empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

14.01.202507:07 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD পেয়ারের পর্যালোচনা, ১৪ জানুয়ারি – ডলারের সাথে প্যারিটি লেভেলের দিকে ইউরোর দরপতন অব্যাহত রয়েছে

Exchange Rates 14.01.2025 analysis

সোমবার, EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে—এছাড়া আর কী হতে পারত? এই পরিস্থিতি আমাদের গত বছরের কথা মনে করিয়ে দেয়, যখন আমরা প্রায়শই বলেছিলাম যে ইউরোর মূল্য অতিরিক্ত এবং অন্যায্যভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও নতুন প্রবণতার শুরুর সঠিক সময় অনুমান করা সবসময় চ্যালেঞ্জিং, আমরা সতর্ক করেছিলাম যে এটি ১৮ সেপ্টেম্বরের পরে শুরু হতে পারে। শেষ পর্যন্ত, ২৫ সেপ্টেম্বর এই প্রবণতা শুরু হয়, তাই ইউরোর বর্তমান দরপতন আমাদের কাছে বিস্ময়জনক নয়। আমরা পুরো ২০২৪ সাল জুড়ে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। এটা জানা গুরুত্বপূর্ণ যে মৌলিক বা সামষ্টিক অর্থনৈতিক কারণ থাকুক বা না থাকুক মূল্যের দিক পরিবর্তিত হতে পারে; এখানে আমরা বিশেষত স্থানীয় প্রভাবগুলোর কথা বলছি। যখন সকল ট্রেডারদের কাছে একটি নির্দিষ্ট প্রবণতা স্পষ্টভাবে দৃশ্যমান, তখন কেউ কেন এমন একটি অ্যাসেট কিনতে চাইবে যা ধারাবাহিকভাবে মূল্য হারাচ্ছে?

মনে রাখতে হবে যে একটি কারেন্সি পেয়ারের মূল্য শুধুমাত্র যোগান এবং চাহিদার ভিত্তিতে নির্ধারিত হয়, মৌলিক প্রতিবেদন বা ফেডারেল রিজার্ভের বক্তব্য দ্বারা নয়। মার্কেটের ট্রেডাররা বৈশ্বিক মৌলিক কারণ যেমন ফেডের মুদ্রানীতি, অর্থনৈতিক সংকট, এবং ভূ-রাজনৈতিক সংঘাতের উপর ভিত্তি করে একটি দীর্ঘমেয়াদি মতামত গঠন করে যা বর্তমান প্রবণতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এই মতামত ট্রেডিংয়ের উপর প্রভাব ফেলে এবং দীর্ঘমেয়াদী প্রবণতা সৃষ্টি করে। স্থানীয় ইভেন্ট এবং প্রতিবেদন ট্রেডারদের সেন্টিমেন্টে এক দিনের জন্য প্রভাব ফেলতে পারে, তবে সেগুলো সামগ্রিকভাবে প্রবণতা নির্ধারণ করে না।

বর্তমানে, ডলারের বিপরীতে ইউরোর দরপতন অব্যাহত থাকতে পারে। যদিও আমরা নির্দিষ্ট করে বলতে পারি না যে এই পেয়ারের মূল্য কোন লেভেলে স্থির হবে, বর্তমান প্রবণতার সমাপ্তি ঘটছে এমন কোনো ইঙ্গিত নেই। সাপ্তাহিক টাইমফ্রেমে দেখলে মনে হয় ইউরোর মূল্য $0.95 এর নিচে, এমনকি আরও নিচে চলে যেতে পারে। যদিও এই সম্ভাবনা কারও কারও কাছে অবিশ্বাস্য মনে হতে পারে, কয়েক মাস আগেও, খুব কম মানুষই পাউন্ডের ১,০০০ পিপস দরপতনের পূর্বাভাস দিয়েছিল, এবং কোনো বিশ্লেষকই ডলারের সাথে প্যারিটি লেভেল পর্যন্ত ইউরোর দরপতনের পূর্বাভাস দেয়নি।

আমরা যে টার্গেট জোনটির কথা বেশ কয়েকবার উল্লেখ করেছি, এই পেয়ারের মূল্য সেখানে পৌঁছে গেছে। মূল্য 1.0000 এবং 1.0200 এর মধ্যে প্রবেশ করেছে, যা আমরা নির্ধারিত লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছি। উল্লেখযোগ্য বিষয় হলো, ইউরোর দরপতন অব্যাহত রাখতে সোমবার কোনো গুরুত্বপূর্ণ খবরের প্রয়োজন হয়নি। নিকট ভবিষ্যতে নতুন করে এই পেয়ারের মূল্যের ঊর্ধ্বমুখী কারেকশন শুরু হতে পারে, তবে কারেকশনের সময় ট্রেড করা সাধারণত যুক্তিযুক্ত নয়। যদিও আমরা কাউকে এটি চেষ্টা করা থেকে নিরুৎসাহিত করব না, যতক্ষণ পর্যন্ত বর্তমানে প্রবণতা অব্যাহত থাকে—এমনকি দৈনিক টাইমফ্রেমেও—লং পজিশন ওপেন করা যুক্তিসঙ্গত নয়। এই সপ্তাহে, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি প্রতিবেদন ইউরোকে সমর্থন দিতে পারে। তবে মনে রাখা জরুরি যে কেউই পূর্বানুমান করতে পারে না যে খন মার্কেট মেকাররা তাদের শর্ট পজিশনে মুনাফা বুক করতে শুরু করবে বা তারা কতদূর পর্যন্ত সেগুলো হোল্ড করে রাখবে।

Exchange Rates 14.01.2025 analysis

১৪ জানুয়ারি পর্যন্ত গত পাঁচ দিনের ট্রেডিংয়ে EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের গড় ভোলাটিলিটি হচ্ছে 78 পিপস, যা "মাঝারি" হিসাবে বিবেচনা করা হয়। মঙ্গলবার, আমরা আশা করছি এই পেয়ারের মূল্য 1.0136 এবং 1.0292 লেভেলের মধ্যে মুভমেন্ট প্রদর্শন করবে। আপার লিনিয়ার রিগ্রেশন চ্যানেলটি এখনও নিম্নমুখী রয়েছে, যা বৈশ্বিক ভিত্তিতে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতার ধারাবাহিকতা নির্দেশ করে। সাম্প্রতিক সময়ে, CCI সূচকটি দুবার ওভারসোল্ড জোনে প্রবেশ করেছে এবং দুটি বুলিশ ডাইভারজেন্স গঠন করেছে; তবে, এই সিগন্যালগুলো শুধুমাত্র একটি সম্ভাব্য কারেকশনের ইঙ্গিত দেয়।

নিকটতম সাপোর্ট লেভেল

  • S1: 1.0193
  • S2: 1.0132

নিকটতম রেজিস্ট্যান্স লেভেল

  • R1: 1.0254
  • R2: 1.0315
  • R3: 1.0376

ট্রেডিংয়ের পরামর্শ:

EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে, আমরা মাঝারি মেয়াদে ইউরোর আরও দরপতনের প্রত্যাশা করেছি। আমরা সামগ্রিকভাবে এই পেয়ারের মূল্যের বিয়ারিশ প্রবণতার সম্ভাবনাকে সম্পূর্ণরূপে সমর্থন করছি এবং মনে করি না এটি এখনও শেষ হয়েছে। মার্কেটের ট্রেডাররা ইতোমধ্যেই ভবিষ্যতের ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সমস্ত বিষয়কে মূল্যায়ন করেছে বলে উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে, যার মানে বর্তমানে টেকনিক্যাল কারেকশন ছাড়া মাঝারি-মেয়াদে ডলারের দরপতনের কোনো কারণ নেই।

শর্ট পজিশনগুলো এখনও প্রাসঙ্গিক রয়েছে, যার টার্গেট 1.0193 এবং 1.0136। যারা শুধুমাত্র প্রযুক্তিগত বিশ্লেষণের উপর ভিত্তি করে ট্রেড করেন, যদি মূল্য মুভিং এভারেজের উপরে চলে যায় তাহলে তারা লং পজিশন বিবেচনা করতে পারেন, যেখানে টার্গেট 1.0437 এর লেভেল। তবে, বর্তমানে এই পেয়ারের মূল্যের যেকোনো ঊর্ধ্বমুখী মুভমেন্টকে শুধুমাত্র একটি কারেকশন হিসাবে বিবেচনা করা উচিত।

চিত্রের ব্যাখা:

  • লিনিয়ার রিগ্রেশন চ্যানেল - বর্তমান প্রবণতা নির্ধারণ করতে সাহায্য করে। যদি উভয়ই একই দিকে পরিচালিত হয়, তাহলে এর অর্থ হল বর্তমানে প্রবণতা শক্তিশালী।
  • মুভিং এভারেজ লাইন (সেটিংস 20.0, স্মুথেদ) – স্বল্পমেয়াদী প্রবণতা এবং বর্তমানে কোন দিকে ট্রেডিং করা উচিত তা নির্ধারণ করে।
  • মারে লেভেল - মুভমেন্ট এবং কারেকশনের লক্ষ্য মাত্রা।
  • অস্থিরতার মাত্রা (লাল লাইন) - সম্ভাব্য প্রাইস চ্যানেল যেখানে এই পেয়ারের মূল্য পরের দিন অবস্থান করবে, যা বর্তমান অস্থিরতা সূচকের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
  • সিসিআই সূচক – এই সূচকের ওভারসোল্ড জোনে (-250-এর নীচে) বা ওভারবট জোনে (+250-এর উপরে) প্রবেশের মানে হল যে চলমান প্রবণতা বিপরীতমুখী হতে যাচ্ছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.