empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

21.08.202410:45 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD পেয়ারের পর্যালোচনা, ২১ আগস্ট; এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্ট অব্যাহত রয়েছে

Exchange Rates 21.08.2024 analysis

GBP/USD পেয়ারের মূল্যেরও শান্তভাবে ঊর্ধ্বমুখী মুভমেন্ট অব্যাহত রয়েছে। এটা বলার অপেক্ষা রাখে না যে কোন প্রতিবেদন বা সংবাদ ব্রিটিশ মুদ্রার মূল্যের সর্বশেষ বৃদ্ধিতে সমর্থন যোগায়নি। আমরা 2024 সালে ধারাবাহিকভাবে উল্লেখ করেছি যে প্রায়ই এই পেয়ারের মূল্যের অযৌক্তিক, অনিয়মিত মুভমেন্ট দেখা যাচ্ছে। যদি এ ব্যাপারে কারও কোন সন্দেহ থাকে, তারা এখন এটি সরাসরি দেখতে পারে। যদি কেউ 'ঝুঁকির গ্রহণের প্রবণতা বৃদ্ধি পেয়েছে' এরকম কোন ব্যাখ্যা দেয় সেক্ষেত্রে মুভমেন্টটি যৌক্তিক বলে মনে হতে পারে। এই 'ঝুঁকি গ্রহণের প্রবণতা' কখন 'ঝুঁকি গ্রহণ না করার প্রবণতার' রূপান্তরিত হবে সেই অনিশ্চয়তার চ্যালেঞ্জ তো রয়েছেই।

প্রায় প্রতিদিনই বৃটিশ মুদ্রার দাম বাড়ছে। অবশ্যই এই যুক্তি দেওয়া সম্ভব যে ফেডারেল রিজার্ভ 18 সেপ্টেম্বরে সুদের হার হ্রাস করা শুরু করবে, যার অর্থ পুরো এক মাস ধরে প্রতিদিন ডলারের দরপতন হতে পারে। সর্বোপরি, ফেডের সুদের হারের হ্রাসকরণ, যে ব্যাপারে মার্কেটের ট্রেডাররা জানুয়ারি থেকে প্রত্যাশা করছে, এমন একটি ইভেন্ট মার্কেটে শত শত পয়েন্টের মুভমেন্ট। তাহলে ধরে নেয়া যায় ব্যাংক অফ ইংল্যান্ড বা ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার কমানো নিয়ে আলোচনা করা উচিত নয়, তবে শুধুমাত্র ফেডের সুদের হার কমানোর প্রত্যাশা নিয়েই আলোচনা করা উচিত।

স্বাভাবিকভাবেই, উপরের আলোচনা কেবলই একটি সারকাজম, কিন্তু এই পেয়ারের মূল্যের বর্তমান মুভমেন্ট সম্পর্কে কিছুই বলার নেই। ট্রেডাররা প্রযুক্তিগত সূচক এবং মৌলিক ও সামষ্টিক অর্থনৈতিক পটভূমি মনোযোগ দিতে মূল্যায়ন করলেও মার্কেটের বড় ট্রেডাররা যদি এই পেয়ারের মূল্যকে ঊর্ধ্বমুখী করে, তবে যেকোন পরিস্থিতিতে এই পেয়ারের দর বৃদ্ধি পাবে। এর কারণ হল শুধুমাত্র সরবরাহ এবং চাহিদাই যেকোন পেয়ারের মূল্যকে সবচেয়ে বেশি প্রভাবিত করে, কোন সংবাদ, অর্থনৈতিক প্রতিবেদন বা ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েলের বক্তৃতা নয়। যাইহোক, অনেক ট্রেডার এবং বিশ্লেষক এই ধরনের মুভমেন্টের কারণ হিসেবে কিছু ব্যাখ্যা দিচ্ছেন। তাদের ব্যাখ্যাটি হচ্ছে "শুক্রবার নতুন করে ফেডের চেয়ারম্যানের বক্তৃতায় ডোভিশ বা নমনীয় অবস্থান গ্রহণের ইঙ্গিত পাওয়ার আশা করা হচ্ছে, এবং ফেড 18 সেপ্টেম্বর সুদের হার কমিয়ে দেবে।" তাদের মতে ঠিক এই কারণেই টানা দুই সপ্তাহ ধরে ডলারের দরপতন হচ্ছে। তারা আরও বলছে শুক্রবারে পাওয়েলের অবস্থানে অত্যধিক ডোভিশ বা নমনীয় বার্তা পাওয়া যেতে পারে, এবং ফেড সেপ্টেম্বরে মূল সুদের হার কমিয়ে দেবে, যার ভিত্তিতে সাম্প্রতিক মাসগুলোতে মার্কেটের ট্রেডাররা ইতোমধ্যে প্রায় পাঁচবার এই পেয়ারের মূল্য নির্ধারণ করেছে।

মার্কিন মুদ্রার বর্তমান দরপতনের আরেকটি ব্যাখ্যা আছে। প্রধান ট্রেডাররা ইচ্ছাকৃতভাবে ডলারকে যতটা সম্ভব নিম্নমুখী করতে পারে যাতে পরবর্তীতে নিজেরা সবচেয়ে অনুকূল দামে ডলার কিনতে পারে। এটি লক্ষণীয় যে যখন মার্কিন যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতি কমতে শুরু করেছিল তখন মার্কিন ডলারের দরপতন শুরু হয়েছিল। মার্কেটের ট্রেডাররা সর্বদা বৈশ্বিক মৌলিক ঘটনা আগে থেকেই অনুমান করার চেষ্টা করে। যাইহোক, ঘটনাটি ঘটলে আমরা প্রায়ই এমন মুভমেন্ট দেখি যা যুক্তি ও সাধারণ জ্ঞানের বিরোধিতা করে। ফলে, আমরা ধরে নিচ্ছি যে 18 সেপ্টেম্বর পর্যন্ত ইউরো এবং পাউন্ডের দাম বাড়বে, এবং তারপরে, যখন ফেড আনুষ্ঠানিকভাবে আর্থিক নীতিমালার নমনীয়করণ চক্র শুরু করবে, তখন ডলারের মূল্য বাড়তে শুরু করবে।

ইতোমধ্যে, মার্কেটের বেশিরভাগ ট্রেডাররা "বর্ধিত ঝুঁকির গ্রহণ করার প্রবণতা/ঝুঁকি না গ্রহণ করার প্রবণতা" এর মতো পদ ব্যবহার করে এই পেয়ারের মূল্যের মুভমেন্ট ব্যাখ্যা করতে থাকবে। মার্কিন প্রতিবেদনের ফলাফল অবিলম্বে ইতিবাচক হয়ে উঠবে, এবং এটি প্রকাশ পাবে যে মার্কিন অর্থনৈতিক পরিস্থিতি চমৎকার রয়েছে, মন্দার কোনো চিহ্ন নেই। সবাই এটাও মনে রাখবে যে বেশ কিছুদিন ধরে ডলারের দরপতন হচ্ছিল, যদিও দেখা যাচ্ছে, এর জন্য কোনো শক্তিশালী কারণ ছিল না। অতএব, যদি বছরের দ্বিতীয়ার্ধে একই রকম অযৌক্তিক মুভমেন্ট পরিলক্ষিত হয় তবে আমরা অবাক হব না, উল্লেখ্য যে এটি এই পেয়ারের দর বৃদ্ধি না হয়ে দরপতনও হতে পারে।

Exchange Rates 21.08.2024 analysis

গত ৫ দিনের ট্রেডিংয়ে GBP/USD পেয়ারের মূল্যের গড় অস্থিরতা হল 71 পিপস। GBP/USD পেয়ারের জন্য, এই মানটিকে "গড়" হিসাবে বিবেচনা করা হয়। বুধবার, 21 আগস্ট, আমরা 1.2950 এবং 1.3092 লেভেল দ্বারা আবদ্ধ রেঞ্জের মধ্যে এই পেয়ারের মূল্যের মুভমেন্টের আশা করছি। লিনিয়ার রিগ্রেশনের উপরের চ্যানেলটি উপরের দিকে যাচ্ছে, যা ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতার সংকেত দেয়। CCI সূচকটি শীঘ্রই আবার ওভারবট জোনে প্রবেশ করতে পারে এবং ইতোমধ্যে একটি বিয়ারিশ ডাইভারজেন্স তৈরি হয়েছে।

নিকটতম সাপোর্ট লেভেল:

  • S1 – 1.3000
  • S2 – 1.2939
  • S3 – 1.2878

নিকটতম রেজিস্ট্যান্স লেভেল:

  • R1 – 1.3062
  • R2 – 1.3123
  • R3 – 1.3184

ট্রেডিংয়ের পরামর্শ:

GBP/USD পেয়ারের মূল্যের অযৌক্তিক উত্থান অব্যাহত রয়েছে কিন্তু পুনরায় নিম্নগামী মুভমেন্ট শুরু হওয়ার বেশ ভালোই সম্ভাবনা বজায় রয়েছে। আমরা এই মুহূর্তে লং পজিশন বিবেচনা করছি না, কারণ আমরা মনে করি যে মার্কেটের ট্রেডাররা ইতোমধ্যেই ব্রিটিশ মুদ্রার মূল্যের বুলিশ প্রবণতা সৃষ্টি করতে পারে এমন সবগুলো কারণ একাধিকবার কাজে লাগিয়েছে (যা খুব বেশি নয়)। মূল্য মুভিং এভারেজের নিচে স্থির হওয়ার পরে শর্ট পজিশন বিবেচনা করা যেতে পারে। আপাতত, এই পেয়ারের মূল্যের বর্তমান উত্থানকে একটি কারেকশন হিসাবে দেখা যেতে পারে, যার মানে 1.2665-এর শেষ নিম্ন লেভেলে থেকে ব্রিটিশ মুদ্রার মূল্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

চিত্রের ব্যাখা:

  • লিনিয়ার রিগ্রেশন চ্যানেল - বর্তমান প্রবণতা নির্ধারণ করতে সাহায্য করে। যদি উভয়ই একই দিকে পরিচালিত হয়, তাহলে এর অর্থ হল বর্তমানে প্রবণতা শক্তিশালী।
  • মুভিং এভারেজ লাইন (সেটিংস 20.0, স্মুথেদ) – স্বল্পমেয়াদী প্রবণতা এবং বর্তমানে কোন দিকে ট্রেডিং করা উচিত তা নির্ধারণ করে।
  • মারে লেভেল - মুভমেন্ট এবং কারেকশনের লক্ষ্য মাত্রা।
  • অস্থিরতার মাত্রা (লাল লাইন) - সম্ভাব্য প্রাইস চ্যানেল যেখানে এই পেয়ারের মূল্য পরের দিন অবস্থান করবে, যা বর্তমান অস্থিরতা সূচকের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
  • সিসিআই সূচক – এই সূচকের ওভারসোল্ড জোনে (-250-এর নীচে) বা ওভারবট জোনে (+250-এর উপরে) প্রবেশের মানে হল যে চলমান প্রবণতা বিপরীতমুখী হতে যাচ্ছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.