empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

06.09.202207:22 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ইউরোপে গ্যাসের দাম 30% এরও বেশি বৃদ্ধি পাওয়ায় EUR/USD-এর মূল্য 0.9900 এর উপরে পৌঁঁছেছে

Exchange Rates 06.09.2022 analysis

EUR/USD, H4 চার্ট

ইউরোপে গ্যাস সংকট বৃদ্ধি পাওয়ায় সোমবার ইউরোর দাম কমেছে।

গ্যাজপ্রম 3 সেপ্টেম্বর থেকে নর্ড স্ট্রিম ওয়ানের মাধ্যমে আবার গ্যাস সরবরাহ শুরু করার পরিকল্পনা করেছে। তবে, পাইপলাইনটি এখনও বন্ধ রয়েছে। গ্যাজপ্রম বলেছে যে নর্ড স্ট্রিম ওয়ানে অবশ্যই প্রযুক্তিগত রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে।

এই আলোকে, ইউরোপে গ্যাসের দাম প্রতি মেগাওয়াট ঘণ্টায় 30% বেড়ে 272 ইউরো হয়েছে।

অক্টোবরে ডেলিভারির জন্য কন্ট্র্যাক্ট এখন প্রতি মেগাওয়াট ঘন্টায় 256 ইউরোতে ট্রেড করছে, যা 23% বৃদ্ধি।

বর্তমান দাম এক বছরের আগের তুলনায় 400% বেশি।

ইউরোপীয় ইউনিয়ন এখন জরুরী ব্যবস্থা নিচ্ছে: জার্মানি ক্রমবর্ধমান জ্বালানির দামের বিরুদ্ধে লড়াই করার জন্য $65 বিলিয়নের পরিকল্পনা ঘোষণা করেছে।

বাল্টিক অঞ্চলে, গ্যাসের দাম 100% বেড়েছে।

এই পটভূমিতে, ইউরো বরং বেশ স্বল্প পতন প্রদর্শন করেছে।

8 সেপ্টেম্বর সুদের হারে 0.75% বৃদ্ধির প্রত্যাশা ইউরোকে সমর্থন প্রদান করবে।

ইউরোর লং পজিশন 0.9950 থেকে বা বাউন্সের ক্ষেত্রে ওপেন করা যেতে পারে। স্টপ লস অর্ডার 0.9880- এ স্থাপন করা যেতে পারে, টেক প্রফিট অর্ডার 100 পিপের কম নেয়া উচিৎ হবে না।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.