empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

26.11.202409:39 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD পেয়ারের পর্যালোচনা ২৬ নভেম্বর: সোমবার পাউন্ডের মূল্যের মুভমেন্ট ট্রেডারদের হাস্যরসের কারণ হয়েছে

Relevance up to 19:00 2024-11-26 UTC--5

Exchange Rates 26.11.2024 analysis

সোমবার সামান্য ঊর্ধ্বমুখী গ্যাপ দিয়ে GBP/USD পেয়ারের মূল্যের ট্রেডিং শুরু হয় যা এই পেয়ারের মূল্যের ভবিষ্যতের দিকনির্দেশনার ইঙ্গিত দেয়। তবে, বাস্তবিকভাবে এই মুভমেন্টটি স্টার্লিংয়ের ট্রেডারদের জন্য উৎসাহজনক না হয়ে বরং বেশ মজার ছিল। গত দুই মাস ধরে ব্রিটিশ পাউন্ডের মূল্য নিম্নমুখী হচ্ছে। এই পেয়ারের মূল্য কয়েকবার মুভিং এভারেজ লাইনের উপরে উঠেছে, কিন্তু মূল্য বৃদ্ধি বজায় রাখতে ব্যর্থ হয়েছে। গতকাল গ্যাপ দিয়ে ট্রেডিং শুরু হয়েছে (যা শুনতে বেশ চিত্তাকর্ষক), কিন্তু এই পেয়ারের মূল্য মুভিং অ্যাভারেজ পর্যন্ত পৌঁছাতে পারএনি, যদিও মূল্য খুব কাছাকাছি গিয়েছিল।

সুতরাং, যেকোনো মুহূর্তে পাউন্ডের মূল্যের কারেকশন শুরু করতে পারে, তবে একটি অর্থবহ ঊর্ধ্বমুখী মুভমেন্টের জন্য এই পেয়ারের মূল্য অন্তত মুভিং এভারেজের উপরে উঠতে হবে। তবুও, বর্তমান পরিস্থিতিতে, এই পেয়ারের মূল্য বৃদ্ধি পাবে এমনটি নিশ্চিত নয়। পাউন্ড এখনও উল্লেখযোগ্য চাপের মধ্যে রয়েছে, যার কারণ আমরা অসংখ্যবার ব্যাখ্যা করেছি। সময়ের সঙ্গে সঙ্গে কিছুই পরিবর্তিত হয়নি। কেউ কেউ ভাবতে পারেন যে আমরা পাউন্ডের দরপতনের প্রকৃত কারণগুলো এড়িয়ে যাচ্ছি, কিন্তু বাস্তবতা হলো গত দুই মাস ধরে একই কারণে এই পেয়ার দরপতনের শিকার হচ্ছে, যা নিয়ে আমরা 2024 সালের শুরু থেকেই আলোচনা করছি।

৪-ঘণ্টার টাইমফ্রেমে স্পষ্টভাবে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে, এবং একটি কারেকশন প্রয়োজনীয় বলে মনে হচ্ছে। তবে, সাপ্তাহিক টাইমফ্রেম আরও বিস্তৃত চিত্র তুলে ধরে। সেখানে আমরা কী দেখতে পাচ্ছি? এই পেয়ারের মূল্যের বৈশ্বিক প্রবণতা এখনও বিয়ারিশ। গত দুই বছরে পরিলক্ষিত এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্টটি ছিল কেবল একটি কারেকশন। এই পেয়ারের মূল্য ইচিমোকু সূচকের সেনকৌ স্প্যান বি লাইনে নেমে এসেছে। যদি কারেকশন শেষ হয়, তাহলে একটি নতুন বিয়ারিশ প্রবণতা শুরু হওয়া উচিত। এই নতুন বিয়ারিশ প্রবণতার পূর্বেরটির চেয়ে বেশি শক্তিশালী হওয়া প্রয়োজন নেই। ফলস্বরূপ, পাউন্ডের মূল্য ডলারের সাথে প্যারিটির লেভেলে নেমে যেতে পারে।

অবশ্য, আরও ২,৬০০ পিপস দ০রপতনের সম্ভাবনা নিয়ে কথা বলা এই পর্যায়ে অতিরিক্ত বাড়াবাড়ি বলে মনে হতে পারে, কিন্তু এই পেয়ারের মূল্যের 1.1800 এর লক্ষ্যমাত্রা সম্পূর্ণ অর্জনযোগ্য মনে হচ্ছে। আমরা বছরের শুরু থেকেই এই লক্ষ্যমাত্রার কথা তুলে ধরেছি। ব্রিটিশ মুদ্রার মৌলিক পটভূমি অপরিবর্তিত রয়েছে, এবং ব্যাংক অফ ইংল্যান্ডের নমনীয় আর্থিক নীতিমালা পাউন্ডকে কোনো সমর্থন প্রদান করছে না। মার্কেটের ট্রেডাররা বুঝতে পেরেছে যে ব্যাংক অব ইংল্যান্ড শেষ পর্যন্ত সুদের হার একটি নিরপেক্ষ স্তরে নামিয়ে আনবে, তা দ্রুত হোক বা ধীর গতিতে। মার্কেটে ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি নমনীয়করণের বিষয়টি ইতোমধ্যেই মূল্যায়িত হয়েছে। তদ্ব্যতীত, মুদ্রাস্ফীতি বৃদ্ধির সম্ভাবনার সাথে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় প্রত্যাবর্তন বিষয়টিকে আরও জটিল করে তুলেছে। এদিকে, মার্কেটের ট্রেডাররা এখন আর দৃঢ়ভাবে বিশ্বাস করে না যে ফেড ডিসেম্বর মাসে সুদের হার কমাবে, যদিও সেপ্টেম্বরে বেশ কয়েকবার সুদের হার 0.5% হ্রাসের প্রত্যাশা করা হয়েছিল। সুতরাং, আমরা এখনো মনে করি যে পাউন্ডের মূল্যের শুধুমাত্র নিম্নমুখী প্রবণতা দেখা যাবে।

Exchange Rates 26.11.2024 analysis

গত পাঁচ দিনের ট্রেডিংয়ে GBP/USD পেয়ারের মূল্যের গড় ভোলাটিলিটি হচ্ছে ৮৯ পিপস, যা "মাঝারি" হিসাবে বিবেচিত হয়। ২৬ নভেম্বর মঙ্গলবার আমরা আশা করছি এই পেয়ার 1.2470 থেকে 1.2648 এর মধ্যে ট্রেড করবে। হায়ার লিনিয়ার রিগ্রেশন চ্যানেলটি নিম্নমুখী হচ্ছে, যা এই পেয়ারের মূল্যের বিয়ারিশ প্রবণতার সংকেত দেয়। CCI সূচকটি একাধিকবার বুলিশ ডাইভারজেন্স তৈরি করেছে এবং ওভারসোল্ড জোন প্রবেশ করেছে, তবুও এই পেয়ারের মূল্যের কোনো উল্লেখযোগ্য কারেকশন দেখা যায়নি।

নিকটতম সাপোর্ট লেভেল:

  • S1: 1.2512
  • S2: 1.2471
  • S3: 1.2390

নিকটতম রেজিস্ট্যান্স লেভেল:

  • R1: 1.2573
  • R2: 1.2634
  • R3: 1.2695

ট্রেডিংয়ের পরামর্শ:

GBP/USD পেয়ারের মূল্যের বিয়ারিশ প্রবণতা বজায় রয়েছে। এখনও লং পজিশন ওপেন করার পরামর্শ দেয়া হচ্ছে না, কারণ আমরা মনে করি যে পাউন্ডের মূল্য বৃদ্ধি করতে পারে মার্কেটের ট্রেডাররা এমন সকল কারণ ইতোমধ্যেই একাধিকবার মূল্যায়ন করেছে। যারা শুধুমাত্র প্রযুক্তিগত সিগন্যালের উপর ভিত্তি করে ট্রেড করেন, তারা মূল্য মুভিং অ্যাভারেজের উপরে গেলে এবং 1.2817 এবং 1.2878 এর লক্ষামাত্রায় পৌঁছানোর সম্ভাবনা থাকলে লং পজিশন বিবেচনা করতে পারেন। তবে, বর্তমান পরিস্থিতিতে যতক্ষণ মূল্য মুভিং অ্যাভারেজের নিচে থাকে ততক্ষণ শর্ট পজিশনই বেশি কার্যকর, যেখানে লক্ষ্যমাত্রা হবে 1.2451 এবং 1.2390 এর লেভেল।

চিত্রের ব্যাখা:

  • লিনিয়ার রিগ্রেশন চ্যানেল - বর্তমান প্রবণতা নির্ধারণ করতে সাহায্য করে। যদি উভয়ই একই দিকে পরিচালিত হয়, তাহলে এর অর্থ হল বর্তমানে প্রবণতা শক্তিশালী।
  • মুভিং এভারেজ লাইন (সেটিংস 20.0, স্মুথেদ) – স্বল্পমেয়াদী প্রবণতা এবং বর্তমানে কোন দিকে ট্রেডিং করা উচিত তা নির্ধারণ করে।
  • মারে লেভেল - মুভমেন্ট এবং কারেকশনের লক্ষ্য মাত্রা।
  • অস্থিরতার মাত্রা (লাল লাইন) - সম্ভাব্য প্রাইস চ্যানেল যেখানে এই পেয়ারের মূল্য পরের দিন অবস্থান করবে, যা বর্তমান অস্থিরতা সূচকের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
  • সিসিআই সূচক – এই সূচকের ওভারসোল্ড জোনে (-250-এর নীচে) বা ওভারবট জোনে (+250-এর উপরে) প্রবেশের মানে হল যে চলমান প্রবণতা বিপরীতমুখী হতে যাচ্ছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.