empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

22.03.202212:35 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ২২ মার্চ পর্যন্ত সাপ্তাহিক পুঁজিবাজারের পর্যালোচনা

Exchange Rates 22.03.2022 analysis

S&P 500 সূচক

গত সপ্তাহে, ইউক্রেন সংঘর্ষের সংবাদ উপেক্ষা করে মার্কিন পুজিবাজার শক্তিশালী বৃদ্ধি প্রদর্শন করেছে। কিন্তু ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করার জন্য ফেড সুদের হার বৃদ্ধির ঘোষণা দেয়ার পর বাজারে সামান্য পতন লক্ষ্য করা গিয়েছে।

নতুন সপ্তাহে ইউক্রেন সংকট নিয়ে পশ্চিমাদের পদক্ষেপ সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবে। 24 শে মার্চ, ন্যাটো, জি-7 এবং ইইউ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কী পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়ে আলোচনা করার জন্য বৈঠকে বসতে যাচ্ছে৷ অর্থবাজারগুলোও শান্তি আলোচনায় অগ্রগতির প্রত্যাশা করছে, তবে তাতে সংকট কমবে বলে মনে হচ্ছে না।

গত সপ্তাহে মার্কিন সূচক:

ডাও জোন্স সূচক- 33.140 থেকে 34.540 পয়েন্ট (1,400 পিপস বা 4% বৃদ্ধি)

নাসডাক কম্পোজিট সূচক - 13.000 থেকে 13.800 পয়েন্ট (800 পিপস বা 6% বৃদ্ধি)

S&P 500 সূচক- 4.300 থেকে 4.460 পয়েন্ট (160 পিপস বা 4% বৃদ্ধ)

পূর্বাভাস:

ডাও জোন্স সূচক- 34.000 থেকে 35.000 পয়েন্ট

নাসডাক কম্পোজিট সূচক - 13.500 থেকে 14.200 পয়েন্ট

S&P 500 সূচক - 4.380 থেকে 4.550 পয়েন্ট

উপসংহার: মার্কিন অর্থবাজারসমূহ বৃদ্ধি প্রদর্শনের জন্য প্রস্তুত রয়েছে, তবে বাজারে ইতিবাচক সংবাদ যেমন ইউক্রেনে যুদ্ধবিরতি এরূপ সংবাদ আসা প্রয়োজন। যদি চলমান দ্বন্দ্ব আরও বেড়ে যায়, তাহলে বাজারে পতন দেখা যাবে।


*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.