empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

21.08.202414:27 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD: মার্কিন সেশনের জন্য ট্রেডিংয়ের পরিকল্পনা (সকালের ট্রেডের বিশ্লেষণ), ২১ আগস্ট

আমার সকালের পূর্বাভাসে, আমি ট্রেডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার জন্য 1.3010 লেভেলের উপর আলোকপাত করেছি। আসুন 5 মিনিটের চার্টটি দেখে নেই এবং জেনে নেই কী হয়েছিল। উল্লিখিত লেভেলে দরপতন এবং সেই লেভেলে একটি ফলস ব্রেকআউটের গঠন লং পজিশনের জন্য একটি চমৎকার এন্ট্রি পয়েন্ট প্রদান করেছে, যার ফলে এই পেয়ারের মূল্য 30 পয়েন্টেরও বেশি বৃদ্ধি হয়েছে। তা সত্ত্বেও, দিনের দ্বিতীয়ার্ধের জন্য প্রযুক্তিগত দৃষ্টিভঙ্গি অপরিবর্তিত রয়েছে।

Exchange Rates 21.08.2024 analysis

GBP/USD পেয়ারের লং পজিশন ওপেন করতে আপনার যা জানা প্রয়োজন:

মার্কিন সেশন চলাকালীন সময়ে, আমরা ফেডারেল রিজার্ভের বৈঠকের মিনিট বা কার্যবিবরণী প্রকাশের আশা করছি, এবং এই নথি থেকে শুধুমাত্র ফেডের হকিশ বা কঠোর অবস্থান গ্রহণ করার ইঙ্গিত পাওয়া গেলে সেটি GBP/USD পেয়ারের মূল্যের ঊর্ধ্বগামী হওয়ার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। যাইহোক, পাউন্ডের মূল্য কমে গেলেও, ট্রেডাররা দ্রুত এর সুবিধা নিতে পারে, কারণ এই সপ্তাহের শেষের দিকে ফেডের প্রধান জেরোম পাওয়েলের বক্তৃতার দিকে তাদের মূল ফোকাস রয়েছে। আমি GBP/USD-এর যে কোনও দরপতনের সুবিধা নেওয়ার পরামর্শ দিচ্ছি, কিন্তু আমি শুধুমাত্র 1.3010 সাপোর্টের আশেপাশে একটি ফলস ব্রেকআউট গঠনের পরেই লং পজিশন ওপেন করব, যে ব্যাপারে আমি পূর্বে আলোচনা করেছি। এটি 1.3049 এর লেভেল রিটেস্ট করার লক্ষ্যে লং পজিশনের জন্য একটি এন্ট্রি পয়েন্ট প্রদান করবে, গতকাল যে লেভেলটি মূল্য ব্রেক করে উপরের দিকে যেতে ব্যর্থ হয়েছে। শুধুমাত্র একটি ব্রেকআউট এবং উপরে থেকে একটি পরবর্তী টেস্ট আরও ঊর্ধ্বমুখী প্রবণতা বিকাশের সম্ভাবনাকে শক্তিশালী করবে, যা বিক্রেতাদের জন্য স্টপ-লস ট্রিগারের দিকে পরিচালিত করবে এবং 1.3085 এর সম্ভাব্য লক্ষ্যমাত্রায় লং পজিশনের জন্য একটি এন্ট্রি পয়েন্ট প্রদান করবে। চূড়ান্ত লক্ষ্যমাত্রা হবে 1.3138 এর লেভেল, যেখানে আমি টেক প্রফিট সেট করার পরিকল্পনা করছি। যদি GBP/USD পেয়ারের মূল্য হ্রাস পায় এবং দিনের দ্বিতীয়ার্ধে 1.3010 এর কাছাকাছি কোন উল্লেখযোগ্য বুলিশ কার্যকলাপ না থাকে, যেখানে মুভিং এভারেজও ক্রেতাদের সমর্থন যোগাচ্ছে, তাহলে এই পেয়ারের উপর চাপ বাড়বে। এটি 1.2974 এর দিকে দরপতন এবং পরবর্তী সাপোর্টের রিটেস্ট ঘটাতে পারে। সেই লেভেলে শুধুমাত্র একটি ফলস ব্রেকআউট লং পজিশন খোলার জন্য একটি উপযুক্ত শর্ত হবে। আমি দৈনিক 30-35 পয়েন্টের কারেকশনের লক্ষ্যমাত্রায় 1.2941 লো থেকে রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে GBP/USD পেয়ার কেনার পরিকল্পনা করছি।

GBP/USD পেয়ারের শর্ট পজিশন ওপেন করতে আপনার যা জানা প্রয়োজন:

বিক্রেতারা তাদের সর্বোত্তম চেষ্টা করেছিল, কিন্তু তারা মূল্যকে 1.3010 লেভেলের মধ্য দিয়ে ব্রেক করে নিয়ে যাওয়ার জন্য বড় ট্রেডারদের সমর্থন পেতে ব্যর্থ হয়েছিল। এটা স্পষ্ট যে এখনও পাউন্ডের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আমাদের দেখতে হবে যে এই পেয়ার ফেডের মিনিট বা কার্যবিবরণীর ফলাফলের প্রতি কীভাবে প্রতিক্রিয়া দেখায়। 1.3010 এর সাপোর্টের রিটেস্ট করার লক্ষ্যে 1.3049 রেজিস্ট্যান্সের আশেপাশে শুধুমাত্র একটি ফলস ব্রেকআউট আমাদের শর্ট পজিশন ওপেন করার জন্য একটি কার্যকর বিকল্প দেবে, যা আজকে মূল্য ব্রেক করে নিচের দিকে যেতে ব্যর্থ হয়েছে। এই লেভেলের নিচে থেকে একটি ব্রেকআউট এবং পরবর্তী টেস্ট, যা এই লেভেলের দ্বিতীয় টেস্ট হবে, মার্কেটে ক্রেতাদের অবস্থানে আঘাত হানবে, যা একটি স্টপ-লস ট্রিগারের দিকে নিয়ে যাবে এবং মূল্যের 1.2974-এর দিকে যাওয়ার পথ উন্মুক্ত হবে, যেখানে আমি প্রধান ট্রেডারদের থেকে আরও সক্রিয় কার্যক্রমের আশা করছি। লক্ষ্যমাত্রা হবে 1.2941 এর লেভেল, যেখানে আমি টেক প্রফিট সেট করব। এই লেভেলের একটি টেস্ট উল্লেখযোগ্যভাবে পাউন্ডের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করবে। যদি GBP/USD পেয়ারের মূল্য বেড়ে যায় এবং দিনের দ্বিতীয়ার্ধে 1.3049-এর কাছাকাছি কোনো বিয়ারিশ কার্যকলাপ না থাকে, ক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং মার্কেটে বুলিশ প্রবণতা চলমান রাখার সুযোগ পাবে। সেক্ষেত্রে, আমি 1.3085 এ ফলস ব্রেকআউট না হওয়া পর্যন্ত এই পেয়ার বিক্রি করা স্থগিত রাখব। যদি এই পেয়ারের মূল্যের কোন নিম্নগামী মুভমেন্ট না হয়, আমি দৈনিক 30-35 পয়েন্টের কারেকশনের লক্ষ্যে 1.3138 থেকে রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে GBP/USD পেয়ার বিক্রি করব।

Exchange Rates 21.08.2024 analysis

13 আগস্টের COT রিপোর্টে (কমিটমেন্ট অব ট্রেডার্স) লং পজিশনের উল্লেখযোগ্য হ্রাস এবং শর্ট পজিশনে সামান্য বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে। স্পষ্টতই, ব্যাংক অফ ইংল্যান্ডের সাম্প্রতিক বিবৃতি, যা সুদের হার কমানোর পরিকল্পনার ইঙ্গিত দেয়, সেইসাথে মূল্যস্ফীতির চাপ হ্রাসের ইঙ্গিতকারী অর্থনৈতিক তথ্য ট্রেডারদের মধ্যে নতুন লং পজিশন হ্রাস পাওয়ার করার মূল কারণ ছিল, কারণ নিম্ন সুদের হার পাউন্ডকে কম আকর্ষণীয় করে তুলবে। যাইহোক, মার্কিন কেন্দ্রীয় ব্যাঙ্কের কঠোর অবস্থান সত্ত্বেও, মার্কিন ডলারের অত্যধিক উল্লেখযোগ্য দুর্বলতার কারণে পাউন্ড পুনরায় মূল্য বৃদ্ধি শুরু করতে সক্ষম হয়েছে, যা একই কারণে অব্যাহত রয়েছে: ফেডারেল রিজার্ভ এই বছরের সেপ্টেম্বরে সুদের হার কমাতে পারে বলে আশা করা হচ্ছে। করোনাভাইরাস মহামারী শুরু হওয়ার পর এবারই প্রথমবারের মতো দেশটির সুদের হার কমানো হতে পারে। সর্বশেষ COT রিপোর্টে ইঙ্গিত পাওয়া গেছে যে লং নন-কমার্শিয়াল পজিশন 23,477 কমে 102,603 এ দাঁড়িয়েছে, যেখানে শর্ট নন-কমার্শিয়াল পজিশন 3,110 বেড়ে 54,791 হয়েছে। ফলস্বরূপ, লং এবং শর্ট পজিশনের মধ্যে ব্যবধান বৃদ্ধি পেয়ে 3,218 হয়েছে।

Exchange Rates 21.08.2024 analysis

সূচকের সংকেত:

মুভিং এভারেজ:

এই পেয়ার 30 এবং 50-দিনের মুভিং এভারেজের উপরে ট্রেড করছে, যা পাউন্ডের আরও দর বৃদ্ধির সম্ভাবনার ইঙ্গিত দেয়।

দ্রষ্টব্য: লেখক H1 বা এক ঘন্টার চার্টে মুভিং এভারেজের সময়কাল এবং মূল্য বিবেচনা করেছেন এবং এটি D1 দৈনিক চার্টে প্রচলিত দৈনিক মুভিং এভারেজের সাধারণ সংজ্ঞা থেকে আলাদা

বলিঙ্গার ব্যান্ড:

দরপতনের ক্ষেত্রে, 1.3010-এর কাছাকাছি অবস্থিত এই সূচকের নিম্ন সীমা সাপোর্ট হিসাবে কাজ করবে।

সূচকসমূহের বর্ণনা:

  • মুভিং এভারেজ: একটি মুভিং এভারেজ যা ভোলাট্যালিটি এবং নয়েজ স্মুথ করে বর্তমান প্রবণতা সনাক্ত করে। পিরিয়ড 50. চার্টে হলুদ রঙে চিহ্নিত করা হয়েছে।
  • মুভিং এভারেজ: একটি মুভিং এভারেজ যা ভোলাট্যালিটি এবং নয়েজ স্মুথ করে বর্তমান প্রবণতা সনাক্ত করে। পিরিয়ড 30. চার্টে সবুজ রঙ দ্বারা চিহ্নিত করা হয়েছে।
  • MACD সূচক: (মুভিং এভারেজ কনভারজেন্স/ডাইভারজেন্স): ফাস্ট EMA পিরিয়ড 12. স্লো EMA পিরিয়ড 26. SMA পিরিয়ড 9।
  • বলিঙ্গার ব্যান্ডস: পিরিয়ড 20।
  • নন-কমার্শিয়াল ট্রেডার: স্পেকুলেটর যেমন স্বতন্ত্র ট্রেডার, হেজ ফান্ড, এবং বৃহৎ প্রতিষ্ঠান যা অনুমানমূলক উদ্দেশ্যে ফিউচার মার্কেট ব্যবহার করে এবং নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করে।
  • লং নন-কমার্শিয়াল পজিশন: নন-কমার্শিয়াল ট্রেডারদের ওপেন করা মোট লং পজিশনের প্রতিনিধিত্ব করে।
  • শর্ট নন-কমার্শিয়াল পজিশন: নন-কমার্শিয়াল ট্রেডারদের ওপেন করা মোট শর্ট পজিশনের প্রতিনিধিত্ব করে।
  • মোট নন-কমার্শিয়াল নেট পজিশন: নন-কমার্শিয়াল ট্রেডারদের শর্ট এবং লং পজিশনের মধ্যে পার্থক্য।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.