empty
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

19.03.202510:34 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ফেডের বৈঠকের পর মার্কেটে কেমন প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে? (GBP/USD-এর তীব্র দরপতনের এবং #SPX-এর দরপতনের প্রত্যাশা করা হচ্ছে)

আজ, মার্কেটের ট্রেডারদের দৃষ্টি মূলত ফেডারেল রিজার্ভের মুদ্রানীতি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নিবদ্ধ থাকবে। এই বৈঠক থেকে নতুন কোন তথ্য পাওয়া যাবে না বলে আশা করা হচ্ছে, তাই সাম্প্রতিক মাসগুলোর মতো মার্কিন অর্থনীতির ওপর ট্রাম্পের নীতিমালার প্রভাব প্রধান আলোচ্য বিষয় হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রে সুদের হারের পরিস্থিতি আপাতদৃষ্টিতে সরল মনে হলেও, বিনিয়োগকারীরা ফেডের প্রান্তিক ভিত্তিক পূর্বাভাসগুলোর ওপর বিশেষ নজর দেবে, বিশেষত সুদের হার, জিডিপি, বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি সম্পর্কিত পূর্বাভাসের উপর। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফেড ২০২৫ সালে মুদ্রাস্ফীতি বৃদ্ধির পূর্বাভাস দিতে পারে, যা গত বছরের ডিসেম্বর মাসে ২.৫% হবে বলে নির্ধারণ করা হয়েছিল। এছাড়া, এই বছরের জন্য পূর্বনির্ধারিত দুইবার সুদের হার কমানোর পরিকল্পনা অপরিবর্তিত থাকবে বলে আশা করা হচ্ছে। তবে, এটি উল্লেখযোগ্য যে ফেড কমিটি এবং ফেডের চেয়ারম্যান জেরোম পাওয়েল গত কয়েক মাস ধরে ধৈর্যশীল অবস্থান বজায় রেখেছেন—অর্থাৎ, তারা কেবলমাত্র পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

প্রত্যাশা অনুযায়ী, মার্কিন স্টক মার্কেটে দুই দিনের ঊর্ধ্বমুখী প্রবণতা শেষ হয়েছে, এবং গতকালের প্রধান স্টক সূচকসমূহের দরপতন এখনো পুনরুদ্ধার করা যায়নি। বিনিয়োগকারীরা ফেডের পূর্বাভাসের জন্য অপেক্ষা করছে, যা স্বল্পমেয়াদে মার্কেট সেন্টিমেন্টকে প্রভাবিত করতে পারে। তবে, স্বর্ণের দাম বৃদ্ধি অব্যাহত থাকার বিষয়টি বিচার করলে বোঝা যায় যে ফেডের জিডিপি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান এবং সুদের হার সংক্রান্ত পূর্বাভাস সম্ভবত আগের মতোই থাকবে।

ফেডের মুদ্রানীতি সংক্রান্ত সিদ্ধান্তের পর মার্কেটের ট্রেডাররা কীভাবে প্রতিক্রিয়া জানাবে?

আমি মনে করি প্রতিক্রিয়াটি খুব বেশি আশাবাদী হবে না। গতকালের পূর্বাভাসের ভিত্তিতে আমার অবস্থান অপরিবর্তিত রয়েছে। মার্কিন স্টক মার্কেট, যা অর্থনৈতিক মন্দার ঝুঁকির কারণে চাপে রয়েছে, তা সর্বোচ্চ বর্তমান লেভেলে স্থিতিশীল থাকতে পারে।

মার্কিন ডলার:

ডলার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি এবং সুদের হার কমানোর চক্রের ধীরগতির কারণে উল্লেখযোগ্যভাবে লাভবান হয়েছিল। তবে, যখনই অর্থনৈতিক মন্দার ঝুঁকি সামনে এসেছে—বিশেষ করে বাণিজ্য যুদ্ধের অনিশ্চয়তা বৃদ্ধি পাওয়ার পর—তখনই এটি প্রবল চাপের মধ্যে পড়েছে। ICE সূচকে এটি সম্ভবত ১০৩.০০-এর ওপরে থাকবে, তবে এর থেকে আরও বেশি ঊর্ধ্বমুখী প্রবণতা প্রত্যাশা করা সম্ভবত অবাস্তব।

ক্রিপ্টোকারেন্সি মার্কেট:

ক্রিপ্টো মার্কেটেও একই ধরনের পরিস্থিতি দেখা যেতে পারে। এর প্রধান কারণ হলো মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে চলমান অনিশ্চয়তা। অন্যদিকে, বৈশ্বিকভাবে ডলারের শক্তিশালী অবস্থান বজায় রাখার ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের সুস্পষ্ট অভিপ্রায় টোকেনগুলোর চাহিদার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তার ক্রিপ্টোকারেন্সির প্রতি সমর্থনমূলক বক্তব্য এখনো অস্পষ্ট। আমি এখনও মনে করি যে অর্থনৈতিক নীতির কারণে ক্রিপ্টো টোকেনের প্রতি বিনিয়োগের আগ্রহ হ্রাস পাবে, যা শেষ পর্যন্ত এগুলোর উল্লেখযোগ্য দরপতন ঘটাবে।

স্বর্ণ:

স্বর্ণের দাম ইতিমধ্যে লক্ষ্যমাত্রা ৩০৪৫.০০-এর কাছাকাছি পৌঁছে গেছে। আমার মতে, মার্কেটে আরও নিম্নমুখী প্রবণতা, মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন সংকট এই নিরাপদ বিনিয়োগের চাহিদা কিছুদিন ধরে আরও বাড়াবে।

দৈনিক পূর্বাভাস:

Exchange Rates 19.03.2025 analysis

Exchange Rates 19.03.2025 analysis

GBP/USD:

সাম্প্রতিক সময়ে ডলারের ওপর তীব্র চাপের কারণে এই পেয়ারের মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে, নতুন সহায়ক উপাদানের অভাবে এটি আরও দর বৃদ্ধির ক্ষেত্রে গতি হারাচ্ছে। টেকনিক্যালভাবে, মূল্যের চার্ট এবং RSI ও MACD সূচকের মধ্যে ডাইভারজেন্স রয়েছে। 1.2940 লেভেলের নিচে পতন হলে, মূল্য উল্লেখযোগ্যভাবে 1.2850 লেভেল পর্যন্ত নেমে আসতে পারে।

#SPX:

S&P 500 ফিউচার কন্ট্রাক্ট বর্তমানে 5600.00-এর ওপরে রয়েছে। যদি ফেডের বৈঠকের পর পাওয়েলের বক্তৃতায় মার্কেটে সমর্থন দেয়ার মতো কোনো সংকেত না থাকে, তাহলে ফিউচার কন্ট্রাক্টে আরও দরপতনের সম্ভাবনা তৈরি হবে, যেখানে প্রথম লক্ষ্যমাত্রা হবে 5521.00 এবং দ্বিতীয় লক্ষ্যমাত্রা হবে 5452.50 এর লেভেল।


*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.