empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

19.12.202414:53 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: USD/CAD. বিশ্লেষণ এবং পূর্বাভাস

Relevance up to 06:00 2024-12-20 UTC--5

Exchange Rates 19.12.2024 analysis

আজ USD/CAD পেয়ারের মূল্য মার্চ 2020 থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ লেভেল থেকে স্থিতিশীল কারেকশন প্রদর্শন করছে।

দৈনিক চার্টে ওভারবট পরিস্থিতিতে মুনাফা নেওয়ার ফলে এই দরপতন ঘটেছে। তবে, বৃহত্তর মৌলিক প্রেক্ষাপট এখনও এই পেয়ারের মূল্যের বুলিশ প্রবণতার ইঙ্গিত দেয়। আগামী বছরে ফেডারেল রিজার্ভের আর্থিক নীতিমালা নমনীয় করার ক্ষেত্রে সতর্ক মনোভাব মার্কিন ট্রেজারি বন্ডের ইয়েল্ড বৃদ্ধিতে সহায়ক হয়েছে। পাশাপাশি, ভূরাজনৈতিক ঝুঁকি এবং বাণিজ্য যুদ্ধের আশঙ্কা মার্কিন ডলারকে আরও শক্তিশালী করছে। অন্যদিকে, কানাডার রাজনৈতিক অস্থিরতা, ব্যাংক অব কানাডার ডোভিশ বা নমনীয় নীতি এবং অপরিশোধিত তেলের দরপতন পণ্য-সম্পর্কিত কানাডিয়ান ডলারকে দুর্বল করে USD/CAD পেয়ারের নিম্নমুখী হওয়ার প্রবণতা সীমিত করছে।

প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে রিলেটিভ স্ট্রেংথ ইনডেক্স (RSI) এখনও 70-এর উপরে রয়েছে, যা ওভারবট স্ট্যাটাস নির্দেশ করে। তবুও, এই পেয়ারের মূল্য বহু-সপ্তাহের অ্যাসেন্ডিং চ্যানেল ব্রেক করায় এটি বুলিশ সিগন্যাল হিসেবে বিবেচিত হয়েছে, যা নিম্নমুখী কারেকশনের ক্ষেত্রে এই পেয়ার ক্রয়ের সম্ভাবনাকে জোরালো করে। এই কারণে, কারেকশনের অংশ হিসেবে 1.4400 এর সাইকোলজিক্যাল লেভেলের নিচে আরও দরপতন ঘটলেও, মূল্য সম্ভবত অ্যাসেন্ডিং ট্রেন্ড চ্যানেলের ব্রেকআউট পয়েন্টের কাছাকাছি শক্তিশালী সাপোর্ট পাবে।

1.4300 এর রাউন্ড লেভেলটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হিসেবে কাজ করবে। মূল্য সুস্পষ্টভাবে এই লেভেল ব্রেক করে নিচের দিকে গেলে সেটি প্রযুক্তিগতভাবে এই পেয়ার বিক্রির চাপ সৃষ্টি করতে পারে, যা পেয়ারের দরপতন ঘটিয়ে 1.4250 এর হরাইজন্টাল সাপোর্ট জোনের দিকে নিয়ে যেতে পারে। নিম্নমুখী প্রবণতা আরও প্রসারিত হয়ে এই পেয়ারের মূল্য 1.4220-1.4215 জোনে এবং 1.4200 এর সাইকোলজিক্যাল লেভেলে পৌঁছাতে পারে।

Exchange Rates 19.12.2024 analysis

অপরদিকে, 1.4450 লেভেলটি একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। 1.4450-1.4465 জোনে উপরে ক্রমাগত এই পেয়ার ক্রয়ের চাপ মূল্যকে পুনরায় 1.4500 এর সাইকোলজিক্যাল লেভেল টেস্ট করার পথ তৈরি করবে। আরও ঊর্ধ্বমুখী মুভমেন্ট এই পেয়ারের স্পট মূল্যের বৃদ্ধি ঘটিয়ে 1.4560 ইন্টারমিডিয়েট রেজিস্ট্যান্সের দিকে নিয়ে যেতে পারে, এবং শেষ পর্যন্ত 1.4600 এর রাউন্ড লেভেল এবং মূল্যের মার্চ 2020-এর সর্বোচ্চ 1.4665-1.4670 জোনে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.