empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

01.07.202409:44 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD পেয়ারের গুরুত্বপূর্ণ পূর্বাভাস, ১ জুলাই, ২০২৪

শুক্রবারের শেষের দিকে ডলারের দরপতন শুরু হয় এবং আজকের এশিয়ান সেশন শুরু হওয়ার সাথে সাথে এটি দুর্বল হতে থাকে। আসলে, ডলারের দর তুলনামূলকভাবে সংকীর্ণ রেঞ্জের উপরের সীমানায় চলে গেছে। এর প্রধান কারণ ছিল ট্রাম্প ও বাইডেনের মধ্যে বিতর্ক। শুক্রবার সন্ধ্যা নাগাদ, বাইডেন বিতর্কে নিশ্চিতভাবে হেরে গেছেন এমন মতামত অগণিত আতঙ্কিত প্রতিবেদনের কারণে পরিণত হয়েছে। প্রধান প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা মনে করেন যে ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসলে সেটি একটি বিপর্যয়কর পরিস্থিতি হয়ে উঠতে পারে।

আজ, এই পেয়ারের মূল্য যে রেঞ্জে অবস্থান করছে তার নিম্ন সীমানায় পিছিয়ে যেতে পারে। মোদ্দা কথা হলো গত সপ্তাহে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের বেশ কয়েকজন প্রতিনিধি চলতি বছর শেষের আগে আরও দুইবার সুদের হার কমানোর সম্ভাবনার কথা উল্লেখ করেছেন। এতে ক্রিস্টিন লাগার্ডের আজকের বক্তৃতার একটি ভূমিকা ছিল বলে মনে হচ্ছে। যদি ইসিবি প্রেসিডেন্ট কোনভাবে এই বিবৃতি নিশ্চিত করেন, তাহলে অনিবার্যভাবে ইউরোর দরপতন হবে। যাইহোক, ইউরোর মূল্য এখনও রেঞ্জের বাইরে যেতে সক্ষম হবে না। শুক্রবারের জন্য নির্ধারিত মার্কিন ডিপার্টমেন্ট অফ লেবার থেকে প্রতিবেদন প্রকাশের আগে বিনিয়োগকারীরা এত বড় ঝুঁকি নিতে আগ্রহী নয়।

Exchange Rates 01.07.2024 analysis

দুই সপ্তাহের মধ্যে প্রথমবারের মতো, EUR/USD পেয়ারের মূল্য 1.0670/1.0750 এর হরিজন্টাল রেঞ্জ থেকে বেরিয়ে আসতে পেরেছে। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য এই রেঞ্জের উপরের সীমানা অতিক্রম করায় সেটি ইউরোর লং পজিশনের পরিমাণ বৃদ্ধির ইঙ্গিত দেয়।

চার-ঘণ্টার চার্টে, RSI টেকনিক্যাল ইন্ডিকেটর 50/70 এর উপরের অংশে ঘোরাফেরা করছে, যা লং পজিশনের ভ্লিউমের বৃদ্ধি নির্দেশ করে।

এদিকে, অ্যালিগেটরের এমএ 4-ঘণ্টার চার্টে জড়িয়ে আছে, যা হরিজন্টাল রেঞ্জের সমাপ্তি ঘটার সংকেত।

পূর্বাভাস

এই ক্ষেত্রে, দিনের বেলায় মূল্য 1.0750 এর লেভেলের উপরে থাকলে ইউরোর মূল্যের পরবর্তী বৃদ্ধির সংকেত দিতে পারে, এক্ষেত্রে মূল্য কমপক্ষে 1.0800 এর লেভেলের উপরে যাবে। এটি দীর্ঘ কারেকটিভ ফেজের পর ইউরোর মূল্যের পুনরুদ্ধারের শুরুকে চিহ্নিত করবে। যাইহোক, যদি মূল্যের এই রেঞ্জের উপরের সীমানা ব্রেক করে ফেলা একটি ফলস সিগন্যালে পরিনত হয় এবং মূল্য আবার রেঞ্জে ফিরে আসে, তাহলে এই পেয়ারের মূল্য রেঞ্জের মধ্যেই থাকতে পারে।

বিস্তারিত সূচক বিশ্লেষণ স্বল্প-মেয়াদী এবং দৈনিক ভিত্তিতে এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বগামী মুভমেন্টের সম্ভাবনা নির্দেশ করে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

EUR/USD পেয়ারের গুরুত্বপূর্ণ পূর্বাভাস, ১৮.১১.২০২৪
মনে হচ্ছে ডলারের দর বৃদ্ধির সম্ভাবনা ফুরিয়ে গেছে এবং এটির আরও দর বৃদ্ধির জন্য অত্যন্ত শক্তিশালী প্রভাবক প্রয়োজন। তবে, ডলারের দরপতন হওয়ার জন্যও এখনও তেমন কোন উল্লেখযোগ্য কারণ দেখা যাচ্ছে না।
লেখক: ডেন লিও
03:09 2024-11-18 UTC--5
1348
EUR/USD পেয়ারের গুরুত্বপূর্ণ পূর্বাভাস, ১৭.১০.২০২৪
মার্কেটে ডলার শুধুমাত্র অতিরিক্ত ক্রয় করাই হয়নি, ক্রিস্টিন লাগার্ডও আজ ঘোষণা করতে পারেন যে মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, যা মার্কেটে অপ্রত্যাশিত পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে।
লেখক: ডেন লিও
03:38 2024-10-17 UTC--4
1543
EUR/USD পেয়ারের গুরুত্বপূর্ণ পূর্বাভাস, ১৬.১০.২০২৪
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) আবারও সুদের হার কমাতে পারে বলে জল্পনা বাড়ছে, বিশেষ করে ইসিবির বোর্ড সদস্যদের বৈঠকের সময় ঘনিয়ে আসার সাথে সাথে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা বেড়েছে।
লেখক: ডেন লিও
04:15 2024-10-16 UTC--4
1543
আরো দেখুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.