empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

10.07.202412:35 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD পেয়ারের পর্যালোচনা, ১০ জুলাই। ব্রিটিশ পাউন্ডের দরপতন: হাস্যকর এবং দুঃখজনক

Exchange Rates 10.07.2024 analysis

মঙ্গলবার GBP/USD পেয়ার দরপতনের শিকার হয়েছে, কারণ শুধুমাত্র ইউরোপীয় সেশনের সময় এই পেয়ারের মূল্য কয়েক ডজন পিপস কমেছে। এটি উল্লেখ করা অত্যাবশ্যক যে এই মুভমেন্ট পূর্ববর্তী স্থানীয় সর্বোচ্চ লেভেলের কাছাকাছি ঘটছে এবং যে এরিয়া থেকে মূল্য গত সাত মাসে প্রায় 10 বার বাউন্স করেছে। আমরা এখনও জানি না যে ব্রিটিশ পাউন্ডের দর বৃদ্ধি অব্যাহত থাকবে কিনা, তবে এটা অনস্বীকার্য যে সাম্প্রতিক মাসগুলোতে এই পেয়ারের দরপতনের চেয়ে মূল্য অনেক বেশি ঘন ঘন বেড়েছে। এই ধরনের মুভমেন্টের কারণ হিসেবে মার্কিন অর্থনৈতিক প্রতিবেদনের দুর্বল ফলাফলকে দায়ী করা যেতে পারে। যাইহোক, আমরা বারবার উল্লেখ করেছি যে ব্রিটিশ অর্থনীতির অবস্থা ভালো নয়, এবং মার্কিন প্রতিবেদনের "নেতিবাচক" ফলাফল এখনও যুক্তরাজ্যের প্রতিবেদনের "ইতিবাচক" ফলাফলের চেয়ে অনেক বেশি ঊর্ধ্বমুখী।

এছাড়াও, ব্যাংক অফ ইংল্যান্ডের পরবর্তী বৈঠকে আর্থিক নীতিমালা নমনীয় করতে শুরু করতে পারে। দেশটির মুদ্রাস্ফীতির বর্তমান স্তর এই সুযোগ দিচ্ছে। দেশটির মূল মুদ্রাস্ফীতি এখনও অনেক বেশি রয়েছে, কিন্তু ব্যাংক অব ইংল্যান্ড দেশটির মুদ্রাস্ফীতি 2% এর অনেক নিচে নেমে যাওয়ার ঝুঁকি নিতে পারে না। আমরা মনে করি যে ব্রিটিশ কেন্দ্রীয় ব্যাংক ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম অনুযায়ী কাজ শুরু করবে। যুক্তরাজ্যের মুদ্রানীতিমালার নমনীয়করণ শুরু হবে এবং তারপর উভয় মুদ্রাস্ফীতি সূচক কীভাবে প্রতিক্রিয়া দেখায় তা পর্যবেক্ষণ করবে। যাইহোক, ব্যাংক অব ইংল্যান্ড আগস্টে সূদের হার কমানো শুরু করতে পারে এবং মার্কেটের ট্রেডাররা এই বিষয়টি উপেক্ষা করতে পারে না।

এইভাবে, আমরা শুধুমাত্র একটি জিনিসের পরামর্শ দিতে পারি: মার্কেট মেকাররা কৃত্রিমভাবে পাউন্ড স্টার্লিংয়ের মূল্য যতটা সম্ভব ঊর্ধ্বমুখী করছে যাতে তারা ভাল লাভে এটি বিক্রি করতে পারে। অবশ্যই, এটি শুধুমাত্র একটি অনুমান কারণ আমরা জানি না বিগ প্লেয়াররা কী পরিকল্পনা করছে। যাইহোক, গত 7-8-9 মাস ধরে পাউন্ডের মূল্যের বেশ অদ্ভূত মুভমেন্ট পরিলক্ষিত হচ্ছে। 24-ঘন্টার টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য 1.2763 এর লেভেলে স্থবির হয়ে আছে বলে মনে হচ্ছে এবং ক্রমাগত এই লেভেলের আশেপাশে ঘোরাফেরা করছে। মৌলিক কারণগুলো প্রায়শই বিবেচনা করা হচ্ছে না।

অতএব, আমরা মনে করি যে পাউন্ডের দরপতনের সবচেয়ে যৌক্তিক মুভমেন্ট হবে। অবশ্যই, "বিশুদ্ধ" প্রযুক্তিগত বিশ্লেষণের উপর ভিত্তি করে ট্রেড করা ট্রেডাররা লং পজিশন ওপেন করতে পারে এবং তাদের সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকতে পারে। যাইহোক, আমরা শুধুমাত্র প্রযুক্তিগত বিষয়গুলি নয় বরং সমস্ত কারণ বিবেচনা করার চেষ্টা করছি। এমনকি প্রযুক্তিগতভাবেও যে এই পেয়ারের মূল্য বাড়তে থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। দৈনিক টাইমফ্রেমে এই পেয়ারের মূল্য হরিজন্টাল চ্যানেলের উপরের সীমানায় রয়েছে। এটা অনুমান করা যৌক্তিক যে শক্তিশালী মৌলিক সমর্থন ছাড়া, এই এরিয়া ব্রেক ঘটবে না। বিকল্পভাবে, আমরা এই এরিয়ার আরেকটি ফলস ব্রেকআউট দেখতে পারি যার পরে দরপতন হবে।

এই সপ্তাহে, এই পেয়ারের মূল্যের মুভমেন্ট মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের উপর নির্ভর করবে। কিন্তু দেখা যাচ্ছে যে মার্কিন কনজিউমার প্রাইস ইনডেক্স বা ভোক্তা মূল্য সূচকের নতুন পতনের ভিত্তিতেও মার্কেটের ট্রেডাররা অনেক আগেই এই পেয়ারের বাজারমূল্য নির্ধারণ করেছে। পাউন্ড বেশ অস্পষ্ট অবস্থানে রয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিবেদন থেকে বিয়ারিশ প্রবণতার বা ডোভিশ অবস্থানের ইঙ্গিত নতুন করে ডলারের দরপতনের দিকে নিয়ে যেতে পারছে না। যাই হোক না কেন, 4-ঘণ্টার টাইমফ্রেমে, আমাদের কাছে এখনও এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা নির্দেশ করে এমন কোন সেল সিগন্যাল বা ইঙ্গিত নেই।

Exchange Rates 10.07.2024 analysis

গত পাঁচ দিনের ট্রেডিংয়ে GBP/USD-এর মূল্যের গড় অস্থিরতা হল 49 পিপস। এটি এই পেয়ারের জন্য গড় মান হিসাবে বিবেচিত হয়। আজ, আমরা আশা করছি যে GBP/USD পেয়ারের মূল্য 1.2734 এবং 1.2832 লেভেল দ্বারা আবদ্ধ একটি রেঞ্জের মধ্যে মুভমেন্ট প্রদর্শন করবে। হায়ার লিনিয়ার রিগ্রেশন চ্যানেল উপরের দিকে যাচ্ছে, যা নির্দেশ করে যে এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকবে। গত সপ্তাহে, সিসিআই সূচকটি ওভারবট জোনে প্রবেশ করেছে এবং শেষ দুটি সর্বোচ্চ লেভেল থেকে ডাইভারজেন্স সৃষ্টি করেছে, যা আসন্ন দরপতনের ইঙ্গিত দেয়।

নিকটতম সাপোর্ট লেভেল:

S1 - 1.2787

S2 - 1.2756

S3 - 1.2726

নিকটতম রেজিস্ট্যান্স লেভেল:

R1 - 1.2817

R2 - 1.2848

R3 - 1.2878

ট্রেডিংয়ের পরামর্শ:

ডলারের পক্ষে থাকা সমস্ত কারণ উপেক্ষা করে GBP/USD পেয়ারের মূল্য দ্রুত বাড়ছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে বেশ কয়েকটি প্রতিবেদনের হতাশাজনক ফলাফল প্রকাশ করা হয়েছে, তারপরও আমরা মনে করি যে পাউন্ডের দর বৃদ্ধি ধরে রাখার জন্য এটি যথেষ্ট নয়। আমরা দেখতে পাচ্ছি না কীভাবে পাউন্ডের মূল্য 1.2817 স্তরের উপরে উঠতে সক্ষম হবে। হ্যাঁ, (পূর্বাভাসের তুলনায়) মার্কিন প্রতিবেদনের দুর্বল ফলাফল আবারও ডলারের উপর উল্লেখযোগ্য পরিমাণে চাপ সৃষ্টি করতে পারে, এবং এছাড়াও মার্কেটের ট্রেডাররা আর মৌলিক পটভূমির প্রতি খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। ফেড এবং ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের আর্থিক নীতিমালার মধ্যে পার্থক্য বৃদ্ধি পেতে পারে যা আর খুব একটা তাৎপর্যপূর্ণ না। অতএব, আমরা বলতে পারি না যে এখন লং পজিশন ওপেন করা উচিত হবে।

চিত্রের ব্যাখা:

  • লিনিয়ার রিগ্রেশন চ্যানেল - বর্তমান প্রবণতা নির্ধারণ করতে সাহায্য করে। যদি উভয়ই একই দিকে পরিচালিত হয়, তাহলে এর অর্থ হল বর্তমানে প্রবণতা শক্তিশালী।
  • মুভিং এভারেজ লাইন (সেটিংস 20.0, স্মুথেদ) – স্বল্পমেয়াদী প্রবণতা এবং বর্তমানে কোন দিকে ট্রেডিং করা উচিত তা নির্ধারণ করে।
  • মারে লেভেল - মুভমেন্ট এবং কারেকশনের লক্ষ্য মাত্রা।
  • অস্থিরতার মাত্রা (লাল লাইন) - সম্ভাব্য প্রাইস চ্যানেল যেখানে এই পেয়ারের মূল্য পরের দিন অবস্থান করবে, যা বর্তমান অস্থিরতা সূচকের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
  • সিসিআই সূচক – এই সূচকের ওভারসোল্ড জোনে (-250-এর নীচে) বা ওভারবট জোনে (+250-এর উপরে) প্রবেশের মানে হল যে চলমান প্রবণতা বিপরীতমুখী হতে যাচ্ছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.