empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

22.03.202212:58 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন পুঁজিবাজারে পাওয়েলের আভাসকৃত সুদের হারে 0.5% বৃদ্ধির খবর

Exchange Rates 22.03.2022 analysis

ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোমি পাওয়েল গতকাল বলেছেন যে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনে পরবর্তী বৈঠকে সুদের হার অর্ধ শতাংশ পয়েন্ট বাড়ানোর জন্য প্রস্তুত। মাত্র কয়েক দিন আগে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এই ব্যবস্থা গ্রহণ করা হলেও আর্থিক নীতিমালায় আরও কঠোরতা আরোপের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

আশ্চর্যজনকভাবে, এই ধরনের ঘোষণা আসার পরেও পুঁজিবাজারে সেল-অফ বা লেনদেনে মন্দা এরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি, এবং এমনকি প্রধান সূচকসমূহ ইতিবাচক অঞ্চলে দিনের লেনদেন শেষ করেছে। আজ ইউরোপীয় পুঁজিবাজারের প্রধান সূচকসমূহ বৃদ্ধি প্রদর্শন করছে:

Exchange Rates 22.03.2022 analysis

ইউরোপীয় পুঁজিবাজার সূচক Stoxx50 সূচকের মহাকাব্যিক বৃদ্ধিও অব্যাহত রয়েছে:

Exchange Rates 22.03.2022 analysis

মার্কিন নীতিনির্ধারকগণ গত সপ্তাহের বৈঠকে সুদের হার এক চতুর্থাংশ পয়েন্ট বাড়িয়েছে। এছাড়া তারা দুই বছরের কাছাকাছি ধরে চলমান প্রায় শূন্য শতাংশ সুদের হারে ঋণ প্রদান কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেছে, এবং পূর্বাভাসের ভিত্তিতে চলতি বছরে সুদের হারে এরকম মাত্রার আরও ছয়বার বৃদ্ধির ইঙ্গিত পাওয়া গিয়েছে। পাওয়েল ইঙ্গিত দিয়েছিলেন যে মে মাসের 3-4 তারিখে রাজনীতিবিদদের পরবর্তী অধিবেশনগুলোতে সুদের হারের পরবর্তীর বৃদ্ধির প্রক্রিয়া চলমান থাকতে পারে।

গত সপ্তাহের বৈঠকের পরেr সংবাদ সম্মেলনের চেয়ে সোমবারে পাওয়েলের বক্তব্য আরও বেশি আক্রমণাত্নক ছিল, তিনি ইঙ্গিত দিয়েছেন যে মুদ্রাস্ফীতি বাড়তে থাকলে, তিনি আরও দ্রুত সুদের হার বৃদ্ধি করবেন।

অর্থবাজারসমূহে ফেডের চেয়ারম্যানের বার্তা পৌছে গেছে এবং বাজার এক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ফলে ট্রেজারি ইয়েল্ড বেড়ে যায় কারণ বিনিয়োগকারীরা বাজি ধরেছিল যে 40 বছরের মধ্যে সর্বোচ্চ স্তরের মুদ্রাস্ফীতি মোকাবেলায় মে মাসে ফেড সুদের হার 0.5% বাড়িয়ে দেবে৷

জ্যান হ্যাটজিয়াসের নেতৃত্বে গোল্ডম্যান শ্যাক্স গ্রুপ ইনকর্পোরেটেড অর্থনীতিবিদরা এই মন্তব্যগুলোকে ভয়ংকর সংকেত হিসাবে বিবেচনা করছেন। বর্তমানে তারা আশা করছেন যে ফেড মে এবং জুনের বৈঠকে সুদের হার 50 বেসিস পয়েন্ট বাড়াবে এবং তারপরে বছরের দ্বিতীয়ার্ধে চার বেসিস পয়েন্ট বাড়াবে।

গোল্ডম্যান ধারণা করছে মে এবং জুনের বৈঠকে ফেড সুদের হার 50 বেসিস পয়েন্ট বাড়াবে।

ফেডের প্রধান গত সপ্তাহের সংবাদ সম্মেলনের অনেক গুরুত্বপূর্ণ মন্তব্যের বিষয়ে পুনর্ব্যক্ত করেছেন এবং বিস্তারিত আলোকপাত করেছেন। তিনি বলেছেন যে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে খাদ্য, জ্বালানি এবং অন্যান্য পণ্যের দাম বেড়ে যাওয়ায় মুদ্রাস্ফীতির চাপ বেড়ে গিয়েছে "ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির অনেক বেশি চাপ।"

তিনি বলেছেন যে, "উচ্চ মূল্যস্ফীতি দীর্ঘমেয়াদে অব্যাহত থাকলে প্রত্যাশার অস্বস্তিকরভাবে উচ্চতর হওয়ার ঝুঁকি বাড়ছে, সুতরাং কমিটির আরও দ্রুত অগ্রসর হওয়ার প্রয়োজন,"।

মঙ্গলবার-মার্চ ২৩, বিআইএস ইনোভেশন সামিটে কেন্দ্রীয় ব্যাংকের বক্তাদের মধ্যে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের বক্তব্য

EIA অপরিশোধিত তেলের ইনভেন্টরি সংক্রান্ত প্রতিবেদন, বুধবার

ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর অ্যান্ড্রু বেইলি ও ফেড চেয়ারম্যান পাওয়েলের বক্তব্য, বুধবার

বুধবার বৃটিশ চ্যান্সেলর ঋষি সুনাকের বাজেট নিয়ে 'স্প্রিং স্টেটমেন্ট'

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ব্রাসেলসে জরুরী ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন

ইউরোজোন মার্কিট পিএমআই, বৃহস্পতিবার

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাথমিক বেকার ভাতা আবেদনের তথ্য, মার্কিন টেকসই পণ্য, বৃহস্পতিবার৷

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.