empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

15.01.202507:27 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: EUR/USD পেয়ারের পর্যালোচনা, ১৫ জানুয়ারি। ইউরোর ট্রেডাররা মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে

Relevance up to 21:00 2025-01-15 UTC--5

Exchange Rates 15.01.2025 analysis

মঙ্গলবার EUR/USD পেয়ারের মূল্যের সামান্য কারেকশন হতে দেখা গেছে; তবে এটি বেশ দুর্বল কারেকশন ছিল এবং নিম্নমুখী প্রবণতা শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই সপ্তাহে, মূল্য 1.0200 লেভেলটি টেস্ট করেছে, যা আমরা 1.00–1.02 রেঞ্জের লক্ষ্যমাত্রা হিসাবে চিহ্নিত করেছিলাম। যদিও এই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, ইউরো কেনার ক্ষেত্রে মার্কেটে তেমন কোনো উল্লেখযোগ্য আগ্রহ দেখা যাচ্ছে না। এই অনাগ্রহ অবাক করার মতো নয়, কারণ 2024 জুড়ে আমরা পূর্বাভাস দিয়েছিলাম যে ইউরো দরপতনের সম্মুখীন হবে। প্রকৃতপক্ষে, আমরা 18 সেপ্টেম্বরকে এই দরপতনের সম্ভাব্য মোড় হিসেবে বিশেষভাবে চিহ্নিত করেছিলাম।

বর্তমানে, মার্কিন ডলার শক্তিশালী হতে থাকায় ট্রেডাররা এই প্রবণতার কারণ অনুসন্ধান করছে। আমাদের মতে, এর কারণ খুবই সহজ। মার্কেটের ট্রেডাররা প্রাথমিকভাবে দুই বছর ধরে ফেডারেল রিজার্ভের মুদ্রানীতির নমনীয়করণের প্রত্যাশা করেছিল। তবে, পরে এটা স্পষ্ট হয়ে যায় যে ফেড সম্ভাব্য সুদের হার হ্রাসের অর্ধেকও বাস্তবায়ন করতে পারে না। এরপর, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিজয় উচ্চ মুদ্রাস্ফীতির উদ্বেগকে পুনরুজ্জীবিত করেছে। এছাড়াও, 2025 সালের জন্য ফেডের পূর্বাভাস অনুযায়ী সর্বোচ্চ 0.25% করে দুইবার সুদের হার হ্রাসের সম্ভাবনা নির্দেশ করে। এর ফলে, সমস্ত প্রধান বৈশ্বিক কারণ মার্কিন ডলারের পক্ষে সমর্থন যোগাচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে, এটি অনুমানযোগ্য যে ইউরো আরও দরপতন হতে পারে। তবে, আমরা 20 জানুয়ারি, ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের তারিখটি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছি। সম্ভাবনা রয়েছে যে ডলারের মূল্যের সাম্প্রতিক ঊর্ধ্বমুখী প্রবণতা আংশিকভাবে পূর্বাভাসমূলক মার্কেট মুভমেন্টের কারণে হয়েছে। মার্কেটের ট্রেডাররা ট্রাম্পের অধীনে উচ্চ মুদ্রাস্ফীতির আশা করছে, যা ফেডের সুদের হার হ্রাসের মাত্রা উল্লেখযোগ্যভাবে ধীর করতে পারে। 20 জানুয়ারির পরে, এই প্রত্যাশাগুলো মার্কেটে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে, যা সম্ভাব্যভাবে এই পেয়ারের মূল্যকে বিপরীতমুখী করতে পারে।

বর্তমানে, এই পেয়ারের মূল্যের বিপরীতমুখী হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। আজ, মার্কেটের ট্রেডাররা মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদন মূল্যায়ন করবে, যা 2025 সালে ফেডের সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে স্পষ্টতা প্রদান করবে। যদিও CCI সূচক ক্রমাগত বাই সিগন্যাল দিচ্ছে, এগুলো সর্বোচ্চ কারেকশনের সম্ভাবনাই নির্দেশ করে। সুতরাং, ইউরোর দর বৃদ্ধির জন্য এখনো কোনো সুস্পষ্ট অনুঘটক নেই। যদি আজকের মার্কিন মুদ্রাস্ফীতি প্রতিবেদনে প্রত্যাশার চেয়ে বেশি উচ্চমান দেখা যায়, তাহলে ডলার দুর্বল হতে পারে। তবে EUR/USD পেয়ারের মূল্যের তিন মাসের নিম্নমুখী প্রবণতা শেষ হওয়ার ইঙ্গিত দিতে হলে, এই পেয়ারের মূল্যকে কমপক্ষে "3/8" মারে লেভেল 1.0437 পর্যন্ত বৃদ্ধি পেতে হবে। এই পেয়ারের চলমান বিক্রির চাপের মধ্যে এটি অর্জন করা সহজ নয়।

দৈনিক টাইমফ্রেমে, এই পেয়ারের মূল্যের একটি ঊর্ধ্বমুখী কারেকশন আসন্ন বলে মনে হচ্ছে, তবে কেবল আসন্ন বলে মনে হওয়াই যথেষ্ট নয়। এই পেয়ারের মূল্য কয়েক সপ্তাহের ধরে এই অবস্থায় থাকতে পারে। মার্কেটের ট্রেডাররা ইতোমধ্যেই মেনে নিয়েছে যে জানুয়ারিতে ফেড সুদের হার হ্রাস করবে না, তাই এই বিষয়টি মার্কেটে অন্তর্ভুক্ত হিসাবে বিবেচিত হতে পারে। পূর্বের মতো, মুভিং এভারেজের উপরে যে কোনো কনসোলিডেশন হলে সেটি সম্ভাব্যভাবে প্রবণতার বিপরীতমুখী হওয়ার সংকেত দেবে।

Exchange Rates 15.01.2025 analysis

১৫ জানুয়ারি পর্যন্ত গত পাঁচ দিনের ট্রেডিংয়ে, EUR/USD কারেন্সি পেয়ারের মূল্যের গড় ভোলাটিলিটি হচ্ছে ৭৩ পিপস, যা "গড়পরতা" হিসাবে বিবেচিত হয়। আমরা আশা করছি বুধবার এই পেয়ারের মূল্য 1.0218 এবং 1.0364 লেভেলের মধ্যে ওঠানামা করবে। হায়ার লিনিয়ার রিগ্রেশন চ্যানেলটি নিম্নমুখী প্রবণতা বজায় রেখেছে, যা নির্দেশ করে যে সামগ্রিকভাবে এই পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা এখনও বিদ্যমান। CCI সূচকটি সাম্প্রতিক সময়ে দুইবার ওভারসোল্ড জোনে প্রবেশ করেছে এবং দুটি বুলিশ ডাইভারজেন্স গঠন করেছে। তবে, এই সিগন্যালগুলো আবারও কেবল একটি কারেকশনের সম্ভাবনা নির্দেশ করে।

নিকটতম সাপোর্ট লেভেল:

  • S1 – 1.0254
  • S2 – 1.0193
  • S3 – 1.0132

নিকটতম রেজিস্ট্যান্স লেভেল:

  • R1 – 1.0315
  • R2 – 1.0376
  • R3 – 1.0437

ট্রেডিংয়ের পরামর্শ:

EUR/USD পেয়ারের মূল্যের নিম্নমুখী প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। কয়েক মাস ধরে, আমরা মাঝারি-মেয়াদে ইউরোর দরপতনের পূর্বাভাস দিয়ে আসছি এবং আমরা দৃঢ়ভাবে সামগ্রিকভাবে এই পেয়ারের মূল্যের বিয়ারিশ প্রবণতার সম্ভাবনার পূর্বাভাস দিচ্ছি, কারণ আমরা মনে করি এই প্রবণতা শেষ হতে এখনও অনেক দেরি। এটি উল্লেখযোগ্য যে মার্কেটের ট্রেডাররা সম্ভবত ইতোমধ্যেই ফেডের সম্ভাব্য সুদের হার হ্রাসের বিষয়টি আমলে নিয়েছে। এর ফলে, শুধুমাত্র সম্ভাব্য টেকনিক্যাল কারেকশন ছাড়া মার্কিন ডলারের দরপতনের জন্য মৌলিক কারণের অভাব রয়েছে।

যতক্ষণ মূল্য মুভিং এভারেজের নিচে থাকবে ততক্ষণ শর্ট পজিশনগুলো প্রাসঙ্গিক থাকবে, যার লক্ষ্যমাত্রা 1.0218 এবং 1.0193। যদি আপনি শুধুমাত্র প্রযুক্তিগত বিশ্লেষণের উপর ভিত্তি করে ট্রেড করেন, তবে মূল্য মুভিং এভারেজের উপরে গেলে লং পজিশনের কথা বিবেচনা করতে পারেন, যার লক্ষ্যমাত্রা 1.0437। তবে, বর্তমানে এই পেয়ারের মূল্যের যেকোনো ঊর্ধ্বমুখী মুভমেন্টকে শুধুমাত্র একটি কারেকশন হিসাবে বিবেচনা করা উচিত।

চিত্রের ব্যাখা:

  • লিনিয়ার রিগ্রেশন চ্যানেল - বর্তমান প্রবণতা নির্ধারণ করতে সাহায্য করে। যদি উভয়ই একই দিকে পরিচালিত হয়, তাহলে এর অর্থ হল বর্তমানে প্রবণতা শক্তিশালী।
  • মুভিং এভারেজ লাইন (সেটিংস 20.0, স্মুথেদ) – স্বল্পমেয়াদী প্রবণতা এবং বর্তমানে কোন দিকে ট্রেডিং করা উচিত তা নির্ধারণ করে।
  • মারে লেভেল - মুভমেন্ট এবং কারেকশনের লক্ষ্য মাত্রা।
  • অস্থিরতার মাত্রা (লাল লাইন) - সম্ভাব্য প্রাইস চ্যানেল যেখানে এই পেয়ারের মূল্য পরের দিন অবস্থান করবে, যা বর্তমান অস্থিরতা সূচকের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
  • সিসিআই সূচক – এই সূচকের ওভারসোল্ড জোনে (-250-এর নীচে) বা ওভারবট জোনে (+250-এর উপরে) প্রবেশের মানে হল যে চলমান প্রবণতা বিপরীতমুখী হতে যাচ্ছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.