empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

06.01.202506:33 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD পেয়ারের ট্রেডিংয়ের পরামর্শ এবং বিশ্লেষণ, ৬ জানুয়ারি: উল্লেখযোগ্য দর বৃদ্ধির কোন সম্ভাবনা ছাড়াই ইউরোর মূল্যের কারেকশন হচ্ছে

EUR/USD পেয়ারের 5M চার্টের বিশ্লেষণ

Exchange Rates 06.01.2025 analysis

বৃহস্পতিবারের তীব্র দরপতনের পরে শুক্রবার EUR/USD পেয়ারের মূল্যের ধীরগতির ঊর্ধ্বমুখী কারেকশন অব্যাহত ছিল। তবে, ইউরোর মূল্যের এই সাম্প্রতিক বৃদ্ধি মার্কেটে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন নির্দেশ করে না; এটি শুধুমাত্র একটি কারেকশন বা পুলব্যাক, যা আরও বড় কিছুতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রতিটি প্রবণতার একসময় সমাপ্তি ঘটে, কিন্তু আপাতত বর্তমান বিয়ারিশ প্রবণতা শেষ হবে বলে মনে করার কোনো কারণ নেই। ছুটির সময়কালে, EUR/USD পেয়ার কার্যকরভাবে একটি কনসোলিডেশন পর্যায়ে ছিল, তবে এখন প্রবণতাভিত্তিক মুভমেন্ট পুনরায় শুরু হয়েছে। ২০২৪ সালের জুড়ে আমরা উল্লেখ করেছি যে, ইউরো $1.00–$1.02 রেঞ্জের মধ্যে ট্রেড করবে বলে আশা করা হচ্ছে, যা প্রায়শই দেখা যাচ্ছে।

শুক্রবার, মার্কিন ডলারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারত। একমাত্র উল্লেখযোগ্য প্রতিবেদন ISM ম্যানুফ্যাকচারিং PMI প্রতিবেদনের ফলাফল প্রত্যাশা ছাড়িয়ে গিয়েছিল, যা মার্কেটে ডলার কেনার জন্য একটি কারণ প্রদান করেছিল। তবে, মার্কেটের ট্রেডাররা পরপর দ্বিতীয় দিনের মতো ইউরো বিক্রির জন্য প্রয়োজনীয় মোমেন্টাম হয়তো অর্জন করতে পারেনি। ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে প্রযুক্তিগত চিত্র এখনও আরও দরপতনের সম্ভাবনা নির্দেশ করে।ক্রিটিক্যাল লাইনের দিকে এই পেয়ারের মূল্যের কারেকশন হতে পারে এবং বিয়ারিশ প্রবণতা সম্ভবত অব্যাহত থাকবে।

শুক্রবার, ৫-মিনিটের টাইমফ্রেমে শুধুমাত্র একটি ট্রেডিং সিগন্যাল গঠিত হয়েছিল। ইউরোপীয় ট্রেডিং সেশনের সময়, মূল্য 1.0269 লেভেল থেকে রিবাউন্ড করে এবং দিনের শেষ নাগাদ ৩০ থেকে ৪০ পিপস বৃদ্ধি পায়। যদিও এটি কোন উল্লেখযোগ্য মুভমেন্ট ছিল না, এটি কেবল সহজে লাভ করার একটি সুযোগ প্রদান করেছিল। সারাদিনে আর কোনো ট্রেডিং সিগন্যাল গঠিত হয়নি। এছাড়াও, সোমবার এবং মঙ্গলবার এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে, যেখানে মূল্য 1.0340 লেভেলে পৌঁছাতে পারে, যেখানে ক্রিটিক্যাল লাইন কিজুন-সেন অবস্থিত।

COT রিপোর্ট

Exchange Rates 06.01.2025 analysis

২৪ ডিসেম্বর প্রকাশিত সর্বশেষ কমিটমেন্ট অব ট্রেডার্স (সিওটি) রিপোর্ট অনুযায়ী, নন-কমার্শিয়াল ট্রেডারদের অবস্থানে পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। যদিও তাদের নেট পজিশনের সংখ্যা বেশ দীর্ঘ সময়ের জন্য ঊর্ধ্বমুখী ছিল, বিক্রেতারা সম্প্রতি মার্কেটে আধিপত্য বিরাজ করছে। দুই মাস আগে, কমার্শিয়াল ট্রেডারদের শর্ট পজিশনের সংখ্যা বেড়েছে, যার ফলে দীর্ঘ সময়ের মধ্যে প্রথমবারের মতো নেট পজিশনের সংখ্যা নেতিবাচক হয়েছে। এটি এই ইঙ্গিত দেয় যে এখন ইউরো কেনার চেয়ে বেশি বেশি বিক্রি করা হচ্ছে।

আমরা এখনও ইউরোর মূল্য বৃদ্ধি ঘটাতে পারে এমন কোন মৌলিক কারণ দেখতে পাচ্ছি না। বেশ অনেক দিন ধরেই, প্রযুক্তিগত বিশ্লেষণ এই ইঙ্গিত দেয় যে এই পেয়ারের মূল্য কনসলিডেশন জোনে রয়েছে, যা মার্কেটে সাইডওয়েজ মুভমেন্ট সৃষ্টি করছে। সাপ্তাহিক টাইমফ্রেমে, এটা স্পষ্ট যে ডিসেম্বর 2022 থেকে, 1.0448 এবং 1.1274 এর মধ্যে এই কারেন্সি পেয়ারের ট্রেড করা হচ্ছে। যাইহোক, সম্প্রতি এই পেয়ারের মূল্য 1.0448 এর লেভেল ব্রেক করে নিচের দিকে যাওয়ায় আরও দরপতনের নতুন সুযোগ তৈরি হয়েছে।

বর্তমানে, COT চার্টে লাল এবং নীল লাইনগুলো একে অপরকে অতিক্রম করেছে এবং অবস্থান পরিবর্তন করেছে, যা মার্কেটে বিয়ারিশ প্রবণতা নির্দেশ করছে। সর্বশেষ সাপ্তাহিক রিপোর্ট অনুযায়ী, "নন-কমার্শিয়াল" গ্রুপে লং পজিশনের সংখ্যা 6,800 বৃদ্ধি পেয়েছে, যেখানে শর্ট পজিশনের সংখ্যা 9,400 বৃদ্ধি পেয়েছে, যার ফলে নেট পজিশনের সংখ্যা আরও প্রায় 2,600 কমে গিয়েছে।

EUR/USD পেয়ারের 1H চার্টের বিশ্লেষণ

Exchange Rates 06.01.2025 analysis

ঘণ্টাভিত্তিক টাইমফ্রেমে, এই কারেন্সি পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা পুনরায় শুরু হয়েছে। আমরা মনে করি যে এই দরপতন মধ্যমেয়াদে চলমান থাকবে। ফেডারেল রিজার্ভ ২০২৫ সালে মাত্র ১ থেকে ২ বার সুদের হার কমানোর পরিকল্পনা করছে, যা ট্রেডারদের বর্তমান প্রত্যাশার তুলনায় আরও হকিশ বা কঠোর অবস্থান নির্দেশ করে। ইউরোর উল্লেখযোগ্য শক্তিশালী হওয়ার কোনো যৌক্তিক কারণ আমরা দেখতে পাচ্ছি না।

৬ জানুয়ারির জন্য আমরা ট্রেডিংয়ের জন্য নিম্নলিখিত লেভেলগুলোকে তুলে ধরছি - 1.0195, 1.0269, 1.0340-1.0366, 1.0485, 1.0585, 1.0658-1.0669, 1.0757, 1.0797, 1.0843, 1.0889, এবং সেনকৌ স্প্যান বি লাইন (1.0440) এবং কিজুন-সেন লাইন (1.0342) রয়েছে। মনে রাখবেন যে ইচিমোকু সূচকের লাইনগুলো দিনের বেলা অবস্থান পরিবর্তন করতে পারে, যা ট্রেডিং সিগন্যাল সনাক্ত করার সময় বিবেচনা করা উচিত। সিগন্যালটি ভুল প্রমাণিত হলে সম্ভাব্য লোকসানের হাত থেকে সুরক্ষা পেতে এই পেয়ারের মূল্য নির্ধারিত দিকে 20 পিপস মুভমেন্টের পর ব্রেকইভেনে স্টপ লস সেট করুন।

আজ দিনের প্রধান প্রতিবেদন হবে জার্মানির মুদ্রাস্ফীতি প্রতিবেদন, যা আগামীকাল প্রকাশিতব্য ইউরোজোন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের পূর্বাভাস নির্ধারণে সহায়ক হতে পারে। তবে, জার্মানির মুদ্রাস্ফীতির প্রতিবেদন মার্কেটে সীমিত প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। তেমনি, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরিষেবা খাতের PMI-এর দ্বিতীয় অনুমান সংক্রান্ত প্রতিবেদনের প্রভাবেও ট্রেডারদের থেকে শক্তিশালী প্রতিক্রিয়া প্রত্যাশা করা হচ্ছে না। সামগ্রিকভাবে, ক্রিটিক্যাল লাইনের দিকে এই কারেন্সি পেয়ারের মূল্যের পুনরুদ্ধার অব্যাহত থাকতে পারে।

চার্টের সূচকসমূহের বর্ণনা:

  • মূল্যের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে গাঢ় লাল লাইন, যার কাছাকাছি মুভমেন্ট শেষ হতে পারে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে না।
  • কিজুন-সেন এবং সেনকৌ স্প্যান বি লাইন হল ইচিমোকু সূচকের লাইন, যা 4-ঘন্টা থেকে এক ঘন্টার চার্টে সরানো হয়েছে। এগুলো শক্তিশালী লাইন।
  • এক্সট্রিম লেভেল হল হালকা লাল লাইন যেখান থেকে মূল্য আগে বাউন্স করেছে। এগুলো ট্রেডিং সিগন্যাল প্রদান করে।
  • হলুদ লাইন হল ট্রেন্ড লাইন, ট্রেন্ড চ্যানেল এবং অন্য কোন প্রযুক্তিগত নিদর্শন।
  • COT চার্টে সূচক 1 প্রতিটি শ্রেণীর ট্রেডারদের নেট পজিশনের আকার প্রতিফলিত করে,

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.