empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

30.09.202410:16 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD: নতুন ট্রেডারদের জন্য ট্রেডিংয়ের সহজ পরামর্শ, ৩০ সেপ্টেম্বর। ফরেক্স ট্রেডের বিশ্লেষণ

ইউরোর ট্রেডের বিশ্লেষণ এবং পরামর্শ

যখন MACD সূচকটি শূন্য়ের উপরে উঠতে শুরু করেছিল তখন এই পেয়ারের মূল্য 1.1177 এর লেভেল টেস্ট করেছিল, যা ইউরো কেনার জন্য সঠিক এন্ট্রি পয়েন্ট নিশ্চিত করে। ফলস্বরূপ, এই পেয়ারের মূল্য প্রায় 20 পিপস বেড়েছিল, যার পরে আর কোন বৃদ্ধি পরিলক্ষিত হয়নি। সামান্য কয়েক পয়েন্টের জন্য এই পেয়ারের মূল্য 1.1207 এর লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি। মূল্য 1.1159 এর লেভেলে থাকা অবস্থান আমই এই পেয়ার বিক্রি করিনি যেহেতু, এই লেভেলটি টেস্ট করার সময় MACD সূচকটি তখনও সেল জোনে যায়নি। ইতালি ও স্পেনের কনজিউমার প্রাইস ইনডেক্স (সিপিআই), জার্মানির বেকারত্বের হার এবং ইউরোজোন কনজিউমার কনফিডেন্স ইনডেক্স সংক্রান্ত প্রতিবেদনের ফলাফল ইউরোকে খুব বেশি সাহায্য করেনি। মার্কিন পিসিই মূল্য সূচকে বৃদ্ধিতে ধীরগতির ইঙ্গিত পাওয়া গেছে, যা মার্কেটে লং পজিশনের ভলিউমের বৃদ্ধি ঘটায়। আজ, জার্মানির সিপিআই এবং ইতালির মূল সিপিআই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, যেগুলোর প্রভাবে মূল্যের অস্থিরতার মাত্রার উল্লেখযোগ্য বৃদ্ধি ঘটানোর সম্ভাবনা কম, তাই হরিজন্টাল চ্যানেলের মধ্যে ট্রেড করাই উচিত হবে। যদি এটি ঘটে, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের বক্তৃতাও মার্কেটের সামগ্রিক সেন্টিমেন্টের উল্লেখযোগ্যভাবে পরিবর্তন ঘটাবে না। দৈনিক কৌশল হিসেবে, আমি বেশিরভাগ ক্ষেত্রে দৃশ্যপট # 1 এবং # 2 বাস্তবায়নের উপর নির্ভর করব।

Exchange Rates 30.09.2024 analysis

বাই সিগন্যাল

দৃশ্যপট #1: আজ যখন মূল্য 1.1199-এর লেভেলে বৃদ্ধির লক্ষ্যে প্রায় 1.1174-এর (চার্টে সবুজ লাইন দ্বারা চিহ্নিত) লেভেলে পৌঁছাবে, তখন আপনি ইউরো কিনতে পারেন। মূল্য 1.1199 পয়েন্টে গেলে, আমি মার্কেট থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করছি এবং এন্ট্রি পয়েন্ট থেকে 30-35 পিপসের মুভমেন্টের উপর নির্ভর করে বিপরীত দিকে ইউরো বিক্রি করার পরিকল্পনা করছি। শুধুমাত্র ইউরোজোনের সামষ্টিক প্রতিবেদনের শক্তিশালী ফলাফল প্রকাশের পরে আজ দিনের প্রথমার্ধে ইউরোর দর বৃদ্ধির আশা করা যেতে পারে। গুরুত্বপূর্ণ ! কেনার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের উপরে রয়েছে এবং শূন্যের উপরে উঠতে শুরু করেছে।

দৃশ্যপট #2: MACD সূচকটি ওভারসোল্ড জোনে থাকাকালীন সময়ে 1.1155-এর লেভেলে মূল্যের পরপর দুটি টেস্টের ক্ষেত্রেও আমি আজ ইউরো কিনতে যাচ্ছি। এটি এই ইন্সট্রুমেন্টের মূল্যের নিম্নগামী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং বাজারদরকে বিপরীতমুখী করে ঊর্ধ্বমুখী করবে। আমরা 1.1174 এবং 1.1199-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দর বৃদ্ধির আশা করতে পারি।

সেল সিগন্যাল

দৃশ্যপট #1: EUR/USD পেয়ারের মূল্য চার্টে লাল লাইন দ্বারা চিহ্নিত 1.1155-এর লেভেলে পৌঁছানোর পরে আমি ইউরো বিক্রি করার পরিকল্পনা করছি। লক্ষ্যমাত্রা হবে 1.1130-এর লেভেল, যেখানে আমি মার্কেট থেকে বের হয়ে অবিলম্বে বিপরীত দিকে ইউরো কিনতে যাচ্ছি (এই লেভেল থেকে 20-25 পিপস ঊর্ধ্বমুখী মুভমেন্টের আশা করছি)। এই পেয়ারের মূল্য দৈনিক সর্বোচ্চ লেভেল অতিক্রম করার প্রচেষ্টা ব্যর্থ হলে এই পেয়ারের উপর চাপ ফিরে আসতে পারে। গুরুত্বপূর্ণ ! বিক্রি করার আগে, নিশ্চিত করুন যে MACD সূচকটি শূন্যের নিচে রয়েছে এবং এটি থেকে নিচের দিকে নামতে শুরু করেছে।

দৃশ্যপট #2: MACD সূচকটি ওভারবট জোনে থাকাকালীন সময়ে 1.1174-এর লেভেলে মূল্যের পরপর দুটি টেস্টের ক্ষেত্রেও আমি আজ ইউরো বিক্রি করতে যাচ্ছি। এটি এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনাকে সীমিত করবে এবং বাজারদরকে বিপরীতমুখী করে নিম্নমুখী করবে। আমরা 1.1155 এবং 1.1130-এর বিপরীতমুখী লেভেলের দিকে এই পেয়ারের দরপতনের আশা করতে পারি।

Exchange Rates 30.09.2024 analysis

চার্টে কী আছে:

হালকা সবুজ লাইন - এন্ট্রি প্রাইস যেখানে আপনি এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট কিনতে পারবেন

গাঢ় সবুজ লাইন - আনুমানিক মূল্য যেখানে আপনি টেক-প্রফিট (TP) সেট করতে পারেন বা ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করতে পারেন, কারণ এই লেভেলের উপরে আরও দর বৃদ্ধির সম্ভাবনা নেই।

হালকা লাল লাইন - এন্ট্রি প্রাইস যেখানে আপনি এই ট্রেডিং ইন্সট্রুমেন্ট বিক্রি করতে পারবেন

গাঢ় লাল লাইন - আনুমানিক মূল্য যেখানে আপনি টেক-প্রফিট (TP) সেট করতে পারেন বা ম্যানুয়ালি মুনাফা নির্ধারণ করতে পারেন, কারণ এই লেভেলের নিচে আরও দরপতনের সম্ভাবনা নেই।

MACD লাইন - মার্কেটে এন্ট্রি করার সময়, ওভারবট এবং ওভারসোল্ড জোন দ্বারা পরিচালিত হওয়া গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ: ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের মার্কেটে এন্ট্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় খুব সতর্কতা অবলম্বন করতে হবে। গুরুত্বপূর্ণ মৌলিক প্রতিবেদন প্রকাশের আগে, মূল্যের তীব্র ওঠানামা এড়াতে মার্কেটের বাইরে থাকাই ভাল। আপনি যদি সংবাদ প্রকাশের সময় ট্রেড করার সিদ্ধান্ত নেন, তাহলে ক্ষতি কমাতে সর্বদা স্টপ অর্ডার সেট করুন। স্টপ অর্ডার না সেট করলে আপনি খুব দ্রুত আপনার সম্পূর্ণ ডিপোজিট হারাতে পারেন, বিশেষ করে যদি আপনি মানি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার না করেন এবং বড় ভলিউমে ট্রেড করেন।

এবং মনে রাখবেন সফলভাবে ট্রেড করার জন্য আপনার ট্রেডিংয়ের একটি স্পষ্ট পরিকল্পনা থাকতে হবে, ঠিক যেমনটি আমি এই নিবন্ধে নির্ধারণ করেছি। বর্তমান বাজার পরিস্থিতির উপর ভিত্তি করে ট্রেডিংয়ের স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত দৈনিক ভিত্তিতে ট্রেড করা যেকোন নতুন ট্রেডারের জন্য সহজাতভাবে ক্ষতির কারণ হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.