empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

30.07.202409:19 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD পেয়ারের গুরুত্বপূর্ণ পূর্বাভাস, ৩০ জুলাই, ২০২৪

গত সপ্তাহে, মূলধারার মার্কিন গণমাধ্যমগুলো ফেডারেল ওপেন মার্কেট কমিটির জুলাইয়ের বৈঠকে সুদের হার কমার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে। অনেকেই আশা করেছিলেন যে চলতি সপ্তাহে এই বিষয়ের আরও ধারণা পাওয়া যাবে। যদিও সেরকম কিছুই হয়নি। বিপরীতে, সবাই সর্বসম্মতভাবে বর্তমান স্তরে সুদের হার বজায় রাখার সম্ভাবনা কথা ব্যক্ত করছেন। এর ফলে মার্কিন ডলারের দর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কিন্তু এই ধরনের প্রবণতার ধারাবাহিকতার বিষয়ে আগেই অনুমান করা উচিত হবে। ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল প্রায় সরাসরি সেপ্টেম্বরের বৈঠকে সুদের হার কমানোর সম্ভাবনার ইঙ্গিত দিতে পারে বলে মার্কেটে জল্পনা রয়েছে। ইতিপূর্বে, পাওয়েল সুদের কমানোর সময়কাল সম্পর্কে কোনো ইঙ্গিত দেননি। এই সম্ভাবনা সম্ভবত ডলারকে আরও দর বৃদ্ধি প্রদর্শন থেকে বিরত রাখবে। অতএব, আজ, আমরা বর্তমানে অবস্থান করা লেভেলের আশেপাশে এই পেয়ারের মূল্যের কনসলিডেশন দেখতে পাব।

Exchange Rates 30.07.2024 analysis

ট্রেডিং কার্যক্রম বৃদ্ধির পুনর্গঠনের সংক্ষিপ্ত প্রক্রিয়া চলাকালীন সময়ে EUR/USD পেয়ার শর্ট পজিশন বাড়াতে সক্ষম হয়েছে। ফলস্বরূপ, গত সপ্তাহে এই পেয়ারের মূল্যের নতুন স্থানীয় নিম্ন লেভেল স্থাপিত হয়েছিল, এই পেয়ারের কোট 1.0800-এর সাপোর্ট পৌঁছেছে।

4-ঘণ্টার চার্টে, RSI সূচকটি 30/50 এর নিচের এরিয়ায় চলে যাচ্ছে, যা মার্কেটে শর্ট পজিশনের আধিক্য নির্দেশ করে।

একই টাইম ফ্রেমে অ্যালিগেটর ইন্ডিকেটর সম্পর্কে বলে, মুভিং এভারেজ লাইন নিচের দিকে যাচ্ছে, যা এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতার সাথে সঙ্গতিপূর্ণ।

পূর্বাভাস

কারেকটিভ সাইকেল শক্তিশালী করতে, ইউরোর মূল্যকে অবশ্যই 1.0800 লেভেলের নিচে স্থিতিশীল হতে হবে। অন্যথায়, মার্কেটের ট্রেডাররা এই লেভেলটিকে সাপোর্টঁ হিসাবে ব্যবহার করতে পারে, যা সম্ভাব্যভাবে ইউরোর মূল্যকে ধীরে ধীরে পুনরুদ্ধারের দিকে পরিচালিত করে।

বিস্তারিত সূচক বিশ্লেষণ স্বল্প-মেয়াদী এবং দৈনিক টাইম ফ্রেমে এই পেয়ারের মূলের নিম্নমুখী প্রবণতার সম্ভাবনা নির্দেশ করে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

EUR/USD পেয়ারের গুরুত্বপূর্ণ পূর্বাভাস, ১৮.১১.২০২৪
মনে হচ্ছে ডলারের দর বৃদ্ধির সম্ভাবনা ফুরিয়ে গেছে এবং এটির আরও দর বৃদ্ধির জন্য অত্যন্ত শক্তিশালী প্রভাবক প্রয়োজন। তবে, ডলারের দরপতন হওয়ার জন্যও এখনও তেমন কোন উল্লেখযোগ্য কারণ দেখা যাচ্ছে না।
লেখক: ডেন লিও
03:09 2024-11-18 UTC--5
12823
EUR/USD পেয়ারের গুরুত্বপূর্ণ পূর্বাভাস, ১৭.১০.২০২৪
মার্কেটে ডলার শুধুমাত্র অতিরিক্ত ক্রয় করাই হয়নি, ক্রিস্টিন লাগার্ডও আজ ঘোষণা করতে পারেন যে মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, যা মার্কেটে অপ্রত্যাশিত পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে।
লেখক: ডেন লিও
03:38 2024-10-17 UTC--4
5008
EUR/USD পেয়ারের গুরুত্বপূর্ণ পূর্বাভাস, ১৬.১০.২০২৪
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) আবারও সুদের হার কমাতে পারে বলে জল্পনা বাড়ছে, বিশেষ করে ইসিবির বোর্ড সদস্যদের বৈঠকের সময় ঘনিয়ে আসার সাথে সাথে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণের সম্ভাবনা বেড়েছে।
লেখক: ডেন লিও
04:15 2024-10-16 UTC--4
5218
আরো দেখুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.