empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

24.03.202511:28 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: ট্রেডাররা দরপতন দেখতে দেখতে ক্লান্ত। বিনিয়োগকারীরা এখন প্রবৃদ্ধির ইঙ্গিত খুঁজছেন (মার্কিন অর্থনৈতিক প্রতিবেদনের ইতিবাচক ফলাফলের ভিত্তিতে #SPX ও #NDX ফিউচারের CFD কনট্রাক্টের মূল্য বৃদ্ধি পেতে পারে)

ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত যেসব দেশগুলোর অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলেছে এবং পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে— এসব বিষয় ঘিরে অনিশ্চয়তার কারণে বৈশ্বিক ফিন্যান্সিয়াল মার্কেটে এখনও দোদুল্যমান পরিস্থিতি বিরাজ করছে।

যুক্তরাষ্ট্রে বসন্তকালীন কর্পোরেট আয়ের প্রতিবেদন পেশের মৌসুম তুলনামূলকভাবে ইতিবাচকভাবে এগোচ্ছে। সামগ্রিকভাবে কোম্পানিগুলো ভালো ফলাফলের কথা জানাচ্ছে, যা বিনিয়োগকারীদের মাঝে আশাবাদ সৃষ্টি করার কথা। তবে, এই ফলাফলগুলো স্টক সূচকসমূহের ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতায় এখনো রূপান্তরিত হয়নি। মার্কিন প্রেসিডেন্টের শুল্কভিত্তিক সিদ্ধান্তই এর প্রধান কারণ, কারণ ট্রাম্প এখনো আগ্রাসীভাবে ভূ-রাজনৈতিক কৌশল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদারদের ওপর আমেরিকার অর্থনৈতিক পুনরুদ্ধারের ব্যয় চাপানোর চেষ্টা চালাচ্ছেন। তা সত্ত্বেও, কর্পোরেট আয়ের প্রতিবেদন অনুযায়ী মার্কেট এখনো স্থিতিশীল রয়েছে, তবে সাম্প্রতিক অর্থনৈতিক কার্যক্রম — বিশেষ করে উৎপাদন খাতে — যা খুব একটা আশাব্যঞ্জক কিছুর ইঙ্গিত দিতে পারেনি।

আজকের উৎপাদন ও পরিষেবা খাতের PMI প্রতিবেদনগুলোর ফলাফল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। পূর্বাভাস অনুযায়ী, মার্চ মাসে মার্কিন উৎপাদন খাতের PMI 52.7 থেকে কমে 51.9-এ পৌঁছাতে পারে। তবে সূচকটি এখনো ৫০ পয়েন্টের ওপরে থাকবে বলে আশা করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্প্রসারণ অব্যাহত থাকার ইঙ্গিত দেয়। একই সময়ে, পরিষেবা খাতের PMI প্রাথমিকভাবে 51.0 থেকে বৃদ্ধি পেয়ে 51.2-এ পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে, যা প্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ হলে সেটি একটি ইতিবাচক সংকেত হবে।

শুল্ক সংক্রান্ত আলোচনা বর্তমানে সর্বশেষ পর্যায়ে রয়েছে বলে মনে হচ্ছে, কারণ ট্রাম্পের ঘোষিত ব্যাপক আমদানি শুল্ক কার্যকরের সময়সীমা ২ এপ্রিল পর্যন্ত নির্ধারিত। মজার ব্যাপার হলো, আজ তিনটি প্রধান মার্কিন স্টক সূচকের ফিউচারে ঊর্ধ্বমুখী গ্যাপের সাথে ট্রেডিং শুরু হয়েছে, যা ইঙ্গিত দেয় যে মার্কেটের ট্রেডাররা ইতোমধ্যে এই শুল্ক সংক্রান্ত বিষয়গুলো মূল্যায়ন করেছে। একইসঙ্গে বিনিয়োগকারীরা ধারণা করছেন যে ট্রাম্প হয়তো তার ঘোষিত শুল্ক পুরোপুরি বাস্তবায়ন করবেন না। যেমনটি আগে বলা হয়েছে, ট্রাম্পের লক্ষ্য হলো বাণিজ্য অংশীদারদের যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি ব্যয় করতে বাধ্য করা, যাতে বাণিজ্য ঘাটতি হ্রাস পায় এবং রাজস্ব ঘাটতির চাপ কমে — এই পদক্ষেপগুলো অভ্যন্তরীণ অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন দিতে পারে।

যদি আজকের PMI প্রতিবেদনগুলোর ফলাফল প্রত্যাশা অনুযায়ী বা তার চেয়ে ভালো আসে, তাহলে তা মার্কিন স্টক মার্কেটকে স্থানীয় পর্যায়ে সমর্থন দিতে পারে এবং বিশ্বব্যাপী ইকুইটি সূচকের উপরও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। আর যদি ২ এপ্রিলের মধ্যে সব শুল্ক কার্যকর না হয় বা মাত্রা হ্রাস করা হয়, তাহলে এই সপ্তাহে মার্কিন স্টক মার্কেটের রিবাউন্ড একটি শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতায় রূপ নিতে পারে, যেখানে প্রধান সূচকগুলো উল্লেখযোগ্যভাবে ঊর্ধ্বমুখী হতে পারে।

এই পরিস্থিতিই বাস্তবধর্মী বলেই মনে হচ্ছে, বিশেষত যদি PMI প্রতিবেদনগুলোর ফলাফল ইতিবাচক গতিশীলতা নির্দেশ করে। এটি বিনিয়োগকারীদের মধ্যে যুক্তরাষ্ট্রে আসন্ন অর্থনৈতিক মন্দার আশঙ্কা কিছুটা কমিয়ে দিতে পারে।

আজকের পূর্বাভাস:

Exchange Rates 24.03.2025 analysis

Exchange Rates 24.03.2025 analysis

#SPX
S&P 500 ফিউচারের CFD কনট্রাক্টে আজ ঊর্ধ্বমুখী গ্যাপের সাথে ট্রেডিং শুরু হয়েছে, যা আজকের গুরুত্বপূর্ণ PMI প্রতিবেদন প্রকাশের আগে মার্কেটে ইতিবাচক মনোভাব নির্দেশ করে। যদি আসন্ন প্রতিবেদনের ফলাফল প্রত্যাশা অনুযায়ী বা তার চেয়ে ইতিবাচক আসে, তাহলে এই কনট্রাক্টের মূল্য বৃদ্ধি পেতে পারে। 5711.85 রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করা হলে 5773.65 পর্যন্ত মূল্য বাড়তে পারে। এন্ট্রি পয়েন্ট হিসেবে 5721.47 ব্যবহার করার পরামর্শ দেয়া হচ্ছে।

#NDX
NASDAQ 100 ফিউচারের CFD কনট্রাক্টেও ঊর্ধ্বমুখী গ্যাপের সাথে ট্রেডিং শুরু হয়েছে, যা আজকের PMI প্রতিবেদনের ফলাফল ঘিরে ইতিবাচক প্রত্যাশার প্রতিফলন ঘটায়। যদি এই প্রতিবেদনগুলোর ফলাফল পূর্বাভাস অনুযায়ী বা তার চেয়ে ভালো হয় এবং ঊর্ধ্বমুখী গতিশীলতা প্রদর্শন করে, তাহলে এই কনট্রাক্টের চাহিদা বৃদ্ধি পেতে পারে। যদি 19946.00 রেজিস্ট্যান্স ব্রেক করা হয়, তাহলে সম্ভাব্য টার্গেট হতে পারে 20239.80 এর লেভেল, যেখানে এন্ট্রি পয়েন্ট হিসেবে 19977.00 ব্যবহার করার পরামর্শ দেয়া হচ্ছে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.