empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

07.06.202208:34 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটে পতন শুরু হতে যাচ্ছে। বরিস জনসন আস্থা ভোটে জয়লাভ করেছেন।

Exchange Rates 07.06.2022 analysis

সোমবার ডাও জোন্স, নাসডাক এবং S&P 500 সূচকের পতন হয়েছে। সামগ্রিকভাবে, মৌলিক ঘটনার অভাবে বাজার বেশ শান্ত ছিল। মার্কিন স্টক সূচকসমূহ যথেষ্ট ভালভাবে ফিরে এসেছে। অতএব, এই সপ্তাহে নতুন করে নিম্নমুখী প্রবণতা আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল, মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির তথ্য প্রকাশ করা হবে। বর্তমানে, মুদ্রাস্ফীতির হার ত্বরান্বিত বা মন্থর হচ্ছে কিনা তা বিবেচ্য নয়। ফেডারেল রিজার্ভ জুন এবং জুলাই মাসে সুদের হার 0.5% বৃদ্ধি করবে। এছাড়াও, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক কিউটি (QT) প্রোগ্রামের (গুণগত কঠোরতা আরোপ) অধীনে তার ব্যালেন্স শীট হ্রাস শুরু করবে। এরই আলোকে শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতা প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে সোমবার অনাস্থা ভোটে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বেঁচে গেছেন। বেশ কয়েক মাস আগে, লকডাউন চলাকালীন সময়ে ডাউনিং স্ট্রিটে পার্টি আয়োজন করা হয়েছিল এমন অভিযোগে তিনি সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। ইউক্রেনীয় সংঘাতের কারণে প্রধানমন্ত্রীর প্রতি ব্রিটিশ জনগণের মনোযোগে ভাটা পড়েছিল। তা সত্ত্বেও, তার দলের সদস্যরা ভেবেছিলেন যে জনসন আর নেতৃত্বে থাকতে পারবেন না কারণ 54 জন টোরি এমপি অনাস্থার চিঠি জমা দিয়েছিলেন। গতকাল, জনসন কনজারভেটিভ পার্টির নেতৃত্বে অনাস্থা ভোটের মুখোমুখি হন। তার নেতৃত্ব বজায় রাখতে এবং অফিসে থাকার জন্য, তাকে কমপক্ষে 180 টোরি এমপির সমর্থন জয় করার প্রয়োজন ছিল। সামগ্রিকভাবে, 148 জন সংসদ সদস্য জনসনের বিপক্ষে ভোট দিয়েছেন, এবং 211 জন প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সমর্থন দিয়েছেন। সুতরাং, সোমবারের ভোটে বরিস জনসনের জয়ের মাধ্যমে তার নেতৃত্ব নিশ্চিত হয়েছে এবং এক বছরের জন্য তাকে আর অনাস্থা প্রস্তাবের মুখোমুখি করা যাবে না। অবশ্য, ভোটের ফলাফল এখনও প্রধানমন্ত্রীর জন্য ভালো নয় বলেই মনে করা হচ্ছে। এটি মনে করে দেখা যেতে পারে যে, 2018 সালে, ব্রেক্সিট আলোচনা স্থগিত হয়ে গেলে আরও এমপি থেরেসা মেকে সমর্থন করেছিলেন। অতএব, ধারণা করা যেতে পারে যে জনসনের জনপ্রিয়তা কনজারভেটিভ পার্টির মধ্যে নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। এই আলোকে আগামী নির্বাচনে তিনি জয়ী হতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.