empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

সূত্র

CG = -1*NUM/DEN

NUM = int (n, i = 0) [PRICE{i}*{i+1}]

DEN = int (n, i = 0) [PRICE {i}], যেখানে


PRICE [i] = i বার পেছনের মূল্য;

PRICE [0] = বর্তমান বারের মূল্য;

PRICE [2] = 2 বার পেছনের মূল্য।

লেনদেনের ক্ষেত্রে ব্যবহার

প্রযুক্তিগত বিশ্লেষণ এবং লেনদেন করার ক্ষেত্রে এই অসসিলেটরের প্রধান সুবিধা হল এটা কোন বিলম্ব ছাড়াই প্রধান পিভট পয়েন্টগুলো সনাক্ত করতে সহায়তা করে।

ফিল্টার কোইফিসিয়েন্ট এর আপেক্ষিক এ্যামপ্লিটিউড অনুযায়ী বিভিন্ন প্রাইস ফিল্টার চূড়ান্ত প্রতিক্রিয়া প্রদান করতে বিলম্ব করায় মেটাট্রেডারের 'সেন্টার অফ গ্রাভিটি' অসসিলেটরের ধারনা আসে। SMA হল এমন একটি ফিল্টার যার সব কোইফিসিয়েন্টের মান একই। তাই, SMA এর সেন্টার অফ গ্রাভিটি হল কোন ফিল্টারের উপযুক্ত কেন্দ্র।

সেন্টার অফ গ্রাভিটি নির্দেশক স্টকাস্টিক অসসিলেটরের মতই। এই দুটির মধ্যে পার্থক্য হল সেন্টার অফ গ্রাভিটি নির্দেশকের কোন অতিরিক্ত ক্রয় অথবা অতিরিক্ত বিক্রয় অঞ্চল নেই এবং এর প্রধান সংকেতগুলো দুটি সংকেত লাইন তৈরি করে (লাল এবং নীল)।

নির্দেশকের প্রধান সংকেতগুলো তৈরি হয় সংকেত লাইনগুলো অতিক্রান্ত হওয়ার মাধ্যমে:

  • যদি লাল লাইন নীল লাইনকে নিচ থেকে অতিক্রম করে উপরের দিকে ওঠে, তাহলে নির্দেশক ক্রয় সংকেত প্রদান করে।
  • যদি লাল লাইন নীল লাইনকে উপর থেকে অতিক্রম করে নিচের দিকে নামে, তাহলে নির্দেশক বিক্রয় সংকেত প্রদান করে।

এই নির্দেশকটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে অল্প সময়ের মধ্যে সংকেত প্রদান করতে পারে, তাই অতিরিক্র কোন ফিল্টার ব্যবহার করা ছাড়াই এই সংকেতগুলো লেনদেনে ব্যবহার করা যাবে।

'সেন্টার অফ গ্রাভিটি' কম্পিউটার নির্দেশক আরও একটি সংকেত প্রদান করে, তা হল ডাইভারজেন্সের ক্লাসিক সংকেত:

  • যদি মূল্য দুটি নতুন হাই তৈরি করে (দ্বিতীয়টি প্রথমটি থেকে উপরে) এবং সেন্টার অফ গ্রাভিটি নির্দেশক যদি নতুন মেক্সিমাম প্রদর্শন না করে থাকে, তাহলে বিক্রি করার জন্য ডাইভারজেন্স সংকেত আসে।
  • যদি মূল্য দুটি নতুন লো তৈরি করে (প্রথমটি দ্বিতীয়টি থেকে নিচে) এবং সেন্টার অফ গ্রাভিটি নির্দেশক নতুন মেক্সিমাম প্রদর্শন না করে থাকে, ক্রয় করার জন্য কনভারজেন্স সংকেত আসে।
সেন্টার অফ গ্রাভিটি নির্দেশক

ডাউনলোড


তালিকায় ফিরে যান
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.