empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

সূত্র

RVIorig = 100*( EMA[W14] of U)/( EMA[W14] of S)

RVI = (RVIorig of highs + RVIorig of lows)/2, যেখানে


S = Stddev (10 days) - দশ দিনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন;

U = S, যদি বর্তমান মূল্য আগের প্রিয়ডের মূল্যের চেয়ে বেশি হয়;

U = 0, বর্তমান মূল্য যদি আগের প্রিয়ডের মূল্যের চেয়ে কম হয়;

EMA (w14) = ১৪ দিনের এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ;

RVIorig of highs - হাই (highs) এর রিলেটিভ ভোলাটিলিটি ইনডেক্স;

RVIorig of low - লো (lows) এর রিলেটিভ ভোলাটিলিটি ইনডেক্স।

লেনদেনের ক্ষেত্রে ব্যবহার

'আরভিআই' এর প্রধান সুবিধা হল এটা 'আরএসআই' এর উপর ভিত্তি করে তৈরি এবং 'আরএসআই' এর দেওয়া সকল ডাইভারসিফিকেশন এটা বিবেচনায় নেয়। যেহেতু 'আইভিআই' ভোলাটাইল নির্দেশক এবং এটা ক্লাসিক্যাল অসসিলেটর নয়, তাই এটাকে স্বাধীনভাবে ব্যবহার করা উচিত না। এজন্য, 'আরভিআই' সংকেতের সাথে প্রযুক্তিগত বিশ্লেষণের অসসিলেটর সংকেত একত্রিত করা ভাল, উদারহণস্বরূপ 'আরএসআই' নির্দেশক।

যদি 'আরএসআই' নির্দেশক 'আরভিআই' এর সাথে ৭০% অতিক্রম করে অতিরিক্ত বিক্রয় অঞ্চলে পৌছায়, তাহলে আমরা একটি শক্তিশালী সংকেত পাই যে, মূল্য বৃদ্ধি পাওয়া খুব শীঘ্রই বন্ধ হবে এবং হ্রাস পাওয়া শুরু হবে।

যদি 'আরএসআই' এবং 'আরভিআই' নির্দেশক একসাথে ৩০% লেভেলের নিচে যায়, অর্থাৎ যদি অতিরিক্ত ক্রয় অঞ্চলে প্রবেশ করে, তাহলে মূল্য বৃদ্ধির জন্য প্রস্তুতি নিতে হবে। এজন্য, আলাদাভাবে ব্যবহার না করে এই দুটি নির্দেশক একত্রে ব্যবহার করা ভাল।

যদি 'আরএসআই' ৭০% এর বেশি অথবা ৩০% এর কম হয়, কিন্তু 'আরভিআই' এর সংকেত এরকম না হয়, তাহলে পজিশন খোলার আগে উভয় নির্দেশকের একই সংকেত দেখানো পর্যন্ত অপেক্ষা করা ভাল।

'আরভিআই' ব্যবহারের আরেকটি বিকল্প হল মূল্যের সাথে ডাইভারজেন্স এবং কনভারজেন্স সনাক্ত করা। মূল্য উর্ধ্বমুখী হওয়ার সময় সূচক নিম্নমুখী হলে, শীঘ্রই মূল্য হ্রাস পাওয়ার সম্ভাবনাকে নির্দেশ করে (ডাইভারজেন্সের ক্ষেত্রে)।

বিপরীত পরিস্থিতির ক্ষেত্রেও প্রযোজ্য: মূল্য বৃদ্ধির সময় সূচক নিম্নমুখী হলে মূল্য বৃদ্ধি পাওয়াকে নির্দেশ করে (কনভারজেন্সের ক্ষেত্রে)।

'আরভিআই' যখন অতিরিক্ত বিক্রয় অথবা অতিরিক্ত ক্রয় অঞ্চলে থাকে তখন এরূপ সংকেত তৈরি হওয়া খুবই প্রাসঙ্গিক। 'আরভিআই' ইনডেক্স নিরপেক্ষ অঞ্চলে থাকলেও (৩০%-৭০% এর মধ্যে), ডাইভারজেন্স/কনভারজেন্স সংকেত হতে পারে।

যদি 'আরভিআই' এর পরিমিতির ক্ষেত্র 'আরএসআই' সূচক থেকে বেশি হয়, তাহলে 'আরভিআই' এর মাধ্যমে প্রাপ্ত সংকেত আরও ভাল হবে।

রিলেটিভ ভোলাটিলিটি ইনডেক্স- আরভিআই

ইন্সটাফরেক্স আরভিআই পরিমিতি

RVIperiod = 14

ডাউনলোড


তালিকায় ফিরে যান
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.