empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

আন্তর্জাতিক মুদ্রা বাজারে কাজ করলে ধারণা করা হয় যে, একজন ট্রেডার বর্তমানে জনপ্রিয় ফরেক্স বিষয়ক শীর্ষস্থানীয় সফটওয়্যার ব্যাবহার করে। এবং একজন ট্রেডারের প্রয়োজন হয় সর্বশেষ প্রকাশিত শুধু ফরেক্স সফটওয়্যার সম্পর্কে খোঁজ করা এবং সেটার সুবিধাসমূহ বিশ্লেষণ করা। ফরেক্স সফটওয়্যার একজন ব্রোকারের মাধ্যমে শুরু হয় এবং স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বন্ধ হয়, ব্যাপকভাবে যেটা EAs নামে পরিচিত। ফরেক্স সফটওয়্যার হল ট্রেডারদের হাতে একটি শক্তিশালী ট্রেডিং উপাদান। সফটওয়্যারের প্রয়োগ ছাড়া একটি মুদ্রাবাজারে কার্যক্রম পরিচালনা করা অসম্ভব। যত বেশি কার্যকরী সফটওয়্যার তত বেশি সফল এবং মুনাফাযোগ্য ট্রেডিং।


বর্তমান সময়ে, অনেক ব্রোকার এবং লেনদেনকেন্দ্রগুলো ব্যাক্তিগত সফটওয়্যার তৈরি করে দেয়।


আজকালকার দিনে, ট্রেডারের কৌশল পরিমাপক, সহজেই ব্যবহারযোগ্য ও সুবিধাজনক সফটওয়্যার পছন্দ করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। বিভিন্ন প্রকারের সফটওয়্যার আছে, যেমন:


১ফরেক্স তালিকাসমূহের প্রয়োগ সংক্রান্ত সফ্টওয়্যার। এই জাতীয় ট্রেডিং প্লাটফর্মে একজন ট্রেডারের সুযোগ থাকে প্রকৃত অ্যাকাউন্টে প্রকৃত অর্থে ট্রেড করার। এই সফটওয়্যারের আছে কোটস অপশন যেটা একটি সংশ্লিষ্ট ট্রেডিংএর চলতি মূল্য জানার জন্য ব্যবহৃত হয়। এই সফটওয়্যারের ব্যবহার ট্রেডারদেরকে ট্রেডিং পদ্ধতি অনুসরণ করার সুযোগ দেয়।


২ স্বয়ংক্রিয় সফটওয়্যার। এরকম সফটওয়্যার একজন ট্রেডারের সরাসরি জড়িত না থাকা সত্ত্বেও ট্রেডিং কার্যক্রম সম্পাদন করতে পারে। এই সফটওয়্যারের কর্মনীতি হল ট্রেডারের অংশগ্রহণ ছাড়ায় ট্রেডিং কার্জক্রম অধিকাংশই সম্পন্ন করা।


৩ সফটওয়্যার হল ট্রেডিং সংকেতের একটি পদ্ধতি। এটা সাধারণত মানুষ দ্বারা লেখা হয়, ব্রকারেজ কোম্পানি দ্বারা নয়। এই সফটওয়্যার বোঝায় যে একজন ট্রেডার নিজে নিজেই পছন্দ করেফরেক্স টেকনিকাল ইনডিকেটরসমূহ যেটা ট্রেডিং কার্জক্রম সম্পাদন করতে সর্বোচ্চ সহায়তা বাড়িয়ে দেয়। একজন ট্রেডারের কাছে ট্রেডিং সংকেতসমূহ প্রয়োজন মার্কেট পরিস্থিতি বোঝার জন্য যেন সে জানতে পারে কখন মার্কেটে প্রবেশ করা উচিৎ এবং কখন বেরিয়ে আসা উচিৎ।


অধিকাংশ সফটওয়্যার কার্যক্রমের ধরণ বুঝতে পারা একজন ট্রেডারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। সফটওয়্যারের অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিরাপত্তা হুমকি। সফটওয়্যারের একটি স্বয়ংক্রিয় নিরাপত্তা থাকা উচিৎ এবং একটি নির্দিষ্ট সময়কালে একবার করে আপডেট করা উচিৎ। যদিও, সফটওয়্যারটিতে তথ্য কপিকরণ, তৈরিকরণ এবং জমাকরনের সুবিধা থাকা খুব প্রয়োজন।


কার্জসম্পর্কিত সফটওয়্যার একজন ট্রেডারকে তার ট্রেডিংএর সময়ের সঠিক পরিকল্পনা এবং একটি মুদ্রা বাজারে সর্বোচ্চ মুনাফা করায়। সফটওয়্যার আসলে ফরেক্সে ট্রেডারের কাজকে সহজ করে দেয়। কিন্তু সফটওয়্যারটি পছন্দ করার জন্য প্রকল্পটি পরীক্ষা করা প্রয়োজন এবং কেবলমাত্র তারপরই একজন ফরেক্স আন্তর্জাতিক মুদ্রাবাজারে দৈনিক ট্রেড করতে এটি ব্যবহার করতে পারে।


নিবন্ধগুলোর তালিকায় ফিরে যান
একটি অ্যাকাউন্ট খুলুন
একটি অ্যাকাউন্ট খুলুন
ডিপোজিট করুন
ডিপোজিট করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.