empty
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

24.03.202514:20 ফরেক্স বিশ্লেষণ এবং পর্যালোচনা: মার্কিন স্টক মার্কেটের পরিস্থিতি, ২৪ মার্চ — ট্রাম্পের শুল্ক সংক্রান্ত সংবাদের মধ্যে S&P 500 ও নাসডাক সূচকে প্রবৃদ্ধি

আজ, মার্কিন ও ইউরোপীয় স্টক ফিউচারে ঊর্ধ্বমুখী প্রবণতার সাথে ট্রেড করা হচ্ছে, কারণ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরবর্তী শুল্ক আরোপের সিদ্ধান্ত পূর্বের তুলনায় অনেক বেশি নিয়ন্ত্রিত হতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্ভাব্য আলোচনার খবর বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যা বাণিজ্যযুদ্ধে আরও উত্তেজনা যোগ হওয়ার নিয়ে আশঙ্কা কিছুটা প্রশমিত করেছে। ট্রেডাররা এখনো ভূ-রাজনৈতিক ঝুঁকির প্রতি স্থিতিশীল প্রতিক্রিয়া প্রদর্শন করছে, যার পেছনের কারণ হিসেবে কেন্দ্রীয় ব্যাংকগুলোর পক্ষ থেকে চলমান প্রণোদনা ব্যবস্থার প্রত্যাশা বিবেচনা করা হচ্ছে। তবে আশাবাদী মনোভাবের পরেও বাণিজ্যসংক্রান্ত বিরোধ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির মন্থরতার সম্ভাবনা এখনো ঝুঁকি হিসেবে বিবেচিত হচ্ছে।

Exchange Rates 24.03.2025 analysis

S&P 500 এবং ইউরো স্টোক্স 50 ফিউচারের দর বেড়েছে, একইসঙ্গে মার্কিন 10-বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ইয়েল্ডও বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, তুরস্কজুড়ে বিক্ষোভের ফলে সৃষ্টি অনিশ্চয়তার প্রেক্ষাপটে ট্রেডাররা সতর্ক রয়েছে এবং তুর্কি লিরার দরপতন হয়েছে।

শুল্কের ক্ষেত্রে প্রত্যাশা ইতিবাচক হয়েছে, কারণ ২ এপ্রিল কার্যকর হতে যাওয়া যুক্তরাষ্ট্রের পরবর্তী বাণিজ্য নিষেধাজ্ঞাগুলো বিস্তৃত না হয়ে আরও লক্ষ্যভিত্তিক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবুও, চীন এবং অস্ট্রেলিয়ার কর্মকর্তারা মার্কিন বাণিজ্যনীতির কারণে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে বলে সতর্কতা দিয়েছেন — যা ট্রেডারদের মধ্যে কিছুটা উদ্বেগ বজায় রেখেছে।

অস্ট্রেলিয়ার ট্রেজারার জিম চ্যালমারস বলেছেন যে, নতুন মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গি বৈশ্বিক অর্থনীতিতে একটি 'ভূমিকম্প-সদৃশ' প্রভাব ফেলতে পারে। অপরদিকে, চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং জানিয়েছেন, তারা প্রত্যাশার চেয়েও বড় আঘাত মোকাবিলার জন্য প্রস্তুত।

আরও লক্ষ্যনীয় বিষয় হলো, লক্ষ্যভিত্তিক শুল্ক সংক্রান্ত খবরে এশিয়ান স্টক মার্কেটে ঊর্ধ্বমুখী প্রবণতা শুরু হয়েছে। তবে আগামী সপ্তাহে এসব পদক্ষেপ কার্যকর হওয়ার আগ পর্যন্ত উদ্বেগ বিরাজ করছে। বিভিন্ন সূত্র অনুযায়ী, ট্রাম্প বাছাইকৃত দেশ বা ব্লকের বিরুদ্ধে পারস্পরিক শুল্ক আরোপের পরিকল্পনা করছেন, যদিও অন্যান্য দেশ এতে অন্তর্ভুক্ত হবে না। আপাতত প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট ইন্ডাস্ট্রির ওপর আলাদা করে শুল্ক আরোপের পরিকল্পনা নেই — যা আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল।

এছাড়া, একটি গুরুত্বপূর্ণ বিরোধীদলীয় নেতার আনুষ্ঠানিক গ্রেফতারের পরে তুর্কি অ্যাসেটগুলোর মূল্যের অস্থিরতার মাত্রা বাড়তে পারে বলে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে রয়েছে। ইতিমধ্যে, তুরস্কের স্টক মার্কেটে অনেক ফিন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে শর্ট সেল নিষিদ্ধ করা হয়েছে — যা মার্কেটে অস্থিরতা অব্যাহত থাকবে এমন প্রত্যাশার ইঙ্গিত দেয়। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রবিবার কমার্শিয়াল ব্যাংকগুলোর সঙ্গে একট বৈঠক করেছে এবং এরপর ইকুইটিতে শর্ট সেল নিষেধাজ্ঞা আরোপ করেছে।

কমোডিটি মার্কেটে, তেলের দাম স্থিতিশীল রয়েছে, কারণ ট্রেডাররা নতুন মার্কিন শুল্ক এবং OPEC+–এর আসন্ন সরবরাহ বৃদ্ধির সম্ভাব্য প্রভাব মূল্যায়ন করছে। স্বর্ণের দাম আউন্স প্রতি $3,022–এর কাছাকাছি রয়েছে, যা বৃহস্পতিবারের সর্বকালের উচ্চতার কাছাকাছি।

এই সপ্তাহে ইউরোপ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কার্যক্রম সংক্রান্ত প্রতিবেদন ট্রেডাররা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন — যাতে বাণিজ্যসংক্রান্ত অনিশ্চয়তার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি মন্থর হয়ে যাচ্ছে কি না, তার ইঙ্গিত পাওয়া যাবে। সপ্তাহের শেষের দিকে যুক্তরাষ্ট্রের পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচারস (PCE) সংক্রান্ত প্রকাশিত হবে — যা মুদ্রাস্ফীতির পূর্বাভাস নির্ধারণে ফেডারেল রিজার্ভের প্রিয় সূচক হিসেবে বিবেচিত।

Exchange Rates 24.03.2025 analysis

S&P 500-এর টেকনিক্যাল বিশ্লেষণ

সূচকটির পুনরুদ্ধারের গতি অব্যাহত রয়েছে। আজ ক্রেতাদের মূল লক্ষ্য হবে নিকটবর্তী রেজিস্ট্যান্স 5,715 লেভেল ব্রেক করা। যদি এটি সম্ভব হয়, তাহলে সূচকটির আরও ঊর্ধ্বমুখী প্রবণতা গড়ে উঠতে পারে এবং পরবর্তী লক্ষ্য হবে 5,740। ক্রেতাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্যমাত্রা হলো 5,766 লেভেলের ওপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা — যা তাদের অবস্থান আরও শক্তিশালী করবে।

অন্যদিকে, যদি ঝুঁকি গ্রহণের প্রবণতা দুর্বল হয়ে পড়ে, তাহলে ক্রেতাদের অবশ্যই মূল্যকে 5,692 লেভেলের উপরে রাখতে হবে। সূচকটির দর এই লেভেল ব্রেক করে নিচের দিকে গেলে সূচকটি দ্রুত 5,670–এ নেমে যেতে পারে এবং এরপর 5,645 এর দিকে নামার সম্ভাবনা উন্মুক্ত হতে পারে।

*এখানে পোস্ট করা মার্কেট বিশ্লেষণ আপনার সচেতনতা বৃদ্ধির জন্য প্রদান করা হয়, ট্রেড করার নির্দেশনা প্রদানের জন্য প্রদান করা হয় না।

বিশ্লেষকদের পরামর্শসমূহের উপকারিতা এখনি গ্রহণ করুন
ট্রেডিং অ্যাকাউন্টে অর্থ জমা করুন
ট্রেডিং অ্যাকাউন্ট খুলুন

ইন্সটাফরেক্স বিশ্লেষণমূলক পর্যালোচনাগুলো আপনাকে মার্কেট প্রবণতা সম্পর্কে পুরোপুরি সচেতন করবে! ইন্সটাফরেক্সের একজন গ্রাহক হওয়ায়, দক্ষ ট্রেডিং এর জন্য আপনাকে অনেক সেবা বিনামূল্যে প্রদান করা হয়।

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.