empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

24.06.202412:43 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD। ২৪ জুন। শুক্রবার মার্কেট এই পেয়ারের বিক্রেতাদের নিয়ন্ত্রণে থাকলেও সোমবার ক্রেতারা সক্রিয় হতে শুরু করেছে

শুক্রবার EUR/USD পেয়ারের মূল্য 61.8%-1.0722 এর কারেকটিভ লেভেলের কাছাকাছি মার্কিন ডলারের পক্ষে একটি রিভার্সাল হয়েছে এবং মূল্য 76.4%-1.0676 এর ফিবোনাচি লেভেলে নেমে গেছে। এমন মুভমেন্ট প্রত্যাশিত ছিল। 1.0676 এর লেভেল থেকে এই পেয়ারের মূল্যের রিবাউন্ড ইতোমধ্যেই ইউরোপীয় মুদ্রার পক্ষে কাজ করেছে এবং মূল্য 1.0722 লেভেলের দিকে উঠতে শুরু করেছে। এই লেভেল থেকে আজ একটি রিবাউন্ড 1.0676-এ সম্ভাব্য দরপতন সহ এই পেয়ারের মূল্যের "বিয়ারিশ প্রবণতা" ফিরে আসবে। এই পেয়ারের মূল্য 1.0722 লেভেলের উপরে গেলে সেটি 50.0% -1.0760 এর পরবর্তী কারেকটিভ লেভেলের দিকে এই পেয়ারের আরও দর বৃদ্ধির সম্ভাবনা বাড়িয়ে তুলবে।

Exchange Rates 24.06.2024 analysis

এই পেয়ারের ওয়েভ পরিস্থিতি স্পষ্ট রয়েছে। শেষ সম্পন্ন ঊর্ধ্বমুখী ওয়েভটি খুব দুর্বল হয়ে পড়েছিল এবং আগের ওয়েভের শিখরটি ব্রেক করতে ব্যর্থ হয়েছিল। শেষ নিম্নগামী ওয়েভ (যা এখনও সম্পন্ন করা প্রয়োজন) পূর্ববর্তী ওয়েভের নিম্নভাগ ব্রেক করতে ব্যর্থ হয়েছে। এইভাবে, এই পেয়ারের মূল্যের "বিয়ারিশ" প্রবণতা বজায় রয়েছে, তবে অদূর ভবিষ্যতে, "বুলিশ"-এ প্রবণতা পরিবর্তনের প্রথম লক্ষণ দেখা যেতে পারে। এর লক্ষণ হবে 18 জুন থেকে গটয়হিত শেষ ঊর্ধ্বমুখী ওয়েভের শিখরের একটি ব্রেকথ্রু হবে। যদি এটি না ঘটে, আমি এই পেয়ারের মূল্য 1.0676 এ ফিরে আসার আশা করব।

শুক্রবারের সামষ্টিক পটভূমি ট্রেডারদের সেন্টিমেন্টকে প্রভাবিত করেছে, কিন্তু আমি বলতে পারি না যে এটি শক্তিশালী ছিল। ইউরোপীয় ইউনিয়ন এবং জার্মানিতে ব্যবসায়িক কার্যকলাপের সূচকের ফলাফল ট্রেডারদের প্রত্যাশার চেয়ে দুর্বল হতে দেখা গেছে, যার ফলে দিনের প্রথমার্ধে এই পেয়ার বিক্রি করা হয়েছে৷ আমেরিকান ব্যবসায়িক কার্যকলাপের সূচকগুলি পূর্বাভাসের চেয়ে কিছুটা ভাল ছিল, কিন্তু বিক্রেতারা 1.0676 এর লেভেল অতিক্রম করতে ব্যর্থ হয়েছে, তাই দরপতন অব্যাহত থাকেনি। শুক্রবার গ্রাফিকাল এবং তথ্য বিশ্লেষণের সমন্বয় বেশ ভাল কাজ করেছে। EUR/USD পেয়ারের মূল্যের পরবর্তী মুভমেন্ট গ্রাফিকাল বিশ্লেষণের উপর বেশি নির্ভর করবে, কারণ এই সপ্তাহে সামষ্টিক পটভূমি অপেক্ষাকৃত দুর্বল হবে।

Exchange Rates 24.06.2024 analysis

4-ঘণ্টার চার্টে, এই পেয়ার CCI সূচকে "বুলিশ" ডাইভারজেন্স তৈরি করার পরে ইউরোর পক্ষে একটি নতুন রিভার্সাল হয়েছে। এই পেয়ারের কোট ফিবোনাচ্চি 61.8%-1.0714 লেভেলের ফিরে এসেছে, কিন্তু আমি এখনও ইউরোর মূল্যের দীর্ঘমেয়াদী বৃদ্ধির উপর আস্থা রাখতে পারছি না। গত সপ্তাহে, 4-ঘণ্টার চার্টে, ট্রেন্ড লাইনের নীচে একটি ক্লোজিং ছিল, যা ট্রেডারদের সেন্টিমেন্টকে "বিয়ারিশ" এ পরিবর্তন করেছে। অতএব, আমি এখন সামান্য (শক্তির দিক থেকে) কারেকশনের আশা করছি, তারপরে "বিয়ারিশ" প্রবণতা পুনরায় শুরু হবে। আমি এই মুহূর্তে প্রতি ঘণ্টার চার্ট থেকে লেভেল ব্যবহার করার পরামর্শ দিচ্ছি।

কমিটমেন্ট অব ট্রেডার্স (সিওটি) রিপোর্ট:

Exchange Rates 24.06.2024 analysis

গত সপ্তাহের রিপোর্ট অনুযায়ী, স্পেকুলেটররা 1260টি লং পজিশন ক্লোজ করেছে এবং 22966টি শর্ট পজিশন ওপেন করেছে। "নন-কমার্শিয়াল" গ্রুপের সেন্টিমেন্ট বেশ কয়েক সপ্তাহ আগে "বিয়ারিশ" হয়ে গেছে, এবং বিক্রেতারা বর্তমানে তাদের পজিশন আবার বাড়াচ্ছে। স্পেকুলেটরদের মোট লং পজিশনের সংখ্যা এখন দাঁড়িয়েছে 187 হাজার, যেখানে শর্ট পজিশনের পরিমাণ 144 হাজার। ব্যবধান সংকুচিত হচ্ছে।

আমি এখনও বিশ্বাস করি যে পরিস্থিতি এই পেয়ারের বিক্রেতাদের পক্ষে পরিবর্তন হতে থাকবে। আমি ইউরো কেনার দীর্ঘমেয়াদী কারণ দেখতে পাচ্ছি না, কারণ ইসিবি আর্থিক নীতিমা নমনীয় করতে শুরু করেছে, যা ব্যাঙ্ক আমানত এবং সরকারি বন্ডের লভ্যাংশ কমিয়ে দেবে। আমেরিকায়, সেগুলো অন্তত আরও কয়েক মাস উচ্চ স্তরে থাকবে, যা ডলারকে বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলবে। এমনকি COT রিপোর্ট অনুসারে, ইউরোপীয় মুদ্রার দরপতনের চিত্তাকর্ষক সম্ভাবনা রয়েছে। যদি এখনও বড় খেলোয়াড়দের মধ্যে "বুলিশ" সেন্টিমেন্ট এবং ইউরোর মূল্য পতনশীল থাকে, তাহলে সেন্টিমেন্ট "বিয়ারিশ" হয়ে গেলে ইউরোর মূল্য কোথায় থাকবে?

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নিউজ ক্যালেন্ডার:

ইউরোপীয় ইউনিয়ন - জার্মানিতে বিজনেস ক্লাইমেট ইনডেক্স (08:00 UTC)।

24 জুন, অর্থনৈতিক ইভেন্ট ক্যালেন্ডারে গৌণ গুরুত্বসম্পন্ন শুধুমাত্র একটি এন্ট্রি রয়েছে। আজ ট্রেডারদেরদের সেন্টিমেন্টে সামষ্টিক প্রেক্ষাপটের প্রভাব খুবই দুর্বল হবে।

EUR/USD পেয়ারের পূর্বাভাস এবং ট্রেডারদের জন্য পরামর্শ:

ঘন্টাভিত্তিক চার্টে, 1.0676 এবং 1.0602 লক্ষ্যমাত্রায় 1.0760 স্তর থেকে একটি বাউন্সের ক্ষেত্রে এই পেয়ার বিক্রয় করা সম্ভব ছিল। প্রথম লক্ষ্যমাত্রায় পৌঁছানো গিয়েছিল, এবং এটি থেকে একটি বাউন্স কন্ট্র্যাক্ট ক্লোজ করার ইঙ্গিত দিয়েছে। 1.0722 লেভেল থেকে একটি বাউন্সের ক্ষেত্রে নতুন করে এই পেয়ার বিক্রয় করা সম্ভব। 1.0722 লক্ষ্যমাত্রায় 1.0676 লেভেল থেকে বাউন্সের ক্ষেত্রে ঘন্টাভিত্তিক চার্টে ইউরো কেনা সম্ভব ছিল। এই ডিল অপেন করে রাখা যেতে পারে. মূল্য 1.0722 এর উপরে থাকা অবস্থায় লেনদেন শেষ হলে, ক্রেতাদের জন্য লক্ষ্যমাত্রা হবে 1.0760। ফিবোনাচ্চি লেভেলগুলো এক ঘন্টার চার্টে 1.0602-1.0917 এ এবং 4-ঘন্টার চার্টে 1.0450-1.1139-এ তৈরি করা হয়েছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.