empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

02.12.202407:24 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD পেয়ারের পূর্বাভাস, ২ ডিসেম্বর, ২০২৪

গত শুক্রবার, ব্রিটিশ পাউন্ডের মূল্য 1.2708 এর রেজিস্ট্যান্স লেভেলের উপরে উঠেছিল, তবে 1.2773 এর পরবর্তী লক্ষ্যমাত্রা থেকে প্রায় ২০ পিপস দূরে থাকা অবস্থায় এই মুভমেন্ট থেমে যায়। আজ সকালে, মূল্য আবার 1.2708 এর নিচে ফিরে এসেছে এবং ৩০ আগস্ট, ২০২৩-এর শীর্ষ লেভেল (1.2745) থেকে রিভার্স করার সম্ভাবনা রয়েছে। এটি মার্কেটে ক্রেতাদের দুর্বলতা তুলে ধরে, কারণ 1.2773 এর রেজিস্ট্যান্স লেভেল উল্লেখযোগ্যভাবে শক্তিশালী বলে মনে হচ্ছে।

Exchange Rates 02.12.2024 analysis

রিভার্সাল নিশ্চিত করতে মারলিন অসসিলেটর-কে বিয়ারিশ টেরিটোরিতে ফিরে যেতে হবে এবং নেগেটিভ ভ্যালুতে প্রবেশ করতে হবে।

আজকের নভেম্বর ম্যানুফ্যাকচারিং PMI প্রকাশের দিকেও মনোযোগ দেওয়া উচিত: ইউরোজোন এবং যুক্তরাজ্যে এই সূচকের পতনের প্রত্যাশা করা হচ্ছে, তবে যুক্তরাষ্ট্রে এই সূচকের উন্নতির সম্ভাবনা রয়েছে। এই পেয়ারের মূল্যের সামগ্রিক নিম্নমুখী প্রবণতা বিবেচনা করে, 1.2612 এর লক্ষ্যমাত্রা এখনও প্রাসঙ্গিক রয়েছে।

Exchange Rates 02.12.2024 analysis

H4 চার্টে, মূল্য এবং মারলিন অসসিলেটর ডাইভারজেন্স প্রদর্শন করছে। মূল্য 1.2612 সাপোর্টের দিকে যাচ্ছে। এরপরে 1.2567 এর কাছাকাছি MACD লাইনের টেস্ট হতে পারে, এবং 1.2510 এর লেভেল সম্ভাব্য পরবর্তী লক্ষ্যমাত্রা হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.