empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

17.12.202413:57 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD পেয়ারের ট্রেডিংয়ের পরামর্শ এবং বিশ্লেষণ, ১৭ ডিসেম্বর; কোন কারণ ছাড়াই পাউন্ডের মূল্য বৃদ্ধি পেয়েছে

GBP/USD পেয়ারের 5-মিনিটের চার্টের বিশ্লেষণ

Exchange Rates 17.12.2024 analysis

সোমবার GBP/USD পেয়ারের মূল্য উল্লেখযোগ্যভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, যদিও এর জন্য বিশেষ কোনো কারণ ছিল না। যুক্তরাজ্যের PMI সূচকের ফলাফল পাউন্ডের দর বৃদ্ধির ইঙ্গিত দেয়নি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের PMI সূচকগুলোও এতে কোন প্রভাব ফেলেনি। তবুও, পাউন্ড স্টার্লিংয়ের মূল্য এমন পরিস্থিতিতে বৃদ্ধি দেখিয়েছে যেখানে এটি স্বাভাবিকভাবেই প্রত্যাশিত ছিল না। তবে, বর্তমান প্রযুক্তিগত চিত্র অস্বাভাবিক মনে হচ্ছে না। সেনকৌ স্প্যান বি এবং কিজুন-সেন লাইনের দিকে এই পেয়ারের মূল্যের কারেকশন হয়েছে এবং এই লেভেলগুলো থেকে বাউন্স করে 1.2605-1.2620 এরিয়ার ব্রেকআউটের চেষ্টা করা হতে পারে। কখনও কখনও এমন শক্তিশালী জোন ব্রেকের জন্য একটি সামান্য কারেকশনের প্রয়োজন হয়।

আগেই উল্লেখ করা হয়েছে, এই সপ্তাহে পাউন্ড স্টার্লিংয়ের মূল্য বাড়তে পারে, কারণ ব্যাংক অফ ইংল্যান্ড এবং ফেডারেল রিজার্ভের বৈঠকগুলোর ফলাফল কী হবে তা কেউ জানে না। অবশ্যই, বর্তমান মৌলিক প্রেক্ষাপটে পাউন্ডের দর বৃদ্ধির প্রত্যাশা করা সম্ভব নয়, তবে এর অর্থ এই নয় যে এটি সম্পূর্ণ অসম্ভব। দুর্ভাগ্যবশত, সোমবার দেখা গেছে যে অযৌক্তিক মুভমেন্ট এখনও পাউন্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। তবে, আমরা এই পেয়ারের দর বৃদ্ধি পূর্বাভাস দিতে বা ট্রেডারদের পাউন্ড কেনার পরামর্শ দিতে পারি না।

সোমবারের ৫-মিনিটের টাইমফ্রেমে একটি মাত্র বাই সিগন্যাল গঠিত হয়েছিল, যা শুক্রবার থেকেই তৈরি হওয়া শুরু করেছিল যখন মূল্য 1.2605-1.2620 এরিয়াটি ব্রেক করতে ব্যর্থ হয়েছিল। দিনের শেষে, মূল্য 1.2691-1.2701 এরিয়ায় পৌঁছেছিল, যা ইচিমোকু সূচক লাইনগুলোর কাছাকাছি ছিল। ফলে, পাউন্ডের মূল্য উপরের দিকে একটি শক্তিশালী রেজিস্ট্যান্স এরিয়ার সম্মুখীন হয়েছে। যদি পাউন্ডের মূল্যের অযৌক্তিক বৃদ্ধি প্রদর্শন বন্ধ হয়, তবে আমরা বলব ৯০% সম্ভাবনা রয়েছে যে মূল্য বাউন্স করে 1.2605-1.2620 এরিয়ায় ফিরে আসবে।

COT রিপোর্ট

Exchange Rates 17.12.2024 analysis

ব্রিটিশ পাউন্ডের সর্বশেষ কমিটমেন্টস অব ট্রেডার্স (COT) রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে কমার্শিয়াল ট্রেডারদের সেন্টিমেন্ট ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। লাল এবং নীল লাইন, যা কমার্শিয়াল এবং নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন প্রতিফলিত করে, প্রায়শই একে অপরকে ছেদ করছে এবং বেশিরভাগ ক্ষেত্রে, শূন্যের কাছাকাছি রয়েছে। সম্প্রতি, মূল্য 1.3154 এর লেভেল ব্রেক করে উপরের দিকে গেছে এবং তারপর ট্রেন্ডলাইনে নেমে যায়। আমরা আশা করছি এই পেয়ারের মূল্য ট্রেন্ডলাইনের নিচে কনসলিডেট হবে, যা নিম্নমুখী প্রবণতায় স্থানান্তর নিশ্চিত করবে।

ব্রিটিশ পাউন্ডের সর্বশেষ COT রিপোর্ট অনুসারে, "নন-কমার্শিয়াল" গ্রুপ 4,700টি বাই কন্ট্রাক্ট ওপেন করেছে এবং 300টি সেল কন্ট্রাক্ট ক্লোজ করেছে৷ ফলস্বরূপ, সাপ্তাহিক ভিত্তিতে নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশনের সংখ্যা 7,700 কন্ট্রাক্ট বৃদ্ধি পেয়েছে। যাইহোক, আমাদের সামগ্রিক প্রত্যাশা একইরকম রয়েছে।

মৌলিক পটভূমি অনুযায়ী মার্কেটে দীর্ঘমেয়াদে পাউন্ড স্টার্লিংয়ের ক্রয়ের সম্ভাবনা নেই। বিশ্বব্যাপী এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। যদিও ট্রেন্ডলাইনটি আরও দরপতন রোধ করেছে, তবে মূল্য এটি ব্রেক করে নিচের দিকে নামতে ব্যর্থ হলে আমরা আরও একটি ঊর্ধ্বমুখী মুভমেন্ট দেখতে পারি, যা সম্ভাব্যভাবে পাউন্ডের মূল্যকে 1.3500 লেভেলের উপরে পৌঁছে দেবে। কিন্তু কোন মৌলিক কারণ কি বর্তমানে এই ধরনের মূল্য বৃদ্ধির সম্ভাবনাকে সমর্থন করছে? শক্তিশালী ভিত্তি ছাড়া পাউন্ডের মূল্য অনির্দিষ্টকালের জন্য বাড়তে পারবে না।

GBP/USD পেয়ারের 1H চার্টের বিশ্লেষণ

Exchange Rates 17.12.2024 analysis

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে GBP/USD পেয়ারের মূল্যের বিয়ারিশ প্রবণতা বজায় রয়েছে এবং কারেকশন ইতোমধ্যেই সম্পন্ন হয়ে থাকতে পারে।আমরা এখনও পাউন্ড স্টার্লিংয়ের মূল্যের ঊর্ধ্বমুখী মুভমেন্টের জন্য কোনও মৌলিক কারণ দেখতে পাচ্ছি না, তবে মাঝে মাঝে প্রযুক্তিগতভাবে কারেকশনের প্রয়োজন হতে পারে। বর্তমান ক্ষেত্রে, ইতোমধ্যেই এই পেয়ারের মূল্যের কারেকশন হয়েছে, তাই আমরা আশা করছি যে আগামী কয়েক সপ্তাহে আরও দরপতন ঘটবে। ব্যাংক অফ ইংল্যান্ড এবং ফেডারেল রিজার্ভের আসন্ন বৈঠকগুলো ডলারের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তবে এই সম্ভাবনা খুব কম।

১৩ ডিসেম্বরে আমরা ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলোকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছি: 1.2429-1.2445, 1.2516, 1.2605-1.2620, 1.2691-1.2701, 1.2796-1.2816, 1.2863, 1.2981-1.2987, 1.3050। সেনকৌ স্প্যান বি (1.2713) এবং কিজুন-সেন (1.2697) লাইনগুলোও সিগন্যালের উৎস হিসেবে কাজ করতে পারে। এই পেয়ারের মূল্য নির্ধারিত দিকে 20 পিপস মুভমেন্টের পর ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। মনে রাখবেন যে ইচিমোকু সূচকের লাইনগুলো দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, যা ট্রেডিং সিগন্যাল সনাক্ত করার সময় বিবেচনা করা উচিত।

মঙ্গলবার, যুক্তরাজ্য বেকারত্বের হার, জবলেস বেনিফিট ক্লেইমস এবং মজুরি বৃদ্ধি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে, যখন মার্কিন যুক্তরাষ্ট্র শিল্প উৎপাদন এবং খুচরা বিক্রয় সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। এই পাঁচটি প্রতিবেদন তেমন গুরুত্বপূর্ণ নয়, তবে এই প্রতিবেদনগুলোর ফলাফল ও পূর্বাভাসের মধ্যে উল্লেখযোগ্য ভিন্নতা দেখা গেলে এগুলোর প্রভাবে মার্কেটে শক্তিশালী মুভমেন্ট দেখা যেতে পারে। তাই আজ এই পেয়ারটির ক্ষেত্রে সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদনের ফলাফল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

চার্টের সূচকসমূহের বর্ণনা:

  • মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে না।
  • কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।
  • এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে।
  • হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।
  • COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.