empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

17.12.202415:06 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD পেয়ারের পর্যালোচনা, ১৭ ডিসেম্বর। যুক্তরাজ্যে ব্যাপকভাবে মজুরি বৃদ্ধি পেয়েছে

Relevance up to 03:00 UTC--5
ঘণ্টাভিত্তিক চার্টে সোমবার GBP/USD পেয়ারের মূল্য 1.2611–1.2620 এর সাপোর্ট জোন থেকে বাউন্স করে ঊর্ধ্বমুখী মুভমেন্ট শুরু করে। আজ পাউন্ডের মূল্য প্রায় 1.2709–1.2734 এর রেজিস্ট্যান্স জোন স্পর্শ করেছে। এই জোন থেকে বাউন্স করলে মার্কিন ডলার শক্তিশালী হয়ে 1.2611–1.2620 লেভেলের দিকে এই পেয়ারের দরপতন পুনরায় শুরু হতে পারে। মূল্য 1.2734 লেভেলের উপরে থাকা অবস্থায় ট্রেডিং সেশন শেষ হলে এই পেয়ারের আরও দর বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে, যা এই পেয়ারের মূল্যের 1.2788–1.2801 এর রেজিস্ট্যান্স জোনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করবে।

Exchange Rates 17.12.2024 analysis

এই পেয়ারের মূল্যের ওয়েভের পরিস্থিতি স্পষ্ট। শেষ ঊর্ধ্বমুখী ওয়েভটি পূর্ববর্তী শিখর ব্রেক করেছে, যেখানে নতুন নিম্নমুখী ওয়েভটি এখনও পূর্ববর্তী নিম্ন ব্রেক করেনি। ফলে, আনুষ্ঠানিকভাবে এই পেয়ারের মূল্যের বুলিশ প্রবণতা অটুট রয়েছে। তবে, আমি মনে করি এই বুলিশ প্রবণতাটি দুর্বল হতে পারে বা ইতোমধ্যেই শেষ হয়েছে। যাই হোক না কেন, গত কয়েক দিনে বেশ কিছু নির্ভুল সংকেত তৈরি হয়েছে। একটি নতুন বিয়ারিশ প্রবণতা শুরু করতে, পেয়ারটির মূল্যকে অবশ্যই 1.2611–1.2620 লেভেলের নিচে থাকা অবস্থায় ট্রেডিং সেশন শেষ হতে হবে।

সোমবার, পাউন্ডের মৌলিক পটভূমি ইউরো এবং মার্কিন ডলারের মতোই ছিল। তবে, 1.2611–1.2620 লেভেলের কাছাকাছি একটি শক্তিশালী গ্রাফিক্যাল সংকেত পেয়ে বুলিশ ট্রেডাররা সুবিধা পায়। যুক্তরাজ্যের PMI সূচকগুলো ইইউ বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একই ফলাফল দেখিয়েছে, দেশটির উৎপাদন খাত সংকুচিত হয়েছে, কিন্তু পরিষেবা খাত উন্নত হয়েছে।

আজ সকালে যুক্তরাজ্যে তিনটি নতুন প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দেশটির বেকারত্বের হার অপরিবর্তিত রয়েছে এবং বেকার ব্যক্তির সংখ্যা প্রত্যাশিত 28K পরিবর্তে মাত্র 0.3K বৃদ্ধি পেয়েছে। তবে সবচেয়ে বড় হতাশা ছিল গড় বেতন, যা পূর্বাভাসিত 4.6% পরিবর্তে 5.2% বেড়েছে। বেতনের শক্তিশালী বৃদ্ধি নির্দেশ করে যে যুক্তরাজ্যে আগামী মাসগুলোতে মূল্যস্ফীতি বৃদ্ধি পেতে পারে, যা ব্যাংক অফ ইংল্যান্ডের পক্ষে মুদ্রানীতি নমনীয় করা কার্যত অসম্ভব করে তুলবে। বুলিশ ট্রেডাররা অবিলম্বে এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী মোমেন্টাম সৃষ্টির জন্য প্রয়োজনীয় সমর্থন পেয়েছে।

Exchange Rates 17.12.2024 analysis

চার ঘণ্টার চার্টে, এই পেয়ারের মধ্যে মার্কিন ডলার বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে, এই পেয়ারের মূল্য 1.2728 লেভেলের 61.8% কারেকটিভ লেভেল ব্রেক করেছে এবং 1.2620 লেভেল পর্যন্ত নেমে এসেছে। আগেই যেমনটি সতর্ক করেছিলাম, 1.2620 লেভেল থেকে একটি বাউন্স শুরু হয়েছে। সামগ্রিকভাবে, চার ঘণ্টার চার্টে এই পেয়ারের মূল্যের বিয়ারিশ প্রবণতা অব্যাহত রয়েছে, আমি 1.2432 লেভেলের দিকে পাউন্ডের আরও দরপতনের প্রত্যাশা করছি। তবে, এজন্য একটি নতুন বিয়ারিশ সংকেত প্রয়োজন, যেমন 1.2728 লেভেল থেকে মূল্যের একটি বাউন্স।

কমিটমেন্ট অব ট্রেডার্স (COT) রিপোর্ট

Exchange Rates 17.12.2024 analysis

বিগত সপ্তাহে নন-কমার্শিয়াল ট্রেডারদের মার্কেট সেন্টিমেন্ট মূলত অপরিবর্তিত ছিল। লং পজিশনের সংখ্যা 4,707 বৃদ্ধি পেয়েছে, যেখানে শর্ট পজিশনের সংখ্যা 3,092 হ্রাস পেয়েছে। এই পেয়ারের ক্রেতারা এখনও সুবিধাজনক অবস্থানে রয়েছে, তবে সাম্প্রতিক মাসগুলোতে তাদের আধিপত্য কমতে শুরু করেছে। লং এবং শর্ট পজিশনের মধ্যকার ব্যবধান 27K-এ সংকুচিত হয়েছে, যা বর্তমানে 102K বনাম 75K।

আমার মতে, পাউন্ড এখনও আরও দরপতনের ঝুঁকিতে রয়েছে। COT রিপোর্টগুলো প্রায় প্রতি সপ্তাহেই এই পেয়ারের বিক্রেতাদের শক্তিশালী অবস্থানকে নির্দেশ করে। গত তিন মাসে লং পজিশনের সংখ্যা 160K থেকে 102K-এ নেমে এসেছে, যেখানে শর্ট পজিশনের সংখ্যা 52K থেকে 75K-এ বৃদ্ধি পেয়েছে। আমি বিশ্বাস করি প্রফেশনাল ট্রেডাররা লং পজিশন আরও কমাবে বা শর্ট পজিশন বাড়াবে, কারণ পাউন্ডের সমর্থনে থাকা বেশিরভাগ বিষয় ইতোমধ্যেই মার্কেটে বিবেচনা করা হয়েছে। টেকনিক্যাল বিশ্লেষণও পাউন্ডের দরপতনের সম্ভাবনাকে সমর্থন করে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের অর্থনৈতিক ক্যালেন্ডার

  • যুক্তরাজ্য – বেকারত্বের হার (07:00 UTC)
  • যুক্তরাজ্য – বেকারত্ব সুবিধা দাবির সংখ্যার পরিবর্তন (07:00 UTC)
  • যুক্তরাজ্য – গড় মজুরি হারের পরিবর্তন (07:00 UTC)
  • মার্কিন যুক্তরাষ্ট্র – খুচরা বিক্রয় (13:30 UTC)
  • মার্কিন যুক্তরাষ্ট্র – শিল্প উৎপাদন (14:15 UTC)

মঙ্গলবার, অর্থনৈতিক ক্যালেন্ডারে পাঁচটি গুরুত্বপূর্ণ ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে, যার প্রতিটিই কিছু না কিছু গুরুত্ব বহন করে। মৌলিক পটভূমি সারাদিন ধরে মার্কেট সেন্টিমেন্টকে মাঝারিভাবে প্রভাবিত করতে পারে।

GBP/USD পেয়ারের পূর্বাভাস এবং ট্রেডিংয়ের পরামর্শ

  • আজ 1.2709–1.2734 জোন থেকে বাউন্স করলে এই পেয়ার বিক্রি করুন, লক্ষ্যমাত্রা হবে 1.2611–1.2620।
  • 1.2611–1.2620 থেকে বাউন্স করলে এই পেয়ার ক্রয় করুন। নিকটবর্তী জোনটি ইতোমধ্যেই প্রায় টেস্ট করা হয়েছে।
  • আমি এই মুহূর্তে তড়িঘড়ি করে নতুন বাই পজিশনে এন্ট্রি প্রবেশ করা থেকে বিরত থাকব।

Fibonacci Levels

  • ঘণ্টাভিত্তিক চার্টে: ফিবোনাচ্চি লেভেলগুলো 1.3000 থেকে 1.3432 পর্যন্ত চিহ্নিত করা হয়েছে।

চার ঘন্টার চার্টে: ফিবোনাচ্চি লেভেলগুলো 1.2299 থেকে 1.3432 পর্যন্ত চিহ্নিত করা হয়েছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.