empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

আন্তর্জাতিক কারেন্সি মার্কেট ফরেক্স হলো একটি ট্রেড এরিয়া যেখানে মুদ্রা ক্রয় এবং বিক্রয় করা হয়। বর্তমানে, ফরেক্স মার্কেট হলো একটি বিশাল এবং লাভজনক ক্ষেত্র। এই মার্কেটে প্রতিদিন ৪ ট্রিলিয়ন ডলারের লেনদেন সম্পন্ন হয়। এই মার্কেটের অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল কোম্পানি সেইসাথে ব্যক্তিগত বিনিয়োগকারী যেমন ট্রেডার। ফরেক্স মার্কেটের বৈশিষ্ট্য হলো এটি অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান থেকে ভিন্ন এখানে সপ্তাহে পাঁচদিন ২৪ ঘণ্টা কাজ করা যায় এবং স্থায়ীভাবে উপার্জন করা যায়।

একজন ট্রেডার ফরেক্সে লেনদেন করে প্রচুর মুনাফা লাভ করতে পারে। যদিও,ফরেক্সে উপার্জনের পাশাপাশি, ট্রেডারকে কমিশন প্রদান করতে হয়। ফরেক্স মার্কেটে ট্রেডিং কার্যক্রম পরিচালনার জন্য কোন কমিশন প্রদান করতে হয় না। ফরেক্স মার্কেটের প্রধান কমিশন হলো স্প্রেড। স্প্রেড হলো কারেন্সির ক্রয় এবং বিক্রয়ের মধ্যে পার্থক্য। অধিকন্তু, ট্রেডারদের ট্রেড খোলা থাকলে একটি রোলিং কমিশন প্রদান করতে হয়। ট্রেডারদেরও প্রদত্ত কমিশন রয়েছে উদাহরণ সরূপ তহবিল উত্তোলন এবং অর্ডার খোলার সময় প্রদত্ত কমিশন।

নিয়ম হিসেবে, ফরেক্স কমিশন হলো অল্প পরিমাণে অর্থ, অধিকন্তু, যদি একজন ট্রেডার এক দিনে স্বল্প মেয়াদী অনেকগুলো ওপেনিং এবং ক্লোজিং ট্রেড খোলে সেক্ষেত্রে কমিশন কিছুটা বেশি হবে।

    সাধারণত, কমিশনের আকার নির্ভরকরে কিছু বিষয়ের উপর:
  • কারেন্সি পেয়ার লিকুইডিটি। অধিকন্তু, উদাহরণ সরূপ,জনপ্রিয় কারেন্সি পেয়ারসমূহে বহিরাগত কারেন্সি পেয়ারের চেয়ে অনেক কম ট্রেড কমিশন রয়েছে। অধিকাংশ ক্ষেত্রে, ক্লাসিক এবং বহিরাগত কারেন্সি পেয়ারের মধ্যে কমিশনের মানের পার্থক্য থাকে।
  • লেনদেনের পরিমাণের বিষয়টিও অনেক গুরুত্বপূর্ণ। অল্প বিনিয়োগের তুলনায় অধিক বিনিয়োগ করলে তুলনামূলকভাবে অনেক বেশি লাভবান হওয়া যায়।
  • মার্কেট পরিস্থিতির উপর ফরেক্স কমিশন নির্ভর করে। বৃহত্তর অর্থনৈতিক সংবাদ প্রকাশ পেলে- অভিজ্ঞ ট্রেডারদের মতে কমিশনের আকার বৃদ্ধি পায়। কোন দিন বা বছরে লিকুইডিটির পরিমাণ কম হলেও কমিশনের পরিমাণ বৃদ্ধি পায়।

বিভিন্ন ধরনের ফরেক্স এবং স্প্রেড রয়েছে। স্প্রেড নির্ধারিত অথবা অনির্ধারিত, স্ট্যান্ডার্ড অথবা অল্প পরিমাণে হতে পারে। নির্ধারিত স্প্রেড অপরিবর্তিত থাকে এবং মার্কেট পরিস্থিতির উপর নির্ভর করে। অনির্ধারিত স্প্রেড একটি স্থিতিশীল মার্কেটে ২ পয়েন্টের সমান, অধিকন্তু এটি ৪০-৫০ পয়েন্টও হতে পারে, যদি বাজারে কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটে।

আন্তর্জাতিক মুদ্রা বাজারে ফরেক্স ব্রোকার নির্বাচনে সময় আপনার প্রদত্ত স্প্রেড এর বিষয়টি মনে রাখতে হবে। ট্রেডারদের সেইসব ব্রোকারদের থেকে দূরে থাকা উচিত যারা ট্রেডারদের উপর সকল খরচের দায়িত্ব প্রদান করে, ট্রেডারদের ট্রেড করার সময় সেখান থেকে স্প্রেড গ্রহণ করে ব্রোকারেরা মুনাফা করে। ট্রেডারদের সেইসব ব্রোকার নির্ধারণ করা উচিত যাদের অতিরিক্ত কমিশন প্রদান করতে হয় না,শুধুমাত্র সম্পন্ন ট্রেড এর জন্য স্প্রেড প্রদান করতে হয়। কোন ফরেক্স কোম্পানির সাথে একটি ট্রেডিং অ্যাকাউন্ট খোলার পূর্বে বিশ্লেষণ করে সবচেয়ে উপযুক্ত ফরেক্স প্রতিনিধি নির্বাচন করুন।

প্রবন্ধগুলোর তালিকায় ফিরে যান
একটি অ্যাকাউন্ট খুলুন
একটি অ্যাকাউন্ট খুলুন
ডিপোজিট করুন
ডিপোজিট করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.