empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

ফরেক্স মুদ্রা বাজারে অংশগ্রহণকারীরা তাদের কর্মকাণ্ড এবং মুদ্রাহারে প্রভাবের উপর নির্ভর করে দুই ভাগে বিভক্তঃ মার্কেট মেকারস এবং মার্কেট ব্যবহারকারীগন ।


মার্কেট মেকারস হল বড় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানসমূহ যেগুলো বিশ্ববাজারের মোট পরিমাণের একটা বড় অংশের মালিক হয়ে মুদ্রাহারের চলতি মূল্য নির্ধারণ করে। মার্কেট মেকাররা বিভিন্ন ট্রেডিং উপাদানের একটি নিয়মিত নিয়ন্ত্রণ সাধন করে এবং এগুলো নিয়ে ট্রেড করে থাকে। মার্কেট মেকাররা হল মার্কেটের সদস্য যারা ক্রয় এবং বিক্রয় নির্দেশনার মাধ্যমে নির্দিষ্ট উপাদানের তারল্য সরবরাহ করে। এগুলো হল বড় বড় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানসমূহ যারা ক্রয় এবং বিক্রয় উপাদানের মাধ্যমে দৈনিক মুদ্রা কার্যক্রম পরিচালনা করে, যার পরিমান লাখ লাখ আমেরিকান ডলারের চেয়েও বেশি। প্রত্যেক মার্কেটের আছে ইহার নিজস্ব কিছু মার্কেট মেকার। একইভাবে, প্রত্যেক ফরেক্স ব্রোকারের আছে এটার নিজস্ব কিছু মার্কেট মেকার, যাদের কোটিং হার নিজেদের মাধ্যমেই নিয়ন্ত্রিত হয় এবং পরবর্তীতে তাদের গ্রাহকদের কাছে অফার করা হয়। বড় বড় মার্কেট মেকারসমুহের মধ্যে Deutsche Bank, Mizuho Bank, Barclays Bank, PBS, Citi Bank, Chase Manhattan Bank, Union Bank of Switzerland ইত্যাদির এর নাম উল্লেখ করা যেতে পারে। কোন একটি প্রতিষ্ঠানকে মার্কেট মেকার হিসাবে সংজ্ঞায়িত করতে, শুধুমাত্র বাংকের আকার বিবেচনা করলেই হবে না, মার্কেট পরিচালনায় এটার অংশিদারিত্বের পরিমাণ এবং তার মূল্য নীতি দ্বারা মার্কেটকে প্রভাবিত করার ক্ষমতাকেও বিবেচনা করতে হবে।


পূর্বে যেভাবে উল্লেখ করা হয়েছে, একটা নির্দিষ্ট মার্কেটের জন্য নিজস্ব মার্কেট মেকার থাকতে পারে। গুরুত্ব নির্দেশ করে যে, USD/CHF ট্রেডিং উপাদানের জন্য প্রধান মার্কেট মেকাররা হল Credit Suisse Bank এবং Union Bank of Switzerland। এশিয়ান মুদ্রাসমূহের সাথে ট্রেডিং উপাদানসমূহ তুলনা করলে Standard Chartered Bank হল প্রধান মার্কেট মেকার। সোভিয়েত মুদ্রা রুবালের সাথে তুলনা করলে International Moscow Bank এবং Onexim Bank হল প্রধান মার্কেট মেকার। যদি সোভিয়েত মুদ্রা রুবল, নিয়ন্ত্রিত মুদ্রা হারের সিমা অতিক্রম করে তবে, বিভিন্ন মুদ্রায় হস্তক্ষেপের মাধ্যমে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, The Central Bank of Russia, রুবালের বিপরীতে অন্য মুদ্রার কোট হার নির্ধারণ করে একইরকম ভূমিকা পালন করতে পারে।


মার্কেট মেকাররা নিজেদের পাশাপাশি মার্কেটে অংশগ্রহণকারী অপেক্ষাকৃত ছোট ব্যাংকগুলোর সাথে ট্রেডে অংশগ্রহনের মাধ্যমে মুদ্রা বিনিময় হার নির্ধারণ করে। এটাই হল মার্কেট মেকারস যারা ছোট ব্যাংক, প্রতিষ্ঠান এবং বাক্তি পর্যায়ে মুদ্রা হার নির্ধারণ করে। এভাবেই এসকল অংশগ্রহণকারীকে নামকরনের জন্য আরেক প্রকারের ধারণা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেটা হল মার্কেট বাবহারকারী।


মার্কেট বাবহারকারীরা হল আর্থিক প্রতিষ্ঠানসমূহ, ব্রোকার কোম্পানিসমূহ, ছোট ছোট ব্যাংক এবং ব্যাক্তিবর্গ যারা তাদের কার্যক্রমের জন্য মার্কেট মেকারদের নির্ধারিত কোটিং হার ব্যবহার করে। মার্কেট ব্যবহারকারীরা মার্কেটে আগ্রাসী ভূমিকা পালন করে না। যদিও মার্কেটে তাদের মোট কার্যক্রমের পরিমাণ অনেক বড় তবুও প্রত্যেকের অংশগ্রহণের পরিমাণ খুবই ছোট। ছোট মার্কেট ব্যাবহারকারিদের ভূমিকা সামঞ্জস্য বা মার্কেট মেকারদের সরবরাহকৃত হারে থাকে না। এভাবেই, মার্কেট মেকাররা মূল্য তৈরি করে এবং মার্কেট ব্যাবহারকারীরা সেটা গ্রহণ করে।


নিবন্ধনগুলোর তালিকায় ফিরে যান
একটি অ্যাকাউন্ট খুলুন
একটি অ্যাকাউন্ট খুলুন
ডিপোজিট করুন
ডিপোজিট করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.