empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

28.02.202408:56 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD পেয়ারের ট্রেডিংয়ের পরামর্শ এবং লেনদেনের বিশ্লেষণ, ২৮ ফেব্রুয়ারী। আরেকটি "দারুণ ইন্টারেস্টিং" দিন

EUR/USD পেয়ারের 5M চার্টের বিশ্লেষণ

Exchange Rates 28.02.2024 analysis

সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়ে, EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের তেমন কোন মুভমেন্ট দেখা যায়নি। দিনের বেলায় মার্কিন যুক্তরাষ্ট্রে টেকসই পণ্যের অর্ডার সংক্রান্ত পর্যাপ্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা সত্ত্বেও, যার ফলাফল অনুরণিত ছিল এবং পূর্বাভাসের সাথে সামঞ্জস্যপূর্ণ ছিলনা, এমনকি সবচেয়ে নেতিবাচক প্রত্যাশার চেয়েও উল্লেখযোগ্যভাবে নিম্নমুখী হয়েছে। আজ, মার্কিন ডলার বর্তমান স্বল্পমেয়াদী প্রবণতার সাথে মিল রেখে একটি নতুন দরপতন শুরু করতে পারে। যাইহোক, EUR/USD পেয়ারের সাথে কি করতে হবে তা নিয়ে বাজারের ট্রেডাররা বিভ্রান্তির মধ্যে হয়েছে। আমরা 20 পয়েন্টের সামান্য দরপতন, ক্রিটিক্যাল লাইন থেকে মূল্যের বাউন্স এবং প্রায় 20 পয়েন্টের ঊর্ধ্বমুখী মুভমেন্ট দেখেছি।

দিনের বেলায় কোন উল্লেখযোগ্য মৌলিক ইভেন্ট ছিল না। আমরা গুরুত্বপূর্ণ প্রতিবেদনের কথা বুঝিয়েছি। ইসিবির আর্থিক কমিটির প্রতিনিধিরা প্রায় প্রতিদিনই বক্তব্য দিয়ে থাকেন, কিন্তু তাদের একেকজনের মতামত একেকরকম। কেউ কেউ মনে করেন যত তাড়াতাড়ি সম্ভব আর্থিক নীতিমালা নমনীয় করার দিকে অগ্রসর হওয়া প্রয়োজন, অন্যরা তেমনটি মনে করে না। অতএব, ইসিবির সদস্যদের একইরকম দৃষ্টিভঙ্গি সম্পর্কে উপসংহারে আসা অসম্ভব। ইউরোপীয় মুদ্রা বাজার থেকে সমর্থন পেলেও বিশ্ব অর্থনীতির মৌলিক পটভূমি থেকে এটি সমর্থন পাচ্ছে না। সুতরাং, আমরা ইউরোর শক্তিশালী দরপতনের আশা করছি।

গতকাল শুধুমাত্র একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। মার্কিন ট্রেডিং সেশনের সময়, এই পেয়ারের মূল্য কিজুন-সেন লাইনের বাইরে চলে যায়। তাই, ট্রেডাররা লং পজিশন ওপেন করতে পারে। দিনের শেষে অন্য কোন সিগন্যাল তৈরি হয়নি এবং প্রথমটিও বাতিল হয়ে যায়নি। অতএব, সন্ধ্যার কাছাকাছি ম্যানুয়ালি লং পজিশন ক্লোজ করা যেতে পারে। এই ট্রেড থেকে লাভ ছিল প্রায় 10-15 পয়েন্ট। গতকালের অস্থিরতার মধ্যে, এই ফলাফল বেশ ভাল হিসেবে বিবেচনা করা যায়।

COT রিপোর্ট:

এই পেয়ারের সর্বশেষ COT রিপোর্টটি ২০ ফেব্রুয়ারী প্রকাশিত হয়েছিল। উপরের চিত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন দীর্ঘদিন ধরে বুলিশ ছিল। অন্য কথায়, বাজারে লং পজিশনের সংখ্যা শর্ট পজিশনের তুলনায় বেশি রয়েছে। যাইহোক, একই সময়ে, সাম্প্রতিক মাসগুলিতে নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন হ্রাস পাচ্ছে এবং কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন বৃদ্ধি পাচ্ছে। স্পেকুলেটররা ইউরো কারেন্সির বিক্রি বাড়িয়েছে এটি মার্কেট সেন্টিমেন্টের পরিবর্তনের ইঙ্গিত দেয়। আমরা এখনও ইউরোপীয় মুদ্রার মূল্য বৃদ্ধিতে অবদান রাখতে পারে এমন মৌলিক কারণ দেখতে পাচ্ছি না এবং প্রযুক্তিগত বিশ্লেষণ এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা গঠনের ইঙ্গিত দেয়।

আমরা ইতোমধ্যেই ট্রেডারদের উল্লেখ করেছি যে লাল এবং নীল লাইনগুলো উল্লেখযোগ্যভাবে ভিন্ন হয়ে গিয়েছে, যা প্রায়শই কোন প্রবণতা শেষ হওয়ার আগে ঘটে থাকে। এই লাইনগুলো একে অপরের দিকে অগ্রসর হচ্ছে (যা প্রবণতার পরিবর্তন নির্দেশ করে)। অতএব, আমরা ইউরোপীয় মুদ্রার দরপতনের পূর্বাভাস অব্যাহত রেখেছি। গত সপ্তাহের রিপোর্ট অনুযায়ী, "নন-কমার্শিয়াল" গ্রুপে লং পজিশনের সংখ্যা 2.3 হাজার বেড়েছে এবং শর্ট পজিশনের সংখ্যা 12.8 হাজার কমেছে। সে অনুযায়ী নেট পজিশন 10.5 হাজার বেড়েছে। ক্রয় চুক্তির সংখ্যা নন-কমার্শিয়াল ট্রেডারদের বাই কন্ট্র্যাক্টের সংখ্যা সেল কনট্র্যাক্টের তুলনায় 68 হাজার (আগের সপ্তাহে এই ব্যবধান 52 হাজার ছিল) বেশি। এইভাবে, পেশাদার ট্রেডাররা ইউরো মুদ্রার বিক্রি চালিয়ে যাচ্ছে।

EUR/USD পেয়ারের 1H চার্টের বিশ্লেষণ

এক ঘন্টার টাইমফ্রেমে এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে, কিন্তু আমরা এটির ব্যাপারে সন্দিহান। সব কারণই ডলারের শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিচ্ছে। এইভাবে, আমরা আশা করছি যে ক্রিটিক্যাল লাইনের নিচে মূল্যের কনসলিডেশন হবে এবং ইউরো মুদ্রার দরপতন পুনরুদ্ধার হবে। নিকটতম লক্ষ্য হল 1.0658-1.0669 এরিয়া। এই পেয়ারের মূল্য ঊর্ধ্বমুখী ট্রেন্ড লাইন অতিক্রম করেছে, তাই ইউরোর দর বৃদ্ধি অব্যাহত রাখতে আরও আত্মবিশ্বাসের প্রয়োজন।

28 ফেব্রুয়ারীতে, আমরা ট্রেড করার জন্য নিম্নলিখিত লেভেলগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি - 1.0530, 1.0581, 1.0658-1.0669, 1.0757, 1.0823, 1.0889, 1.0935, 1.1006, 1.1092, সেইসাথে সেনকৌ স্প্যান বি (1.0767) এবং কিজুন-সেন (1.0838) লাইন রয়েছে। ইচিমোকু সূচক লাইনগুলো দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, তাই ট্রেডিং সিগন্যাল সনাক্ত করার সময় এটি বিবেচনা করা উচিত। যদি মূল্য 15 পিপস দ্বারা নির্ধারিত দিকে চলে যায় তবে ব্রেকইভেনে স্টপ লস সেট করতে ভুলবেন না। যদি সিগন্যালটি ভুল বলে প্রমাণিত হয় তবে এটি আপনাকে সম্ভাব্য লোকসানের বিরুদ্ধে রক্ষা করবে।

বুধবার, খুব একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে চতুর্থ প্রান্তিকের জিডিপির দ্বিতীয় অনুমান প্রকাশিত হবে, যা প্রথম এবং তৃতীয়টির তুলনায় অনেক কম গুরুত্বপূর্ণ। অতএব, আমরা এই প্রতিবেদনের ফলাফলের প্রতি ট্রেডারদের কোন প্রতিক্রিয়া আশা করছি না। সম্ভবত, মূল্যের অস্থিরতার মাত্রা কম থাকবে, এবং দৈনিক মুভমেন্ট বেশ দুর্বল হবে।

চার্টের সূচকসমূহের বর্ণনা:

মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সংকেত প্রদান করে না।

কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।

এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে।

হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।

COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

COT চার্টে সূচক 2 নন কমার্শিয়াল গ্রুপের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.