empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

02.01.202508:49 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: GBP/USD পেয়ারের ট্রেডিংয়ের পরামর্শ এবং বিশ্লেষণ, ২ জানুয়ারি: পাউন্ডের মূল্য একটি হরাইজন্টাল চ্যানেলের মধ্যে রয়েছে

GBP/USD পেয়ারের 5-মিনিটের চার্টের বিশ্লেষণ

Exchange Rates 02.01.2025 analysis

মঙ্গলবার, নিম্নমুখী প্রবণতার সাথে GBP/USD কারেন্সি পেয়ারের ট্রেড করা হয়েছে এবং ইতোমধ্যে এই পেয়ারের মূল্য 1.2516 লেভেল ব্রেক করে গেছে, যা ষষ্ঠবারের মতো ফ্ল্যাট চ্যানেলের নিম্ন সীমানা হিসেবে বিবেচিত হতে পারে। ফলে, এই লেভেল থেকে একটি রিবাউন্ড এবং 1.2605–1.2620 এরিয়ার দিকে পুনরায় ঊর্ধ্বমুখী মুভমেন্টের সম্পূর্ণ সম্ভাবনা রয়েছে। মূল্য এখনও ফ্ল্যাট রেঞ্জ থেকে বের হয়নি, তাই নিম্নমুখী প্রবণতার পুনরায় শুরু হওয়ার আশা করার সময় এখনও আসেনি। তবে নতুন বছরের শুরুতে ট্রেডারদের পাউন্ড বিক্রি করতে শুরু করার জন্য কোনো বাধা নেই। আমরা মধ্যমেয়াদে ব্রিটিশ মুদ্রার আরও দরপতনের প্রত্যাশা করছি, অন্তত 20 জানুয়ারি পর্যন্ত, যখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। যদিও নির্দিষ্ট পরিবর্তনগুলো কখন এবং কীভাবে ঘটবে তা পূর্বাভাস দেওয়া কঠিন, এমন পরিবর্তন অবশ্যই অবশ্যম্ভাবী।

মঙ্গলবার, 5-মিনিটের টাইমফ্রেমে বেশ কয়েকটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল, যেগুলোর সবই গুরুত্বপূর্ণ কিজুন-সেন লাইনের কাছাকাছি গঠিত হয়েছিল। এই সিগন্যালগুলো অস্বাভাবিকভাবে অস্পষ্ট ছিল এবং দৈনিক মুভমেন্ট খুবই এলোমেলো ছিল। ফলস্বরূপ, আমরা এই সিগন্যালগুলোর উপর ভিত্তি করে ট্রেডিং করার পরামর্শ দেইনি। সম্ভবত, স্বাভাবিকভাবেই কেউ 31 ডিসেম্বর মার্কেটে এন্ট্রি নেওয়ার কথা ভাবেনি। শেষ পর্যন্ত, এই সিগন্যালগুলো দুর্বল প্রমাণিত হয়েছে, যার ফলে এগুলো থেকে মুনাফা অর্জন করা কঠিন ছিল। নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে, এটি মূল্যায়ন করা গুরুত্বপূর্ণ যে মার্কেটে পুনরায় নিম্নমুখী প্রবণতা শুরু হওয়ার জন্য প্রস্তুত কি না।

COT রিপোর্ট

Exchange Rates 02.01.2025 analysis

ব্রিটিশ পাউন্ডের সর্বশেষ কমিটমেন্টস অব ট্রেডার্স (COT) রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে কমার্শিয়াল ট্রেডারদের সেন্টিমেন্ট ধারাবাহিকভাবে পরিবর্তিত হচ্ছে। লাল এবং নীল লাইন, যা কমার্শিয়াল এবং নন-কমার্শিয়াল ট্রেডারদের নেট পজিশন প্রতিফলিত করে, প্রায়শই একে অপরকে ছেদ করছে এবং বেশিরভাগ ক্ষেত্রে, শূন্যের কাছাকাছি রয়েছে। সম্প্রতি, মূল্য প্রথমে 1.3154 লেভেল ব্রেক করেছে এবং তারপরে ট্রেন্ডলাইনে ফিরে এসেছে। ট্রেন্ডলাইনের নিচে মূল্যের কনসলিডেশনের সম্ভাবনা রয়েছে। এটি থেকে মূল্য প্রথম রিবাউন্ডটি (টেকনিক্যালি, চতুর্থ প্রচেষ্টা) খুব দুর্বল ছিল। চার্ট দেখে মনে হচ্ছে পরবর্তী প্রচেষ্টা সফল হতে পারে, তারপর এই পেয়ারের তীক্ষ্ণ দরপতনের সম্ভাবনা রয়েছে।

ব্রিটিশ পাউন্ডের সর্বশেষ COT রিপোর্ট অনুসারে, "নন-কমার্শিয়াল" গ্রুপ 14,500টি বাই কন্ট্রাক্ট এবং 9,000টি সেল কন্ট্রাক্ট ক্লোজ করেছে, যার ফলে এ সপ্তাহে আরও নেট পজিশনের সংখ্যা 5,500টি কন্ট্র্যাক্ট কমেছে।

মৌলিক পটভূমি অনুযায়ী এখনও মার্কেটে দীর্ঘমেয়াদে পাউন্ড স্টার্লিংয়ের ক্রয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না। বিপরীতে, বিশ্বব্যাপী পাউন্ডের মূল্যের নিম্নমুখী প্রবণতা পুনরায় শুরু হওয়ার বাস্তব সুযোগ রয়েছে। আপাতত, ট্রেন্ডলাইন পাউন্ডের আরও দরপতনে বাধা সৃষ্টি করছে। যাইহোক, যদি ট্রেন্ডলাইনের কারণে মূল্য না কমে, তাহলে 1.3500 এর উপরে আরেকটি ঊর্ধ্বমুখী মুভমেন্ট দেখা যেতে পারে। কিন্তু কোন মৌলিক কারণ কি বর্তমানে এই ধরনের পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে? সর্বোপরি, শক্তিশালী ভিত্তি ছাড়া পাউন্ডের মূল্য অনির্দিষ্টকালের জন্য বাড়তে পারে না।

GBP/USD পেয়ারের 1H চার্টের বিশ্লেষণ

Exchange Rates 02.01.2025 analysis

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, সামগ্রিকভাবে GBP/USD পেয়ারের মূল্যের বিয়ারিশ প্রবণতা দেখা যাচ্ছে, যদিও ব্রিটিশ মুদ্রাটির মূল্য একটি হরাইজন্টাল চ্যানেলের মধ্যে রয়েছে। বর্তমানে, মাঝে মাঝে টেকনিক্যাল কারেকশন ছাড়া পাউন্ডের উল্লেখযোগ্য মূল্য বৃদ্ধি ঘটাতে পারে এমন কোনো গুরুত্বপূর্ণ কারণ নেই। যদিও ব্যাংক অফ ইংল্যান্ড এবং ফেডারেল রিজার্ভের বৈঠকগুলো ডলারের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারত, সেগুলো শেষ পর্যন্ত পাউন্ডের উপর চাপ সৃষ্টি করেছে। মধ্যমেয়াদে, আমরা ব্রিটিশ মুদ্রার আরও দরপতনের প্রত্যাশা করছি।

২ জানুয়ারির জন্য, আমরা ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত গুরুত্বপূর্ণ লেভেলগুলো তুলে ধরছি: 1.2349, 1.2429–1.2445, 1.2516, 1.2605–1.2620, 1.2691–1.2701, 1.2796–1.2816, 1.2863, এবং 1.2981–1.2987। সেনকৌ স্প্যান বি (1.2600) এবং কিজুন-সেন (1.2552)লাইনগুলোও সিগন্যালের উৎস হিসেবে কাজ করতে পারে। এই পেয়ারের মূল্য নির্ধারিত দিকে 20 পিপস মুভমেন্টের পর ব্রেকইভেনে স্টপ লস সেট করুন। মনে রাখবেন যে ইচিমোকু সূচকের লাইনগুলো দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, যা ট্রেডিং সিগন্যাল সনাক্ত করার সময় বিবেচনা করা উচিত।

যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রে ম্যানুফ্যাকচারিং PMI-এর দ্বিতীয় অনুমান প্রকাশ করা হবে, যা আমরা গুরুত্বের দিক থেকে গৌণ হিসেবে বিবেচনা করছি। এছাড়াও, যুক্তরাষ্ট্রে জবলেস ক্লেইমস সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে, যেটিকে আমরা তেমন গুরুত্বপূর্ণ বলে মনে করছি না।

চার্টের সূচকসমূহের বর্ণনা:

  • মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে না।
  • কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।
  • এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে।
  • হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।
  • COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.