empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

14.11.202408:28 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD পেয়ারের ট্রেডিংয়ের পরামর্শ এবং বিশ্লেষণ, ১৪ নভেম্বর; পাউন্ডও দরপতনের শিকার হয়েছে

Relevance up to 20:00 2024-11-14 UTC--5

GBP/USD পেয়ারের 5M চার্টের বিশ্লেষণ

Exchange Rates 14.11.2024 analysis

বুধবার GBP/USD কারেন্সি পেয়ারের মূল্যেরও নিম্নমুখী প্রবণতা অব্যাহত ছিল। EUR/USD বিশ্লেষণে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, সেগুলো পাউন্ডের ক্ষেত্রেও প্রাসঙ্গিক। ইউরোর মতোই, পাউন্ডেরও বুধবার অব্যাহতভাবে দরপতনের জন্য কোন মৌলিক কারণ ছিল না, তবুও দরপতন অব্যাহত ছিল। সঠিকভাবে বলতে গেলে, মার্কিন ডলার একই কারণে বৃদ্ধি পাচ্ছে যে কারণটি আমরা বছরের শুরু থেকে তুলে ধরছি। একই সময়ে, এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে পাউন্ড এখনও ইউরোর চেয়ে ধীরে দরপতনের শিকার হচ্ছে। পাউন্ডের মূল্য 1.2691–1.2701 এর সাপোর্ট জোনে এসে পৌঁছেছে, যেখানে মূল্যের ক্ষুদ্র বাউন্স হতে পারে। তবে, এমন শক্তিশালী নিম্নমুখী প্রবণতার সময় মুনাফা লাভের জন্য এই পেয়ার ক্রয়ের চেষ্টা করা ঝুঁকিপূর্ণ। মার্কেটের ট্রেডাররা প্রতিদিন এই পেয়ার বিক্রি করছে, তাই এই পেয়ার ক্রয় করা সর্বোত্তম কৌশল হতে পারে না।

আমরা মনে করি যে মৌলিক বা সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটের উপর নির্ভর না করেই পাউন্ডের দরপতন অব্যাহত থাকতে পারে। আজ, ব্যাংক অব ইংল্যান্ড এবং ফেডারেল রিজার্ভের প্রেসিডেন্ট বক্তৃতা দেবেন বলে নির্ধারিত রয়েছে। কেউ কি সত্যিই আশা করছেন যে তাদের বক্তব্য পাউন্ডকে সমর্থন করতে পারবে? মার্কেটের ট্রেডাররা ফেডের মুদ্রানীতি নমনীয়করণের প্রত্যাশায় দুই বছর ধরে ডলার বিক্রি করেছে। এখন, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক কত দ্রুত সুদের হার কমায় তা গুরুত্বপূর্ণ নয়। একইভাবে, ব্যাংক অব ইংল্যান্ড কত দ্রুত সুদের হার কমাচ্ছে সেটাও কম প্রাসঙ্গিক হয়ে উঠছে। বর্তমানে, ব্যাংক অব ইংল্যান্ড ধীরে ধীরে সুদের হার কমাচ্ছে, যা ব্যাখ্যা করে কেন ইউরোর তুলনায় ধীরগতিতে পাউন্ডের দরপতন হচ্ছে। যদি ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার কমানোর গতি বাড়ায়, তবে পাউন্ডের আরও দ্রুত দরপতন হতে পারে।

গতকাল, ৫-মিনিট চার্টে কোনো সেল সিগন্যাল গঠিত হয়নি। 1.2691–1.2701 এরিয়া থেকে একটি সম্ভাব্য বাউন্সকে এই পেয়ারের বাই সিগন্যাল হিসেবে বিবেচনা করা উচিত নয়। যদিও এই পেয়ারের মূল্যের একটি কারেকশন ঘটার সম্ভাবনা রয়েছে, তবে এই পেয়ার ক্রয়ের আগে নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে কিনা তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

COT রিপোর্ট

Exchange Rates 14.11.2024 analysis

সর্বশেষ কমিটমেন্টস অব ট্রেডার্স (COT) রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে ব্রিটিশ পাউন্ডের কমার্শিয়াল ট্রেডারদের মধ্যে পরিবর্তনশীল সেন্টিমেন্টের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। লাল এবং নীল লাইন, যা কমার্শিয়াল এবং নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন প্রতিফলিত করে, প্রায়ই পরস্পরকে অতিক্রম করছে এবং শূন্যের কাছাকাছি রয়েছে। লাল লাইনটি শূন্যের নিচে থাকা অবস্থায় এই পেয়ারের মূল্যের সর্বশেষ নিম্নমুখী প্রবণতা দেখা গিয়েছিল। বর্তমানে, লাল লাইন শূন্যের উপরে রয়েছে এবং মূল্য 1.3154 এর গুরুত্বপূর্ণ লেভেল ব্রেক করেছে।

সর্বশেষ COT রিপোর্টে দেখা গেছে যে নন-কমার্শিয়াল গ্রুপ 11,900টি বাই কন্ট্রাক্ট ক্লোজ করেছে এবং 9,400 সেল কন্ট্রাক্ট ওপেন করেছে, যার ফলে নেট পজিশনের সংখ্যা 21,300 কমেছে। এরপরও, মার্কেটের ট্রেডাররা মাঝারি মেয়াদে পাউন্ড বিক্রয় করতে এখনও দ্বিধাগ্রস্ত অবস্থায় রয়েছে।

মৌলিক প্রেক্ষাপট দীর্ঘমেয়াদে পাউন্ড ক্রয়ের জন্য এখনও কোন যৌক্তিক কারণ দেখা যাচ্ছে না। এদিকে, পাউন্ডের মূল্যের বৈশ্বিক নিম্নমুখী প্রবণতা পুনরায় শুরু করার বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে। তবে, সাপ্তাহিক টাইম ফ্রেমে একটি অ্যাসেন্ডিং ট্রেন্ডলাইন দেখা যাচ্ছে, তাই এই লাইনটি ব্রেক না হওয়া পর্যন্ত দীর্ঘমেয়াদে পাউন্ডের দরপতন প্রত্যাশা করা যাচ্ছে না। মাঝারি মেয়াদে বেশিরভাগ প্রত্যাশার বিপরীতে পাউন্ডের মূল্য বৃদ্ধি পাচ্ছে।

GBP/USD পেয়ারের 1H চার্টের বিশ্লেষণ

Exchange Rates 14.11.2024 analysis

ঘন্টাভিত্তিক টাইমফ্রেমে, GBP/USD পেয়ারের মূল্যের বিয়ারিশ প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। ঊর্ধ্বমুখী প্রবণতা এখন অকার্যকর হয়ে পড়েছে, যা ব্রিটিশ মুদ্রার আরও দরপতনের সম্ভাবনার ইঙ্গিত দেয়। এই পেয়ারের মূল্যের সাম্প্রতিক কারেকশনটি একটি ফ্ল্যাট মুভমেন্ট হিসেবে বিবেচনা করা যায় এবং এটি এখন শেষ হয়েছে। মধ্যমেয়াদে ডলারের দুর্বল হওয়ার জন্য কোন যৌক্তিকতা নেই। পাউন্ডের দরপতন অব্যাহত রয়েছে এবং এর পেছনে কোন সুস্পষ্ট কারণ না থাকা সত্ত্বেও এটি আমাদের পূর্বাভাস নিশ্চিত করেছে। যখন কোনও কারণ দেখা দেয় (যেমন মঙ্গলবার), তখন পাউন্ড আরও তীব্র দরপতনের শিকার হয়। এটি মার্কেটের স্বাভাবিক পরিস্থিতি প্রতিফলিত করে।

১৪ নভেম্বরের জন্য, আমরা নিম্নলিখিত গুরুত্বপূর্ণ লেভেলগুলো চিহ্নিত করেছি: 1.2796-1.2816, 1.2863, 1.2981-1.2987, 1.3050, 1.3119, 1.3175, 1.3222, 1.3273, 1.3367, এবং 1.3439। সেনকৌ স্প্যান বি (1.2939) এবং কিজুন-সেন (1.2864) লাইনগুলোও সিগন্যালের উৎস হিসেবে কাজ করতে পারে। এই পেয়ারের মূল্য নির্ধারিত দিকে 20 পিপস মুভমেন্টের পর ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। মনে রাখবেন যে ইচিমোকু সূচকের লাইনগুলো দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, যা ট্রেডিং সিগন্যাল সনাক্ত করার সময় বিবেচনা করা উচিত।

বৃহস্পতিবার যুক্তরাজ্যে কোনও গুরুত্বপূর্ণ ইভেন্ট নির্ধারিত নেই। যুক্তরাষ্ট্রে, জেরোম পাওয়েল একটি বক্তৃতা দেবেন এবং এর পাশাপাশি কিছু স্বল্প গুরুত্বসম্পন্ন সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন প্রকাশিত হবে। ট্রেডাররা সম্ভবত পাওয়েলের বক্তৃতার দিকে মনোযোগ দিবেন।

চার্টের সূচকসমূহের বর্ণনা:

মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে না।

কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।

এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে।

হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।

COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.