empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

13.01.202508:54 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD: মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি, এবং আরও মুদ্রাস্ফীতি

এই সপ্তাহটি EUR/USD ট্রেডারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শীঘ্রই যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মুদ্রাস্ফীতির প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে। এই প্রতিবেদনগুলো শুধুমাত্র ফেডারেল রিজার্ভের জানুয়ারির বৈঠকের ফলাফলের ওপর প্রভাব ফেলবে না—যা অনেকাংশে প্রত্যাশিত—বরং মার্চের বৈঠকেও প্রভাব ফেলবে। গত শুক্রবার প্রকাশিত নন-ফার্ম পে-রোলের প্রতিবেদনের শক্তিশালী ফলাফল এই ইঙ্গিত দেয় যে মার্চ মাসে ফেড "অপেক্ষা-এবং-পর্যবেক্ষণের" অবস্থান গ্রহণ করতে পারে। তবে, মার্কেটে এখনও কিছুটা অনিশ্চয়তা রয়ে গেছে। CME FedWatch টুল অনুযায়ী, জানুয়ারিতে সুদের হার হ্রাসে বিরতির সম্ভাবনা 95%, তবে মার্চে এটি মাত্র 58%। মুদ্রাস্ফীতি প্রতিবেদনগুলো যদি পূর্বাভাস অনুযায়ী আসে বা "ঊর্ধ্বমুখী" থাকে, তবে বর্তমান অবস্থান বজায় রাখার দিকেই ফেডের সিদ্ধান্ত ঝুঁকতে পারে।

Exchange Rates 13.01.2025 analysis

মঙ্গলবার, ১৪ জানুয়ারি: উৎপাদক মূল্য সূচক (PPI)

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রোডিউসার প্রাইস ইনডেক্স (PPI) বা উৎপাদক মূল্য সূচক প্রকাশিত হবে যা সম্প্রতি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী এই সূচকের ফলাফল ডলারের ক্রেতাদের পক্ষে কাজ করবে। ডিসেম্বরের প্রধান PPI বার্ষিক ভিত্তিতে 3.1%-এ পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে, যা 2023 সালের মার্চের পর থেকে সর্বোচ্চ স্তর। মাসিক ভিত্তিতে, এই সূচক 0.5% বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা অক্টোবর এবং নভেম্বরের ঊর্ধ্বমুখী প্রবণতার ধারাবাহিকতা নির্দেশ করে।

মূল PPI, যা গত দুই মাস ধরে বার্ষিক ভিত্তিতে 3.4%-এ স্থিতিশীল রয়েছে, ডিসেম্বরেও একই স্তরে থাকতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বুধবার, ১৫ জানুয়ারি: ভোক্তা মূল্য সূচক (CPI)

বুধবার এ সপ্তাহের প্রধান সামষ্টিক অর্থনৈতিক প্রতিবেদন, মার্কিন ভোক্তা মূল্য সূচক বা CPI প্রকাশিত হবে। প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী প্রধান মুদ্রাস্ফীতি মাসিক ভিত্তিতে 0.4% বৃদ্ধি পেতে পারে, যা 2024-এর মার্চের পর থেকে সর্বোচ্চ বৃদ্ধি, এবং বার্ষিক ভিত্তিতে 2.9%-এ পৌঁছাতে পারে, যা 2024-এর জুলাইয়ের পর সর্বোচ্চ। দেশটির ভোক্তা মূল্য সূচক টানা দুই মাস (অক্টোবর এবং নভেম্বর) ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে এবং ডিসেম্বরেও এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মূল ভোক্তা মূল্য সূচক, যা গত তিন মাস ধরে 3.3%-এ স্থিতিশীল রয়েছে, তা বৃদ্ধি পেয়ে 3.4%-এ পৌঁছাতে পারে বা একই অবস্থানে থাকতে পারে বলে বিশ্লেষকরা অনুমান করছেন।

মুদ্রাস্ফীতির প্রাথমিক পূর্বাভাস ফেডারেল রিজার্ভের জন্য হতাশাজনক। যদি CPI এবং PPI পূর্বাভাস অনুযায়ী আসে—বা "ঊর্ধ্বমুখী" থাকে—তাহলে ডলার উল্লেখযোগ্য সমর্থন পাবে। এই পরিস্থিতিতে, 2025 সালে প্রথমবারের মতো সুদের হার কমানোর প্রত্যাশিত তারিখ অন্তত মে পর্যন্ত পেছাতে পারে।

তবে, আসন্ন সপ্তাহের অর্থনৈতিক ক্যালেন্ডারে শুধুমাত্র এই দুটি প্রতিবেদন অন্তর্ভুক্ত নয়। এই প্রতিবেদনগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এগুলো EUR/USD সহ সব ডলার পেয়ারগুলোর ট্রেডিংকে প্রভাবিত করবে। আমরা ট্রেডারদের জন্য অন্যান্য গুরুত্বপূর্ণ কারেন্সি পেয়ারগুলোর বিষয়েও আলোচনা করব।

সোমবার

এ সপ্তাহের ট্রেডিংয়ের শুরুতে চীনের সংবাদগুলোর দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ, বিশেষ করে বৈদেশিক বাণিজ্যের সূচক প্রকাশের ক্ষেত্রে।

মার্কিন ট্রেডিং সেশনে, মার্কিন বাজেট বাস্তবায়নের মাসিক প্রতিবেদন প্রকাশিত হবে। এই প্রতিবেদনে বাজেট রাজস্ব এবং সরকারি ব্যয়ের মধ্যে পার্থক্য তুলে ধরা হয়। এটি একটি সামষ্টিক অর্থনৈতিক সূচক হিসেবে কাজ করলেও সাধারণত এটি গুরুত্বের দিক থেকে গৌণ বিবেচিত হয় এবং মার্কেটের ট্রেডারদের কাছে তেমন গুরুত্ব পায় না।

মঙ্গলবার

পূর্বে উল্লেখ করা হয়েছে যে এদিন উৎপাদক মূল্য সূচক প্রকাশিত হবে, যা মঙ্গলবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক।

মার্কিন সেশনে RealClearMarkets/TIPP অর্থনৈতিক আশাবাদ সূচক প্রকাশিত হবে। তবে এই সূচক শুধুমাত্র তখনই কারেন্সি পেয়ারে প্রভাব ফেলবে যদি এটির ফলাফল পূর্বাভাসের স্তর থেকে উল্লেখযোগ্যভাবে বিচ্যুত হয়। পূর্বাভাস অনুযায়ী সূচকটি 54.0 থেকে 55.1-এ সামান্য বৃদ্ধি পেতে পারে। তা সত্ত্বেও, এই প্রতিবেদনের গুরুত্ব উৎপাদক মূল্য সূচক তুলনায় কম থাকবে, যা মার্কেটে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করতে পারে।

এছাড়াও, মঙ্গলবার নিউ ইয়র্ক ফেডের প্রধান জন উইলিয়ামস বক্তব্য দেবেন। তার মন্তব্যে ডিসেম্বরে প্রকাশিত ননফার্ম পে-রোলস এবং উৎপাদক মূল্য সূচক নিয়ে আলোচনা করা হতে পারে, কারণ তার বক্তব্যের আগে মুদ্রাস্ফীতির প্রতিবেদন প্রকাশিত হবে। ডিসেম্বর মাসে তার শেষ বক্তব্যে তিনি উল্লেখ করেছিলেন যে, মুদ্রাস্ফীতি এবং কর্মসংস্থান খাত সংক্রান্ত ঝুঁকিগুলো আরও ভারসাম্যপূর্ণ হলে কেন্দ্রীয় ব্যাংক আরেকবার সুদের হার কমানোর বিষয়ে বিবেচনা করবে। যদি তিনি আরও হকিশ বা কঠোর অবস্থান নেন এবং শীঘ্র মুদ্রানীতির নমনীয়করণের সম্ভাবনা নিয়ে নিশ্চয়তা প্রকাশ করেন, তবে ডলার আরও সমর্থন পেতে পারে।

বুধবার

বুধবার মার্কিন ভোক্তা মূল্য সূচক প্রকাশিত হবে, যা দিনের প্রধান প্রতিবেদন হিসেবে বিবেচিত হবে। একই দিনে, ফেডের মাসিক বেজ বুক (অঞ্চলভিত্তিক অর্থনৈতিক সমীক্ষা) প্রকাশ করা হবে।

এছাড়াও, এম্পায়ার উৎপাদন সূচক প্রকাশিত হবে, যা নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের উৎপাদন খাতের পরিস্থিতির মূল্যায়ন প্রদর্শন করে। ডিসেম্বরে সূচকটি 0.2 পয়েন্ট বৃদ্ধি পেলেও, জানুয়ারিতে এটি -0.3 এ নেমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, নভেম্বরে এই সূচক 31 পয়েন্টে উন্নীত হয়েছিল।

বুধবার ফেডের বেশ কয়েকজন কর্মকর্তা বক্তব্য দেবেন, যার মধ্যে রয়েছেন থমাস বার্কিন, নিল কাশকারি, অস্টান গুলসবি, এবং জন উইলিয়ামস

বৃহস্পতিবার

এদিন ডিসেম্বর মাসে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের (ECB) বৈঠকের কার্যবিবরণী প্রকাশিত হবে। ওই বৈঠকে ইসিবি সুদের হার 25 বেসিস পয়েন্ট কমিয়েছিল এবং সুদের হার আরও কমানোর ইঙ্গিত দিয়েছিল। যদি কার্যবিবরণীতে দেখা যায় যে ইসিবির সদস্যরা মূলত ইউরোপের অর্থনীতির দুর্বলতার ওপর মনোযোগ দিচ্ছেন এবং মুদ্রাস্ফীতির বৃদ্ধির বিষয়ে খুব বেশি উদ্বিগ্ন নন, তাহলে এটি ইউরোর মূল্যের নিম্নমুখী হওয়ার বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

মার্কিন সেশনে সাপ্তাহিক বেকারত্ব সুবিধা আবেদনের সংখ্যা সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হবে। গত সপ্তাহে এই সংখ্যা 201,000-এ নেমে এসেছে, যা 2024-এর জানুয়ারির পর সর্বনিম্ন। পূর্বাভাস অনুযায়ী, এই সংখ্যা আগামী সপ্তাহের শেষে 210,000-এ পৌঁছাতে পারে। তবে, যদি এই সংখ্যা 200,000-এর নিচে নেমে যায়, তাহলে ডলার উল্লেখযোগ্যভাবে শক্তিশালী হতে পারে। এই পরিসংখ্যানের সম্ভাব্য পতন মনস্তাত্ত্বিক প্রভাব তৈরি করতে পারে এবং এটি ধারাবাহিকভাবে টানা চতুর্থ সপ্তাহে হ্রাস নির্দেশ করবে।

বৃহস্পতিবারের আরেকটি গুরুত্বপূর্ণ প্রকাশনা হলো মার্কিন খুচরা বিক্রয় প্রতিবেদন। দেশটির মোট খুচরা বিক্রয় 0.6% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, যা আগের মাসে 0.7% বৃদ্ধি পেয়েছিল। পরিবহন ব্যতীত, এই সূচক 0.5% বৃদ্ধি পেতে পারে, যা আগের মাসের 0.2% বৃদ্ধির তুলনায় বেশি।

এছাড়াও, বৃহস্পতিবার মার্কিন আমদানি মূল্য সূচক প্রকাশিত হবে। যদিও এটি গুরুত্বের দিক থেকে গৌণ সূচক, তবে এটি থেকে প্রাসঙ্গিক তথ্য পাওয়া যেতে পারে। ডিসেম্বর মাসে এই সূচকটি ঊর্ধ্বমুখী প্রবণতা দেখাবে বলে আশা করা হচ্ছে, যা বার্ষিক ভিত্তিতে 1.4% বৃদ্ধি পেতে পারে, নভেম্বর মাসে এই সূচক 1.3% এবং অক্টোবরে 0.6% বৃদ্ধি পেয়েছিল।

আরেকটি গুরুত্বপূর্ণ প্রকাশনা হলো ফিলাডেলফিয়া ফেড ব্যবসায়িক কার্যক্রম সূচক। এই সূচকটির ফলাফল গত দুই মাস ধরে নেতিবাচক ছিল, ডিসেম্বরে এটি -16 পয়েন্টে পৌঁছায়। জানুয়ারিতে এই সুচকের ইতিবাচক গতিশীলতার প্রত্যাশা করা হচ্ছে, যেখানে এটি -7.0 এ উন্নীত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে, এই সূচক যদি অপ্রত্যাশিতভাবে ইতিবাচক মান প্রদর্শন করে, তাহলে এটি ডলারের মূল্যকে ঊর্ধ্বমুখী করবে।

শুক্রবার

শুক্রবার এশিয়ান সেশনে, চীনের 2024 সালের চতুর্থ প্রান্তিকের অর্থনৈতিক প্রবৃদ্ধি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশিত হবে। উল্লেখযোগ্য যে, তৃতীয় প্রান্তিকে চীনের জিডিপি 4.6% বৃদ্ধি পেয়েছিল, যা সরকারের 5% লক্ষ্য পূরণে ব্যর্থ হয়। পূর্বাভাস অনুসারে, চতুর্থ প্রান্তিকে দেশটির জিডিপি 5% এর কাছাকাছি থাকবে। যদি প্রতিবেদনটির ফলাফল প্রত্যাশার চেয়ে কম হয়, তাহলে নিরাপদ বিনিয়োগ হিসাবে ডলার সমর্থন পেতে পারে, কারণ এর ফলে ঝুঁকি গ্রহণ না করার প্রবণতা বৃদ্ধি পাবে।

মার্কিন সেশনে, মার্কিন নির্মাণ অনুমোদনের পরিমাণ সম্পর্কিত তথ্য প্রকাশিত হবে, যেখানে 7.4% বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে। এছাড়াও, শিল্প উৎপাদন সম্পর্কিত প্রতিবেদন প্রকাশিত হবে, যেখানে এটি নেতিবাচক অঞ্চল থেকে বেরিয়ে 0.3%-এ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।

উপসংহার

এই সপ্তাহে এই পেয়ারের মূল্যের বেশ ব্যাপক মাত্রার অস্থিরতা দেখা যাবে। যদি মার্কিন মুদ্রাস্ফীতি ত্বরান্বিত হয় এবং ফেডের সদস্যরা আরও হকিশ বা কঠোর অবস্থান গ্রহণ করেন, তাহলে EUR/USD পেয়ারের বিক্রেতারা মূল্যকে 1.0X রেঞ্জে আরও নিচে নিয়ে যেতে পারে, যেখানে ডলারের সাথে প্যারিটি লেভেলে যাওয়ার লক্ষ্যমাত্রা স্পষ্ট হয়ে উঠবে।

বর্তমান মৌলিক প্রেক্ষাপট EUR/USD-এর মূল্যের আরও নিম্নমুখী প্রবণতার সম্ভাবনার ইঙ্গিত দেয়। এমনকি যদি মার্কিন ভোক্তা মূল্য সূচক এবং উৎপাদক মূল্য সূচকের ফলাফল প্রত্যাশা অনুযায়ী আসে, কারেকশনের অংশ হিসেবে সৃষ্ট ঊর্ধ্বমুখী মুভমেন্ট শর্ট পজিশন ওপেন করার সুযোগ তৈরি করবে। লক্ষ্যমাত্রা থাকবে 1.0230 (D1 টাইমফ্রেমে লোয়ার বলিঙ্গার ব্যান্ড) এবং 1.0170 (W1 টাইমফ্রেমে লোয়ার বলিঙ্গার ব্যান্ড)।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.