empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

08.09.202414:15 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD: মার্কিন সেশনের জন্য ট্রেডিংয়ের পরিকল্পনা (সকালের ট্রেডের পর্যালোচনা), ৫ সেপ্টেম্বর। ইউরোর মূল্য স্থবির অবস্থায় রয়েছে

আমার সকালের পূর্বাভাসে, আমি 1.1104 লেভেলের কথা উল্লেখ করেছি এবং এই লেভেলের উপর ভিত্তি করে ট্রেডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করেছি। আসুন 5 মিনিটের চার্টটি দেখে নেই এবং কী ঘটেছিল তা বিশ্লেষণ করি। এই পেয়ারের মূল্য 1.1104 লেভেলে নেমে গেছে, কিন্তু কোনো এন্ট্রি পয়েন্ট পাওয়া যায়নি, তাই আমি কোনো ট্রেড করিনি। দিনের দ্বিতীয়ার্ধের জন্য প্রযুক্তিগত চিত্রের সংশোধন করা হয়নি।

Exchange Rates 08.09.2024 analysis

EUR/USD পেয়ারের লং পজিশন ওপেন করতে আপনার যা জানা প্রয়োজন:

সবাই মার্কিন সামষ্টিক পরিসংখ্যানের জন্য অপেক্ষা করছে, তাই আসুন সেগুলো নিয়ে আলোচনা করি। যদি দেশটির বেকারত্বের হার বৃদ্ধি পায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নন-ফার্ম খাতে কর্মসংস্থানের সংখ্যা 150,000 বা তার কম বৃদ্ধি পায়, তাহলে ডলারের উপর চাপ বাড়তে পারে, যার ফলে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকায় ইউরোর মূল্যের তীক্ষ্ণ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এমনটি ঘটলে ফেডারেল রিজার্ভের সুদের হার 0.5% কমানোর সম্ভাবনা বেড়ে যাবে। FOMC-এর সদস্য জন উইলিয়ামস এবং ক্রিস্টোফার ওয়ালারের বক্তৃতা এই পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মার্কিন বেকারত্বের হার কমে গেলে, ডলার সম্ভবত শক্তিশালী হবে, এবং EUR/USD পেয়ারের মূল্য সাপ্তাহিক নিম্ন লেভেলের দিকে ফিরে আসবে। সেই ক্ষেত্রে, আমি শুধুমাত্র 1.1078-এর নতুন সাপোর্ট লেভেলের কাছাকাছি এই পেয়ার কেনার কথা বিবেচনা করব, যা গতকালের সেশনের পরে গঠিত হয়েছিল। 1.1104 লেভেল রিটেস্ট করার লক্ষ্যে 1.1078 লেভেলে একটি ফলস ব্রেকআউট লং পজিশনের জন্য একটি এন্ট্রি পয়েন্ট প্রদান করবে, যেখানে বর্তমানে এই পেয়ারের ট্রেড করা হচ্ছে। একটি ব্রেকআউট এবং এই রেঞ্জের টপ টু বটম আপডেট এই পেয়ারের মূল্যকে আরও বৃদ্ধির দিকে নিয়ে যাবে, সেইসাথে 1.1138 লেভেল টেস্ট করার সুযোগও পাওয়া যাবে। চূড়ান্ত লক্ষ্য হবে 1.1171 এর সর্বোচ্চ, যেখানে আমি টেক প্রফিট সেট করব। দিনের দ্বিতীয়ার্ধে EUR/USD-এর পতন এবং 1.1078-এর কাছাকাছি কম কার্যকলাপের ক্ষেত্রে, বিক্রেতারা মার্কেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করবে, যা পেয়ারের মূল্যের একটি বড় কারেকশনের দিকে পরিচালিত করবে। সেক্ষেত্রে, আমি 1.1042-এর পরবর্তী সাপোর্টের আশেপাশে একটি ফলস ব্রেকআউট তৈরি করার পরেই মার্কেটে এন্ট্রি করব। আমি দিনের মধ্যে 30-35 পয়েন্ট ঊর্ধ্বমুখী কারেকশনের লক্ষ্যে 1.1012 থেকে রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে লং পজিশন ওপেন করার পরিকল্পনা করছি।

EUR/USD পেয়ারের শর্ট পজিশন ওপেন করতে আপনার যা জানা প্রয়োজন:

বিক্রেতারা বর্তমানে সাইডলাইনে অবস্থান করছেন, এবং মার্কিন সামষ্টিক পরিসংখ্যান প্রকাশ না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান সম্ভবত অব্যাহত থাকবে। যদি প্রতিবেদনগুলোর প্রভাবে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়, শুধুমাত্র 1.1138-এর কাছাকাছি একটি ফলস ব্রেকআউট 1.1104-এর নতুন সাপোর্ট টেস্ট করার লক্ষ্য সহ শর্ট পজিশন ওপেন করার জন্য একটি উপযুক্ত শর্ত প্রদান করবে। এই রেঞ্জের নিচে একটি ব্রেকআউট এবং কনসলিডেশন, তারপরে নিচে থেকে একটি রিভার্স টেস্ট, 1.1078 লেভেলের লক্ষ্যমাত্রায় এই পেয়ার বিক্রি করার আরেকটি সুযোগ দেবে। চূড়ান্ত লক্ষ্যমাত্রা হবে 1.1042 এর লেভেল, যেখানে আমি টেক প্রফিট সেট করব। যদি EUR/USD পেয়ারের মূল্য বেড়ে যায় এবং 1.1138 এ বিক্রেতারা অনুপস্থিত থাকে, ক্রেতারা মার্কেটে তাদের নিয়ন্ত্রণ জোরদার করবে। এটি 1.1171 এর রেজিস্ট্যান্স টেস্ট করার সুযোগ প্রদান করবে। আমি সেখানেও বিক্রি করব, তবে ব্যর্থ কনসলিডেশনের পরেই। আমি 30-35 পয়েন্ট নিম্নগামী কারেকশনের লক্ষ্যে 1.1199 থেকে রিবাউন্ডের ক্ষেত্রে অবিলম্বে শর্ট পজিশন ওপেন করার পরিকল্পনা করছি।

Exchange Rates 08.09.2024 analysis

27 আগস্টের COT রিপোর্টে (কমিটমেন্ট অব ট্রেডার্স) লং পজিশনে বৃদ্ধি এবং শর্ট পজিশনে উল্লেখযোগ্য হ্রাস দেখা গেছে। এটি ঝুঁকিপূর্ণ সম্পদ ক্রেতাদের মধ্যে ক্রমাগত বুলিশ সেন্টিমেন্ট নির্দেশ করে, যা জ্যাকসন হোলে ফেডের প্রধান জেরোম পাওয়েলের বক্তৃতার পরে আরও জোরদার হয়েছিল, যেখানে স্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যায় যে সেপ্টেম্বরে মার্কিন সুদের হার কমানো হবে। বর্তমান রিপোর্টে এই বিবৃতির প্রতি মার্কেটের ট্রেডারদের পূর্ণ প্রতিক্রিয়া প্রতিফলিত হয়েছে। ডলারের মূল্যের ভবিষ্যত মুভমেন্ট সম্পূর্ণরূপে আগত শ্রমবাজার এবং মুদ্রাস্ফীতির তথ্যের উপর নির্ভর করবে, তাই আমি এই সূচকগুলোর উপর বিশেষ মনোযোগ দেওয়ার পরামর্শ দিচ্ছি। COT রিপোর্টে দেখা যাচ্ছে যে লং নন-কমার্শিয়াল পজিশন 24,031 বৃদ্ধি পেয়ে 218,381-এ পৌঁছেছে, যেখানে শর্ট নন-কমার্শিয়াল পজিশন 12,790 হ্রাস পেয়ে 125,543-এ পৌঁছেছে। ফলস্বরূপ, লং এবং শর্ট পজিশনের মধ্যে ব্যবধান বৃদ্ধি পেয়ে 2,961 হয়েছে।

Exchange Rates 08.09.2024 analysis

সূচকসমূহের সংকেত:

মুভিং এভারেজ:

30 এবং 50-দিনের মুভিং এভারেজের উপরে ট্রেডিং করা হচ্ছে, যা এই পেয়ারের আরও দর বৃদ্ধির ইঙ্গিত দেয়।

দ্রষ্টব্য: লেখক H1 বা এক ঘন্টার চার্টে মুভিং এভারেজের সময়কাল এবং মূল্য বিবেচনা করেছেন এবং এটি D1 দৈনিক চার্টে প্রচলিত দৈনিক মুভিং এভারেজের সাধারণ সংজ্ঞা থেকে আলাদা।

বলিঙ্গার ব্যান্ড:

দরপতনের ক্ষেত্রে, প্রায় 1.1068 এর কাছাকাছি অবস্থিত এই সূচকের নিম্ন সীমা সাপোর্ট হিসাবে কাজ করবে।

সূচকসমূহের বর্ণনা:

  • মুভিং এভারেজ: একটি মুভিং এভারেজ যা ভোলাট্যালিটি এবং নয়েজ স্মুথ করে বর্তমান প্রবণতা সনাক্ত করে। পিরিয়ড 50. চার্টে হলুদ রঙে চিহ্নিত করা হয়েছে।
  • মুভিং এভারেজ: একটি মুভিং এভারেজ যা ভোলাট্যালিটি এবং নয়েজ স্মুথ করে বর্তমান প্রবণতা সনাক্ত করে। পিরিয়ড 30. চার্টে সবুজ রঙ দ্বারা চিহ্নিত করা হয়েছে।
  • MACD সূচক: (মুভিং এভারেজ কনভারজেন্স/ডাইভারজেন্স): ফাস্ট EMA পিরিয়ড 12. স্লো EMA পিরিয়ড 26. SMA পিরিয়ড 9।
  • বলিঙ্গার ব্যান্ডস: পিরিয়ড 20।
  • নন-কমার্শিয়াল ট্রেডার: স্পেকুলেটর যেমন স্বতন্ত্র ট্রেডার, হেজ ফান্ড, এবং বৃহৎ প্রতিষ্ঠান যা অনুমানমূলক উদ্দেশ্যে ফিউচার মার্কেট ব্যবহার করে এবং নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করে।
  • লং নন-কমার্শিয়াল পজিশন: নন-কমার্শিয়াল ট্রেডারদের ওপেন করা মোট লং পজিশনের প্রতিনিধিত্ব করে।
  • শর্ট নন-কমার্শিয়াল পজিশন: নন-কমার্শিয়াল ট্রেডারদের ওপেন করা মোট শর্ট পজিশনের প্রতিনিধিত্ব করে।
  • মোট নন-কমার্শিয়াল নেট পজিশন: নন-কমার্শিয়াল ট্রেডারদের শর্ট এবং লং পজিশনের মধ্যে পার্থক্য।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.