empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

07.11.202408:22 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD পেয়ারের পর্যালোচনা, ৭ নভেম্বর; ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করায় মার্কিন ডলার শক্তিশালী হয়েছে

Relevance up to 19:00 2024-11-07 UTC--5

Exchange Rates 07.11.2024 analysis

বুধবারের ট্রেডিং সেশনে EUR/USD কারেন্সি পেয়ার প্রায় ২৫০ পিপস দরপতনের শিকার হয়েছে। রাতেই এই পেয়ারের দরপতন শুরু হয় এবং সারা দিন ধরে চলতে থাকে। কেন এটি ঘটেছে তা নিয়ে তেমন কোনো প্রশ্ন নেই—শুধুমাত্র একটি বিষয়ই মার্কিন ডলারের মূল্যের এই তীব্র বৃদ্ধির প্রধান কারণ হতে পারে: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল এবং ডোনাল্ড ট্রাম্পের বিজয়। সঠিকভাবে বললে, নির্বাচনের কারণেই মার্কেটে এই তীব্র মুভমেন্ট দেখা গেছে। আমরা বেশ কয়েকবার উল্লেখ করেছিলাম যে কমলা হ্যারিসের তুলনায় ট্রাম্পের নেতৃত্বে ডলার হয়তো চেয়ে ভাল পারফর্ম করবে। তবে ট্রাম্পের বিজয়ে ডলারের দর একদিনে ২.৫ সেন্ট বাড়বে, এটি আমরা কল্পনাও করিনি। অর্থাৎ, এমন একটি মুভমেন্টের পূর্বাভাস দেওয়া প্রায় অসম্ভব ছিল।

তবে, এই ধরনের মুভমেন্ট সম্পূর্ণ অপ্রত্যাশিত নয়। প্রথমত, ইউরো অতিরিক্ত ক্রয় করা হয়েছে এবং ডলার অতিরিক্ত বিক্রয় করা হয়েছে—যা আমরা ২০২৪ সালের শুরু থেকেই উল্লেখ করছি। দ্বিতীয়ত, EUR/USD পেয়ারের মূল্যের বৈশ্বিক প্রবণতা নিম্নমুখী রয়েছে, যা আমরা পুরো বছর ধরে বলে আসছি। তৃতীয়ত, মার্কেটের ট্রেডাররা ইতোমধ্যেই দুই বছর ধরে ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি নমনীয়করণের প্রভাব মূল্যায়ন করেছে। এখন ফেড সুদের হার কমানো শুরু করেছে, তাই ডলারের দরপতনের জন্য কোনো কারণ নেই। চতুর্থত, আমরা বারবার উল্লেখ করেছি যে EUR/USD পেয়ারের মূল্যের যেকোনো বৃদ্ধি কেবল একটি কারেকশন হিসেবে বিবেচিত হতে পারে, যা যেকোনো সময় শেষ হতে পারে। সুতরাং, বুধবার ডলারের মূল্যের তীব্র বৃদ্ধি অপ্রত্যাশিত হলেও, মধ্যমেয়াদে EUR/USD পেয়ারের দরপতন প্রত্যাশিত ছিল।

ডলার শক্তিশালী হচ্ছে এবং ইউরো দুর্বল হচ্ছে। আজ, ফেডারেল রিজার্ভের বৈঠকের ফলাফলের পর এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী বাউন্স হতে পারে, তবে উপরের সব কারণগুলো ফেডের সিদ্ধান্ত বা জেরোম পাওয়েলের বক্তব্য যাই হোক না কেন কার্যকর থাকবে। সাম্প্রতিক ননফার্ম পে-রোল প্রতিবেদনের দুর্বল ফলাফলের কারণে ফেড যদি আরও নমনীয় অবস্থান গ্রহণ করে, তবে স্বল্পমেয়াদে ডলার দুর্বল হতে পারে। তবে, আমরা সামগ্রিকভাবে ডলারের শক্তিশালী হওয়ার প্রত্যাশাই করে যাচ্ছি।

ট্রাম্পের বিজয় নিয়ে আপাতত তেমন কিছু বলার নেই। সুস্পষ্টভাবেই ট্রাম্প জয়লাভ করেছেন, তবে তিনি আনুষ্ঠানিকভাবে ৫ জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্ট হিসাবে ঘোষিত হবেন না। এর মধ্যে, কমলা হ্যারিসের দল নির্বাচনী ফলাফলের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারে, কিছু অঙ্গরাজ্যে ভোট পুনর্গণনা হতে পারে। তবে বর্তমানে, ট্রাম্পের বিজয় অবিসংবাদিত মনে হচ্ছে।

মনে হচ্ছে, মার্কিন ভোটাররা চার বছর আগের পথ অনুসরণ করেছে: সেবার তারা ট্রাম্পকে বাদ দিয়ে বাইডেনকে ভোট দিয়েছিল। এখন, তারা আবার ট্রাম্পকেই ভোট দিতে প্রস্তুত ছিল। যদিও বাইডেন প্রেসিডেন্ট প্রার্থীতা থেকে সরে দাঁড়িয়েছেন, অনেকেই কমলা হ্যারিসকে 'বাইডেনের বিকল্প' হিসেবে দেখেছেন, নিজস্ব শক্তিশালী রাজনীতিবিদ হিসেবে নয়। যাই হোক, আমেরিকানরা ডেমোক্রেটিকদের নেতৃত্বে অসন্তুষ্ট ছিল। এখন, তারা রিপাবলিকানদের শাসনের স্বাদ গ্রহণ করবে, কারণ রিপাবলিকানরা সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

Exchange Rates 07.11.2024 analysis

গত পাঁচ দিনের ট্রেডিংয়ে EUR/USD পেয়ারের মূল্যের গড় ভোলাটিলিটি হচ্ছে ৯৬ পিপস, যা "উচ্চ" মাত্রার ভোলাটিলিটি নির্দেশ করে। বৃহস্পতিবার, ৭ নভেম্বর, আমরা প্রত্যাশা করছি যে 1.0653 থেকে 1.0845 এর রেঞ্জের মধ্যে এই পেয়ারের ট্রেডিং করা হবে। হায়ার লিনিয়ার রিগ্রেশন চ্যানেল নিম্নমুখী দিকে যাচ্ছে, যা বৈশ্বিক নিম্নমুখী প্রবণতার ধারাবাহিকতা নিশ্চিত করে। CCI সূচকটি ওভারসোল্ড জোনে প্রবেশ করেছে, যা নতুন একটি কারেকটিভ ফেজ শুরু হওয়ার সম্ভাবনার সংকেত দেয়।

নিকটতম সাপোর্ট লেভেল:

  • S1: 1.0681
  • S2: 1.0620

নিকটতম রেজিস্ট্যান্স লেভেল:

  • R1: 1.0742
  • R2: 1.0803
  • R3: 1.0864

ট্রেডিংয়ের পরামর্শ:

আবারও EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী মুভমেন্ট শুরু করেছে, তবে শীঘ্রই একটি নতুন কারেকটিভ ওয়েভ শুরু হতে পারে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে, আমরা মধ্যমেয়াদে ইউরোর মূল্যের নিম্নমুখী প্রবণতার পূর্বাভাস বজায় রেখেছি এবং আমরা এই নিম্নমুখী প্রবণতাকে সম্পূর্ণরূপে সমর্থন করছি। মার্কেটের ট্রেডাররা ইতোমধ্যেই ফেডের ভবিষ্যত সুদের হার কমানোর বেশিরভাগ প্রভাব মূল্যায়ন করে থাকতে পারে। যদি তাই হয়, তবে ডলারের দরপতনের খুব বেশি কারণ নেই। যতক্ষণ পর্যন্ত মূল্য মুভিং এভারেজের নিচে থাকে, শর্ট পজিশন প্রাসঙ্গিক থাকবে এবং এক্ষেত্রে লক্ষ্যমাত্রা হবে 1.0681 এবং 1.0620 এর লেভেলে। যারা "শুধুমাত্র" টেকনিক্যাল অ্যানালাইসিস ব্যবহার করে ট্রেড করেন, তারা এই পেয়ারের মূল্য মুভিং এভারেজের উপরে মূল্য উঠলে, 1.0925 এবং 1.0986 এর লক্ষ্যমাত্রায় লং পজিশন বিবেচনা করতে পারেন।

চিত্রের ব্যাখা:

  • লিনিয়ার রিগ্রেশন চ্যানেল - বর্তমান প্রবণতা নির্ধারণ করতে সাহায্য করে। যদি উভয়ই একই দিকে পরিচালিত হয়, তাহলে এর অর্থ হল বর্তমানে প্রবণতা শক্তিশালী।
  • মুভিং এভারেজ লাইন (সেটিংস 20.0, স্মুথেদ) – স্বল্পমেয়াদী প্রবণতা এবং বর্তমানে কোন দিকে ট্রেডিং করা উচিত তা নির্ধারণ করে।
  • মারে লেভেল - মুভমেন্ট এবং কারেকশনের লক্ষ্য মাত্রা।
  • অস্থিরতার মাত্রা (লাল লাইন) - সম্ভাব্য প্রাইস চ্যানেল যেখানে এই পেয়ারের মূল্য পরের দিন অবস্থান করবে, যা বর্তমান অস্থিরতা সূচকের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
  • সিসিআই সূচক – এই সূচকের ওভারসোল্ড জোনে (-250-এর নীচে) বা ওভারবট জোনে (+250-এর উপরে) প্রবেশের মানে হল যে চলমান প্রবণতা বিপরীতমুখী হতে যাচ্ছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.