empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

01.03.202212:24 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD এবং GBP/USD এর ট্রেডিংয়ের পরামর্শ (৩ মার্চ, ২০২২)

রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনার ফলে এখনও কোনো ফলাফল আসেনি, তবে উভয় পক্ষ দ্বিতীয় বৈঠকের ঘোষণা দিয়েছে। ঠিক কখন দ্বিতীয় দফা আলোচনা হবে তা এখনও নির্দিষ্ট করা হয়নি, তবে উভয় পক্ষ যে কথা বলতে শুরু করেছে তা একটি অত্যন্ত ইতিবাচক মুহূর্ত।

উপরন্তু, মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন গতকাল ইউক্রেনের সংঘাতের ক্রমবর্ধমান হ্রাসের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা ঘোষণা করেছেন। অন্য কথায়, ইতোমধ্যে আরোপিত নিষেধাজ্ঞাগুলি পরবর্তী পারস্পরিক প্রত্যাহারের সাথে সংঘাতের অবসান এবং যুদ্ধের সমাপ্তি উভয়ের জন্যই আশা রয়েছে।

যৌক্তিকভাবে, এই সব বিষয় বাজারে আশাবাদ তৈরি করার কথা। কিন্তু বাস্তবতা হলো এগুলো বিশ্ব শুধু মিডিয়ার শিরোনাম হয়েই বেঁচে থাকে। যদি বিশ্ব ট্যাবলয়েড কিছু ঘটনা সম্পর্কে কথা না বলে, তাহলে এর মানে হল যে এটির অস্তিত্ব নেই। এবং এখানে পুরো বিষয় হলো মিডিয়াতে এই মূল ঘটনাগুলো সম্পর্কে কার্যত কিছুই বলা হয় না। কয়েকটি সংক্ষিপ্ত বার্তা এসেছিল - এবং সেখানেই তা থেমে গিয়েছে। আর উল্লেখ নেই। এ অবস্থার পরিবর্তন না হলে ডলারের দাম বাড়তেই থাকবে। বিশ্ব মিডিয়া যদি তাদের জ্ঞানে আসে এবং ইতিবাচক বিষয়ে কথা বলা শুরু করে, তবে বাজার ধীরে ধীরে আগের দিনের অবস্থানে ফিরে আসবে, যা ডলারকে দুর্বলতার দিকে নিয়ে যাবে।

EURUSD কারেন্সি পেয়ার বাজারে পূর্বে গঠিত ব্যবধান বন্ধ করতে সক্ষম হয়েছে, কিন্তু 1.1250 অঞ্চলে লং পজিশনের ভলিউম হ্রাস পেয়েছে। এটি মন্থরতা এবং পুলব্যাকের দিকে পরিচালিত করে। অনুমান করা যেতে পারে যে চার ঘন্টার মধ্যে 1.1250 এর উপরে মূল্য ধরে রাখতে না পারলে তা 1.1121 এর দিকে পরবর্তী নিম্নমুখী প্রবণতার দিকে নিয়ে যাবে।

Exchange Rates 01.03.2022 analysis

GBPUSD মুদ্রা কারেন্সি পেয়ার সামান্য পুলব্যাক তৈরি করেছে। এর ফলে দামের ব্যবধান আর নেই এবং গত শুক্রবারের সাময়িক সর্বোচ্চের মূল্যের সাথে তা একত্রিত হয়েছে। সুতরাং, 1.3440 স্তর প্রতিরোধ হিসাবে কাজ করছে, যা ক্রেতাদের উপর চাপ সৃষ্টি করে। এই অবস্থায়, 1.3440 থেকে প্রবণতা ফিরে আসলে তা প্রবণতাকে 1.3350 এর স্তরের দিকে নিয়ে যাবে। চার ঘণ্টার মধ্যে মূল্য প্রবণতা 1.3450-এর উপরে থাকলে ট্রেডাররা একটি বিকল্প বাজার দৃশ্যকে বিবেচনা করবে।

Exchange Rates 01.03.2022 analysis

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.