empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

Formula

L0:=((1-g)*C) + (g*PREV);

L1:=(-g*L0) + Ref(L0,-1) + (g*PREV);

L2:=(-g*L1) + Ref(L1,-1) + (g*PREV);

L3:=(-g*L2) + Ref(L2,-1) + (g*PREV);

cu:= If(L0 > L1, L0-L1,0) + If(L1 > L2, L1-L2,0) + If(L2 > L3, L2-L3,0);

cd:= If(L0 < L1, L1-L0,0) + If(L1 < L2, L2-L1,0) + If(L2 < L3, L3-L2,0).

লেনদেনের ক্ষেত্রে ব্যবহার

অন্যান্য অসিলেটরের মত, এই সূচক ব্যবহারের প্রধান কারণ হলো সূচক ০.১৫ লেভেল অতিক্রম করলে ক্রয় অর্ডার খোলা এবং সূচক ০.৭৫ লেভেল এর নিচে পৌঁছালে বিক্রয় অর্ডার খোলা।

মেটাট্রেডার এর RSI লেগ্যার সূচকের প্রধান প্যারামিটার হলো ফ্যাক্টর গামা যা পূর্বনির্ধারিত ০.৭ লেভেল এর সমান। একটি বিষয় মনে রাখা জরুরী যে যখন মান এই লেভেল এর কমে ব্যবহৃত হবে (উদাহারন সরূপ, ০.৫), এক্ষেত্রে সূচক পরামর্শ দিবে আগ্রাসী ট্রেডিং এর পরিবর্তে অধিক সংখ্যক ট্রেডিং সিন্যাল খুলতে, যা মুনাফার উপর নেতিবাচক প্রভাব ফেলবে। সূচক এর ফ্যাক্টরের মান অধিক ( ০.৮৫ এর বেশি) নাও হতে পারে, প্যারামিটার সূচকের কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে পারে।

অন্যান্য সূচকের সাথে তুলনা করলে প্রায়োগিক সূচক RSIলেগ্যার হলো একটা অবস্থা যখন সূচকের রেখা অনুভূমিক ভাবে ন্যূনতম বা সর্বোচ্চ মানে পরিবর্তনশীল। এর কারণ হলো নির্দেশিত শক্তিশালী ওঠানামা। এইভাবে, সূচক ১ এর সমান অথবা অনুভুমিক হয়, ওঠানামার প্রবণতা শক্তিশালী হয়, যা নির্দেশিত করা হয়েছে, যা মার্কেটে বর্তমান রয়েছে। যদি সূচক শূন্য এর সমান হয় এবং অনুভূমিকভাবে চলে, সে ক্ষেত্রে নিম্নগামী আন্দোলন বাড়লে বিক্রয় চুক্তি খুলে হবে।

RSI লেগ্যার সূচক

ইন্সটাফরেক্স RSIলেগ্যার সূচকের প্যারামিটার

gamma = 0.7

ডাউনলোড


তালিকায় ফিরে যান
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.