empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

24.12.202407:19 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD পেয়ারের পর্যালোচনা: ২৪ ডিসেম্বর। ছুটির দিন কোন বাধা হিসেবে বিবেচিত হচ্ছে না

Exchange Rates 24.12.2024 analysis

সোমবার GBP/USD কারেন্সি পেয়ার দরপতনের সম্মুখীন হয়েছে, যা আমাদের প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল। সোমবার আমরা উল্লেখ করেছি যে, শুক্রবার ব্রিটিশ পাউন্ডের মূল্যের 100 পিপস বৃদ্ধির জন্য কোন দৃঢ় মৌলিক কারণ ছিল না। আমরা প্রত্যাশা করেছিলাম যে, সোমবার মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকবে, বিশেষ করে যেহেতু গত সপ্তাহে নতুন মৌলিক কারণ উদ্ভূত হয়েছে যা পাউন্ডের উপর চাপ সৃষ্টি করতে পারে। এটি স্পষ্ট হয়ে গেছে যে, ফেডারেল রিজার্ভ সম্ভবত 2025 সালে মাত্র দুইবার সুদের হার কমাবে। তদুপরি, ফেডের মুদ্রানীতি কমিটির কিছু বিশেষজ্ঞ এবং সদস্য মনে করেন যে এমনকি মাত্র একবার সুদের হার কমানোই যথেষ্ট হতে পারে।

মার্কেটের ট্রেডাররা পূর্বে 2024 সালে 6 বা 7 বার 0.25% করে সুদের হার কমানোর পূর্বাভাস দিয়েছিল। আমরা পাঠকদের মনে করিয়ে দিতে চাই যে মার্কেটের ট্রেডাররা ব্যাপক মাত্রায় মুদ্রানীতির নমনীয়করণ চক্রের প্রত্যাশা করেছিল। তবে, এখন এটি স্পষ্ট যে, ফেড অনেক ধীরগতিতে আর্থিক নীতিমালার নমনীয়করণের দিকে এগোবে। 2024 জুড়ে, আমরা ধারাবাহিকভাবে মার্কিন অর্থনীতির শক্তিশালী পরিস্থিতির কথা তুলে ধরেছি। নির্ভরযোগ্য পূর্বাভাস দেয়ার জন্য আমাদের মৌলিক এবং সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপট সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। মার্কিন অর্থনীতি ইউরোজোন এবং ব্রিটেনের অর্থনীতির তুলনায় উল্লেখযোগ্যভাবে শক্তিশালী অবস্থায় রয়েছে। এই ধরনের পরিস্থিতি ফেডকে মুদ্রাস্ফীতিকয়ে লক্ষ্যমাত্রায় নামিয়ে আনার জন্য অপেক্ষা করার সুবিধা দিচ্ছে, যা ব্যাংক অব ইংল্যান্ড (BoE) এবং ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের নেই।

এই পরিস্থিতি ডলারকে আরও আকর্ষণীয় মুদ্রায় পরিণত করেছে। যদিও গত দুই বছর ধরে বিয়ারিশ প্রবণতার কারণে ডলারের মূল্য নিম্নমুখী হয়েছে, এখন বৈশ্বিক বিয়ারিশ প্রবণতা বিপরীতমুখী হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় সব সূচক ডলারের মূল্যের শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে, যা 2024 সালে স্পষ্ট হয়েছে। ব্যাংক অব ইংল্যান্ডের অবস্থান দুটি প্রধান কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, ব্যাংকটির মুদ্রানীতি কমিটি সাম্প্রতিক বৈঠকে প্রত্যাশার চেয়ে বেশি ডোভিশ বা নমনীয় অবস্থান নিয়েছে। দ্বিতীয়ত, ব্যাংক অব ইংল্যান্ড বর্তমান ধীর গতিতে নীতিমালা প্রণয়নের বিষয়টি এই ইঙ্গিত দেয় যে শেষ পর্যন্ত ব্যাংকটি দ্রুত পদক্ষেপ নিতে পারে। এক সময়ে, ধীর বা দ্রুত গতিতে হোক ব্যাংক অব ইংল্যান্ড সম্ভবত তার মূল সুদের হার কমাবে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে, ব্যাংক অব ইংল্যান্ডের সুদের হার 4%-এর কাছাকাছি "নিরপেক্ষ স্তরে" বজায় রাখা অসম্ভব বলে মনে হয়, যা ফেড বজায় রাখতে সক্ষম।

ফলে, আমরা পূর্বাভাস দিচ্ছি যে পাউন্ডের মূল্য 1.1800 লেভেলের কাছাকাছি থাকবে, যা আমরা বছরের শুরু থেকে উল্লেখ করেছি। যদি বৈশ্বিক বিয়ারিশ প্রবণতা অব্যাহত থাকে, তাহলে পাউন্ডের মূল্য আগামী কয়েক বছরে ডলারের সাথে প্যারিটি লেভেলে নেমে যেতে পারে। যদিও এই ধরনের পরিস্থিতির কল্পনা করা কঠিন, অতীতের ঘটনা যেমন তেলের দামের শক এবং নেগেটিভ ক্রুড ভ্যালুয়েশন প্রমাণ করেছে যে যেকোন কিছু সম্ভব। এই সপ্তাহে পাউন্ডের মূল্য 1.2300 লেভেলে নেমে যেতে পারে।

Exchange Rates 24.12.2024 analysis

গত পাঁচ দিনের ট্রেডিংয়ে GBP/USD পেয়ারের মূল্যের গড় ভোলাটিলিটি হচ্ছে 121 পিপস, যা এই পেয়ারের জন্য "উচ্চ" হিসেবে বিবেচিত। মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, আমরা প্রত্যাশা করছি যে মূল্য 1.2394 এবং 1.2636 লেভেলের মধ্যে ওঠানামা করবে। হায়ার লিনিয়ার রিগ্রেশন চ্যানেল নিম্নমুখী, যা বিয়ারিশ প্রবণতা নির্দেশ করে। যদিও CCI সূচক সম্প্রতি আবারও ওভারসোল্ড জোনে প্রবেশ করেছে, এখনও পাউন্ডের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকবে বলে মনে হচ্ছে, যেমনটি আমরা পূর্বেও উল্লেখ করেছি। বিয়ারিশ প্রবণতায় ওভারসোল্ড স্ট্যাটাস সাধারণত কেবলমাত্র কারেকশনের সংকেত হিসেবে বিবেচিত হতে পারে। তদুপরি, এই সূচকে উল্লেখিত বুলিশ ডাইভারজেন্স সম্ভাব্য কারেকশনের ইঙ্গিত দেয়।

নিকটতম সাপোর্ট লেভেল:

  • S1 – 1.2451

নিকটতম রেজিস্ট্যান্স লেভেল:

  • R1 – 1.2573
  • R2 – 1.2695
  • R3 – 1.2817

ট্রেডিংয়ের পরামর্শ:

বর্তমানে GBP/USD পেয়ারের মূল্যের বিয়ারিশ প্রবণতা বিরাজ করছে, যদিও এটি কিছু কারেকশনের সম্মুখীন হচ্ছে। আমরা এই মুহূর্তে লং পজিশন নেওয়ার পরামর্শ দিচ্ছি না, কারণ আমরা বিশ্বাস করি যে ব্রিটিশ মুদ্রার মূল্য বৃদ্ধির সম্ভাবনা প্রভাবিত করতে পারে এমন সম্ভাব্য সব কারণ ইতিমধ্যে মার্কেটে মূল্যায়ন করা হয়েছে। তবে, যদি আপনি প্রযুক্তিগত বিশ্লেষণের উপর ভিত্তি করে ট্রেড করেন, তাহলে মূল্য মুভিং অ্যাভারেজ লাইনের উপরে অবস্থানের ক্ষেত্রে 1.2817 লক্ষ্যমাত্রায় লং পজিশন বিবেচনা করা যেতে পারে। বর্তমানে, শর্ট পজিশন বেশি প্রাসঙ্গিক, যেক্ষেত্রে 1.2451 এবং 1.2394 এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চিত্রের ব্যাখা:

  • লিনিয়ার রিগ্রেশন চ্যানেল - বর্তমান প্রবণতা নির্ধারণ করতে সাহায্য করে। যদি উভয়ই একই দিকে পরিচালিত হয়, তাহলে এর অর্থ হল বর্তমানে প্রবণতা শক্তিশালী।
  • মুভিং এভারেজ লাইন (সেটিংস 20.0, স্মুথেদ) – স্বল্পমেয়াদী প্রবণতা এবং বর্তমানে কোন দিকে ট্রেডিং করা উচিত তা নির্ধারণ করে।
  • মারে লেভেল - মুভমেন্ট এবং কারেকশনের লক্ষ্য মাত্রা।
  • অস্থিরতার মাত্রা (লাল লাইন) - সম্ভাব্য প্রাইস চ্যানেল যেখানে এই পেয়ারের মূল্য পরের দিন অবস্থান করবে, যা বর্তমান অস্থিরতা সূচকের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
  • সিসিআই সূচক – এই সূচকের ওভারসোল্ড জোনে (-250-এর নীচে) বা ওভারবট জোনে (+250-এর উপরে) প্রবেশের মানে হল যে চলমান প্রবণতা বিপরীতমুখী হতে যাচ্ছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.