empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

29.10.202408:12 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD পেয়ারের পর্যালোচনা, ২৯ অক্টোবর; ট্রেডাররা গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের অপেক্ষায় রয়েছে

Exchange Rates 29.10.2024 analysis

সোমবার EUR/USD কারেন্সি পেয়ারের মূল্য কোনো উল্লেখযোগ্য মুভমেন্ট প্রদর্শন করেনি এবং দিনের বেশিরভাগ সময় মুভিং এভারেজ লাইনের নিচে এই পেয়ারের ট্রেড করা হয়েছে। যদিও এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী কারেকশনের এখনো সম্ভাবনা রয়েছে বলে মনে হচ্ছে, তবে এটি মার্কেটের সেন্টিমেন্টের উপর প্রভাব ফেলেনি। সুতরাং, মুভিং এভারেজের উপরে কনসলিডেশন হলেও তা কারেকশনের সূচনা নিশ্চিত করবে না, বিশেষত গত সপ্তাহেও আমরা এমন একটি পরিস্থিতি দেখেছি।

সোমবারে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোজোন থেকে কোনো উল্লেখযোগ্য সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হয়নি, ফলে মার্কেটের ট্রেডারদের প্রতিক্রিয়া জানানোর মতো কিছু ছিল না। ইউরোর মূল্য সকালে কিছুটা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু ৩৫-পিপসের ঊর্ধ্বমুখী মুভমেন্ট খুব বেশি কিছু পরিবর্তন ঘটায় না। সপ্তাহের দ্বিতীয় দিনের ট্রেডিংয়েও সম্ভবত একই ধরনের পরিস্থিতি দেখা যাবে। বর্তমানে যে বিষয়টি মার্কেট সেন্টিমেন্টে প্রভাব ফেলছে তা হলো ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালা সংক্রান্ত অবস্থান। ফেডের আর্থিক নীতিমালার নমনীয়করণের বিষয়টি পুরোপুরি বা প্রায় পুরোপুরি মূল্যায়িত হয়েছে, তবে ইসিবির আর্থিক নীতিমালার নমনীয়করণের বিষয়টি এখনও সম্পূর্ণভাবে মূল্যায়িত হয়নি। গত দুই বছরে ইউরোর মূল্য বেড়েছে, যদিও ফেডের তুলনায় ইসিবির সুদের হার নিম্ন থাকা সত্ত্বেও সেটি তারা আরো বেশি কমিয়েছে। সুতরাং, আমরা মনে করি যে মধ্য-মেয়াদে ইউরোর মূল্যের নিম্নমুখী প্রবণতা পরিলক্ষিত হবে। এই পেয়ারের মূল্যের বৈশ্বিক প্রবণতা এখনও বিয়ারিশ, এবং সাপ্তাহিক টাইমফ্রেমে সাইডওয়েজ প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। এই পেয়ারের মূল্য সম্প্রতি সাইডওয়েজ চ্যানেলের উপরের সীমার কাছাকাছি থেকে বিপরীতমুখী হচ্ছিল, সুতরাং মূল্য এখন এই চ্যানেলের নিম্ন সীমা 1.0435 লেভেলের দিকে নেমে যেতে পারে।

এই সপ্তাহে, যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হবে এবং ইউরোজোনেও কিছু উল্লেখযোগ্য প্রতিবেদন থাকবে। সুতরাং, সম্ভবত মার্কেটের ট্রেডাররা এই প্রতিবেদনগুলো প্রকাশিত না হওয়া পর্যন্ত বড় কোন সিদ্ধান্ত নেবে না। ইউরোজোনের অর্থনীতি এবং মুদ্রাস্ফীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান এবং বেকারত্ব সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের পরই ইসিবি এবং ফেডের পরবর্তী বৈঠক থেকে কী প্রত্যাশা করা যায় সেটি স্পষ্ট হবে। আমরা এই বৈঠকগুলোর ফলাফল নিয়ে পূর্বাভাস দিতে চাই না, কারণ এগুলো আগাম অনুমান করা কঠিন। মার্কেটে অভ্যন্তরীণ তথ্য থাকতে পারে, তবে তা সাধারণ ট্রেডারদের জন্য সহজলভ্য নয়। তাই, প্রতিবেদন প্রকাশের পরেই ট্রেডিংয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত হবে। যদি বেশিরভাগ সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল ডলারের জন্য অনুকূল হয়, তবে এটির মূল্য বাড়তে পারে। যদি বেশিরভাগ প্রতিবেদনের ফলাফল ডলারের জন্য প্রতিকূল হয়, তাহলে ডলারের মূল্যের কারেকশন শুরু হতে পারে।

তবে, আমাদের দৃষ্টিকোণ থেকে, বড়জোর এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী কারেকশন হবে। সহজভাবে বলতে গেলে, আমরা আশা করছি যে এই কারেকশন সম্পন্ন হলেই পুনরায় ইউরোর দরপতন শুরু হবে, তা শক্তিশালী হোক বা দুর্বল। প্রযুক্তিগতভাবে, গত কয়েক সপ্তাহ ধরে এই পেয়ারের মূল্যের কারেকশনের সম্ভাবনা গড়ে উঠছে, তবে এটি স্বল্প মাত্রার কারেকশন হতে পারে।

Exchange Rates 29.10.2024 analysis

২৯ অক্টোবর পর্যন্ত গত পাঁচ দিনের ট্রেডিংয়ে EUR/USD পেয়ারের মূল্যের গড় ভোলাটিলিটি হচ্ছে ৪৯ পিপস, যা "নিম্ন" হিসাবে বিবেচনা করা হয়। আমরা আশা করছি যে মঙ্গলবার এই পেয়ারের মূল্য 1.0763 এবং 1.0861 এর মধ্যে মুভমেন্ট প্রদর্শন করবে। হায়ার লিনিয়ার রিগ্রেশন চ্যানেলটি নিম্নমুখী হয়েছে, যা এই ইঙ্গিত দেয় যে সামগ্রিকভাবে এই পেয়ারের মূল্যের বিয়ারিশ প্রবণতা অব্যাহত রয়েছে। সিসিআই ইন্ডিকেটরটি একাধিক বুলিশ ডাইভারজেন্স তৈরি করেছে, যা এই ইঙ্গিত দেয় যে একটি কারেকশনের সম্ভাবনা রয়েছে, তবে এটি কোন নিশ্চিত সংকেত নয়।

নিকটতম সাপোর্ট লেভেল:

  • S1: 1.0803
  • S2: 1.0742
  • S3: 1.0681

নিকটতম রেজিস্ট্যান্স লেভেল:

  • R1: 1.0864
  • R2: 1.0925
  • R3: 1.0986

ট্রেডিংয়ের পরামর্শ:

EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী মুভমেন্ট অব্যাহত রেখেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে আমরা উল্লেখ করেছি যে আমরা মাঝারি-মেয়াদে শুধুমাত্র ইউরোর দরপতনের প্রত্যাশা করছি, তাই আমরা এই নিম্নমুখী প্রবণতাকে পুরোপুরি সমর্থন করি। সম্ভবত মার্কেটের ট্রেডাররা ফেডের সুদের হার কমানোর বিষয়টি পুরোপুরি বা প্রায় পুরোপুরি মূল্যায়ন করেছে। যদি এটি সত্যি হয়, তাহলে ডলারের দরপতনের কারণ কমে যাবে, কারণ এর আগেও ডলারের দরপতনের তেমন কোন কারণ ছিল না। যদি এই পেয়ারের মূল্য মুভিং এভারেজের নিচে থাকে, তাহলে 1.0763 এবং 1.0742 এর লক্ষ্যমাত্রায় এখনও শর্ট পজিশন প্রাসঙ্গিক রয়েছে। যারা সম্পূর্ণ টেকনিক্যাল বিশ্লেষণের উপর নির্ভর করেন, তাদের জন্য লং পজিশন কেবল তখনই প্রাসঙ্গিক হবে যদি মূল্য মুভিং এভারেজ লাইনের উপরে কনসলিডেট করে, তবে এটি সম্ভবত কেবল একটি কারেকশনের সংকেত দেবে।

চিত্রের ব্যাখা:

  • লিনিয়ার রিগ্রেশন চ্যানেল - বর্তমান প্রবণতা নির্ধারণ করতে সাহায্য করে। যদি উভয়ই একই দিকে পরিচালিত হয়, তাহলে এর অর্থ হল বর্তমানে প্রবণতা শক্তিশালী।
  • মুভিং এভারেজ লাইন (সেটিংস 20.0, স্মুথেদ) – স্বল্পমেয়াদী প্রবণতা এবং বর্তমানে কোন দিকে ট্রেডিং করা উচিত তা নির্ধারণ করে।
  • মারে লেভেল - মুভমেন্ট এবং কারেকশনের লক্ষ্য মাত্রা।
  • অস্থিরতার মাত্রা (লাল লাইন) - সম্ভাব্য প্রাইস চ্যানেল যেখানে এই পেয়ারের মূল্য পরের দিন অবস্থান করবে, যা বর্তমান অস্থিরতা সূচকের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
  • সিসিআই সূচক – এই সূচকের ওভারসোল্ড জোনে (-250-এর নীচে) বা ওভারবট জোনে (+250-এর উপরে) প্রবেশের মানে হল যে চলমান প্রবণতা বিপরীতমুখী হতে যাচ্ছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.