empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

হিসাব

চলতি ট্রু লো, TL নির্ণয়। TL হল সর্বনিম্ন কারেন্ট মিনিমাম অথবা পূর্বের ক্লোজিং মূল্য।

TL (i) = MIN (LOW (i) || CLOSE (i - 1))

চলতি বায়িং প্রেসার হিসাব। BP হল ক্লোজিং প্রাইস এবং ট্রু লো এর মধ্যকার পার্থক্য।

BP (i) = CLOSE (i) - TL (i)

ট্রু রেঞ্জ, TR নির্ণয়। এটা হল চলতি হাই এবং লো এর মধ্যকার সর্বোচ্চ পার্থক্য; অথবা চলতি হাই এবং পূর্বের ক্লোজিং প্রাইস এর মধ্যকার সর্বোচ্চ পার্থক্য; অথবা পূর্বের ক্লোজিং প্রাইস এবং চলতি লো এর মধ্যকার সর্বোচ্চ পার্থক্য।

TR (i) = MAX (HIGH (i) - LOW (i) || HIGH (i) - CLOSE (i - 1) || CLOSE (i - 1) - LOW (i))

সকল সময়কালের জন্য BP নির্দেশকের যোগফল নির্ণয়:

BPSUM (N) = SUM (BP (i), i)

সকল সময়কালের জন্য TR নির্দেশকের যোগফল নির্ণয়:

TRSUM (N) = SUM (TR (i), i)

রো আল্টিমেট অসসিলেটর, RawUO নির্ণয়:

RawUO = 4 * (BPSUM (1) / TRSUM (1)) + 2 * (BPSUM (2) / TRSUM (2)) + (BPSUM (3) / TRSUM (3))

আল্টিমেট অসসিলেটর, UO নির্ণয়:

UO = ( RawUO / (4 + 2 + 1)) * 100, যেখানে:


MIN- সর্বনিম্ন মান;

MAX - সর্বোচ্চ মান;

|| - যৌক্তিক অথবা (OR);

LOW (i) - বর্তমান বারের সর্বনিন্ম মুল্য;

HIGH (i) - বর্তমান বারের সর্বোচ্চ মূল্য;

CLOSE (i) - বর্তমান বারের ক্লোজিং মূল্য;

CLOSE (i - 1) - পূর্বের বারের ক্লোজিং মূল্য;

TL (i) - ট্রু লো;

BP (i) - বায়িং প্রেসার;

TR (i) - ট্রু রেঞ্জ;

BPSUM (N) - N প্রিয়ডের জন্য BP মানের যোগফল (N এর মান 1 হলে i = 7 টি বার; যখন N = 2, i = 14 টি বার; যখন N = 3, i = 28 টি বার);

TRSUM (N) - N প্রিয়ডের জন্য TR মানের যোগফল (N এর মান 1 হলে i = 7 টি বার; যখন N = 2, i = 14 টি বার; যখন N = 3, i = 28 টি বার);

RawUO - রো আল্টিমেট অসসিলেটরের মান;

UO - আল্টিমেট অসসিলেটরের মান।

লেনদেনের ক্ষেত্রে ব্যবহার

যেহেতু আল্টিমেট অসসিলেটরকে প্রযুক্তিগত বিশ্লেষণের জন্য ব্যবহার করা হয় এবং এটা ০% থেকে ১০০% এর মধ্যে ওঠানামা করে, তাই আল্টিমেট অসসিলেটরের বেসলাইনকে বাজারের জন্য অতিরিক্ত বিক্রয়/অতিরিক্ত ক্রয় নির্দেশক ধরা যায়। যদি সূচকটি ৭০ মাত্রার উপর মান দেখায়, তাহলে বাজার অতিরিক্ত বিক্রয় অবস্থায় রয়েছে এবং খুব শিঘ্রই ট্রেন্ড রিভার্সাল হবে। কোন কারনে নির্দেশকটি ৩০ মাত্রার নিচে নেমে গেলে, শিঘ্রই মূল্য বৃদ্ধি পেতে পারে।

আল্টিমেট অসসিলেটর (এবং অন্য যেকোন প্রযুক্তিগত অসসিলেটরে) এই পদ্ধতি ব্যবহার করার সময় 'গ্যাম্বলার ফ্যালাসি' বিবেচনায় রাখা প্রয়োজন।

এই সূচকটি ব্যবহারের ক্ষেত্রে ল্যারি উইলিয়ামস সম্পূর্ণ ভিন্ন মত পোষণ করেছেন, কিন্তু এখন আধুনিক বিনিময় বাজারে এটা খুবই প্রাসঙ্গিক:

  • যদি মূল্য বৃদ্ধির সময় বিয়ারিশ ডাইভারজেন্স থাকে এবং নির্দেশক ৫০ লেভেলের নিচে নেমে যায়, তাহলে শর্ট পজিশন খোলা প্রয়োজন। মূল্য ৩০ লেভেলের নিচে নেমে গেলে শর্ট পজিশনগুলো বন্ধ করুন;
  • যদি মূল্য কমে যাওয়ার সময় বুলিশ কনভারজেন্স থাকে এবং নির্দেশক ৫০ লেভেলের উপরে থাকে, তাহলে লং পজিশন খুলুন। মূল্য ৭০ লেভেলকে অতিক্রম করলে লং পজিশন বন্ধ করুন।
আল্টিমেট অসসিলেটর

ইন্সটাফরেক্স আল্টিমেট অসসিলেটর পরিমিতি

fastperiod = 7

middleperiod = 14

slowperiod = 28

fastK = 4

middleK = 2

slowK = 1

ডাউনলোড


তালিকায় ফিরে যান
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.