসে কমপক্ষে $20 বিলিয়নের ট্রেজারি সিকিউরিটিজের হোল্ডিং এবং কমপক্ষে $10 বিলিয়নের এজেন্সি মর্টগেজ সংক্রান্ত সিকিউরিটিজ বৃদ্ধি করবে।

উপযুক্ত আর্থিক নীতিমালার অবস্থান মূল্যায়ন করার জন্য, কমিটি অর্থনৈতিক ভবিষ্যতের উপর আগত তথ্যের প্রভাব পর্যবেক্ষণ করতে থাকবে। কমিটির লক্ষ্য অর্জনে বাধা সৃষ্টি করতে পারে এমন ঝুঁকি দেখা দিলে কমিটি সেই অনুযায়ী আর্থিক নীতিমালা সমন্বয় করতে প্রস্তুত থাকবে। কমিটির এই মূল্যায়ন প্রক্রিয়ায় জনস্বাস্থ্য সূচক, শ্রম বাজারের অবস্থা, মুল্যস্ফীতির চাপ এবং মুল্যস্ফীতির প্রত্যাশা, সেইসাথে আর্থিক এবং আন্তর্জাতিক উন্নয়ন সহ বিস্তারিত তথ্য বিবেচনা করা হবে।

আর্থিক নীতিমালা সংশোধনের পক্ষে চেয়ারম্যান জেরোম এইচ পাওয়েল, জন সি. উইলিয়ামস, ভাইস চেয়ারম্যান; মিশেল ডব্লিউ বোম্যান; লেল ব্রেইনার্ড; জেমস বুলার্ড; এস্টার এল জর্জ; প্যাট্রিক হার্কার; লরেটা জে. মেস্টার; এবং ক্রিস্টোফার জে. ওয়ালার ভোট প্রদান করেছেন। প্যাট্রিক হার্কার এই সভায় বিকল্প সদস্য হিসেবে ভোট দেন।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.