empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

28.05.202409:07 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: বুলিশ প্রবণতা গতি পাচ্ছে। GBP/USD পেয়ারের পর্যালোচনা

যুক্তরাজ্যের কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই) এপ্রিল মাসে বার্ষিক ভিত্তিতে 2.3% এ পৌঁছেছে (পূর্বাভাস ছিল 2.2%), যা মার্চের 3.2% থেকে কমেছে। এটি জুলাই 2021 সালের পর সর্বনিম্ন স্তর, তবে মুদ্রাস্ফীতির তীব্র হ্রাস সত্ত্বেও, এটি 2.1% এর পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।

মূল CPI বা ভোক্তা মূল্য সূচক 4.2% থেকে কমে 3.9%-এ নেমে এসেছে, যা 3.6% পূর্বাভাসেরও উপরে, কিন্তু অক্টোবর 2021 থেকে প্রথমবার, সূচকটি 4% এর নিচে নেমে গেছে। পরিষেবার মূল্য বৃদ্ধি উচ্চ রয়ে গেছে, 6.0% থেকে বার্ষিক ভিত্তিতে 5.9% এ নেমে এসে সামান্য কমেছে।

উচ্চ মূল্যস্ফীতির নেতিবাচক প্রভাব খুচরা বিক্রয় প্রতিবেদন দ্বারা কিছুটা পুষিয়ে নেয়া গিয়েছিল, যা এপ্রিল মাসে -2.3% এর (প্রত্যাশিত ছিল -0.4%) তীক্ষ্ণ পতন দেখিয়েছিল, যা মে মাসে মূল্যস্ফীতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ার সম্ভাবনার ইঙ্গিত দেয়। যা সম্ভাব্যভাবে ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের সুদের হার কমানোর বিষয়টি আগ্রহের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। সমস্যা হল যে মে মাসের মুদ্রাস্ফীতির তথ্য ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের বৈঠকের পরে প্রকাশ করা হবে, তাই আগামী সপ্তাহগুলোতে পাউন্ডের মূল্যের বুলিশ প্রবণতার ব্যাপারে মার্কেটের ট্রেডারদের পুনর্মূল্যায়নকে প্রতিফলিত করবে।

Exchange Rates 28.05.2024 analysis

মূল প্রশ্ন হল ব্যাংক অব ইংল্যান্ড 20 জুনের আসন্ন সভায় সুদের হার কমানোর জন্য যথেষ্ট মন্থরতা বিবেচনা করবে কিনা। এই পদক্ষেপের সম্ভাবনা বোধগম্যভাবে হ্রাস পেয়েছে; এক সপ্তাহ আগে এটি প্রায় 60% ছিল, কিন্তু এই রিপোর্ট প্রকাশের পরে, এটি তীব্রভাবে 15%-এ নেমে এসেছে এবং প্রথমবারের মতো সুদের হার কমানোর প্রত্যাশা আগস্টে ঠেলে দেওয়া হয়েছে। মার্কেটের ট্রেডাররা পূর্বাভাস অনুযায়ী পাউন্ডের চাহিদা বৃদ্ধির সাথে সাড়া দিয়েছে। এখন মূল প্রশ্ন হল পাউন্ডের বুলিশ মোমেন্টাম কতটা টেকসই।

বন্ধকী এবং ভোক্তা ঋণ সংক্রান্ত প্রতিবেদন শুক্রবার প্রকাশ করা হবে, যা সম্ভবত ভোক্তা কার্যকলাপ সূচকগুলোর সামঞ্জস্যের জন্য সুযোগ দেবে- যা গার্হস্থ্য মুদ্রাস্ফীতির মূল কারণ। যদি তাই হয়, 20 জুন সুদের কম হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। আপাতত, এটা ধরে নেওয়া উচিত যে পাউন্ডের চাহিদা বজায় রেখে অন্তত আগস্ট পর্যন্ত যুক্তরাজ্যে ইয়েল্ড বেশি থাকবে। পাউন্ডের মূল্যের বুলিশ প্রবণতার পূর্বাভাস রয়ে গেছে।

ব্রিটিশ পাউন্ড কেনার পরপর চতুর্থ সপ্তাহে নেট শর্ট পজিশনে পতন হয়েছে, সাপ্তাহিক +1.66 বিলিয়ন পরিবর্তনের সাথে, যা ইউরোর পরে G10 মুদ্রার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। নিরপেক্ষ পূর্বাভাস পাওয়া গেলে, কিন্তু পাউন্ডের দাম দ্রুত বাড়ছে, যা এই ইঙ্গিত দেয় যে বুলিশ মোমেন্টাম বেশ শক্তিশালী।

Exchange Rates 28.05.2024 analysis

সোমবার সকালে, পাউন্ড 1.2755 এর রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি ট্রেড করছিল, যা আমরা এক সপ্তাহ আগে নিকটতম লক্ষ্যমাত্রা হিসাবে চিহ্নিত করেছি। আমরা 1.2790/2810 এর লক্ষ্যমাত্রায় পাউন্ডের মূল্য আরও বাড়বে বলে আশা করছি। মধ্যমেয়াদী লক্ষ্যমাত্রা 1.2892 এর স্থানীয় সর্বোচ্চ লেভেলের স্থানান্তরিত হয়; এই লেভেলের উপরে কনসলিডেশন পাউন্ডের জন্য প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গিকে আরও বুলিশে পরিবর্তন করবে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.