empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

স্টপ লস হলো এক ধরনের নির্দেশ যা মুদ্রার হারের অস্বাভাবিক ওঠানামা থেকে সম্ভাব্য লোকসানের পরিমাণ সীমিত করে।

অপশন খোলা থাকা অবস্থায় শুধুমাত্র স্টপ লস নির্দেশটি প্রয়োগ করা যায়। যখন মার্কেটের অবস্থা গ্রাহকের অনুকূলে থাকে না এবং মূল্য স্টপ লস এর লেভেল পর্যন্ত পৌঁছে, যখন চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এভাবে, স্টপ লস ট্রেডারদের লোকসান নিয়ন্ত্রণে সাহায্য করে এবং লোকসান হলে আমানতের কিছু অংশ সুরক্ষিত থাকে।

যদি একজন ট্রেডার স্টপ লস অর্ডার ব্যবহার না করে, তাহলে পজিশন ব্রোকারই বন্ধ করে যখন লোকসানের পরিমাণ আমানতের পরিমাণের সমান হয়।

তিন ধরনের স্টপ লস অর্ডার আছে যেমনঃ ফিক্সড স্টপ লস, স্লাইডিং স্টপ লস এবং কম্বাইন্ড স্টপ লস।

ফিক্সড স্টপ লস অবস্থান খোলার সময় নির্ধারণ করা হয়। চুক্তি বন্ধ হওয়া পর্যন্ত সেগুলো পরিবর্তন করা যায় না। শ্লাইডিং স্টপ লস, মূল্য ওঠানামার উপর নির্ভরকরে যে কোন সময় পরিবর্তন করা যায়। স্লাইডিং স্টপ লসের আরেকটি নাম হলো ট্রেইলিং স্টপ লস যা সেটিং এর উপর নির্ভর করে ট্রেডার নিজে অথবা স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করতে পারে।

বর্তমানে স্টপ লস ব্যবহার করার প্রয়োজন আছে কিনা সেটা নিয়ে অনেক ধরনের মতামত রয়েছে। অনেক ট্রেডারেরা মনে করেন যে স্টপ লস ট্রেডিং এর ক্ষেত্রে বাধ্যতামূলক হওয়া উচিত, বিশেষ করে স্টপ লস ব্যবহার করে গ্রাহক সম্পূর্ণ আমানত হারানো থেকে বেঁচে যেতে পারে। যদি পূর্বাভাসের উপর নির্ভর না করে মূল্য ক্রমাগত পরিবর্তিত হতে থাকে, সেক্ষেত্রে চুক্তি সময়মত বন্ধ না হলে অনেক বেশি ক্ষতি লোকসান হতে পারে। স্টপ লসের বিপক্ষের ট্রেডারেরা মনে করেন এই ধরনের অর্ডার শুধু লোকসান নয় লাভের ক্ষেত্র ও সীমাবদ্ধ করে দেয়। মূল্যের ওঠানামা অনিশ্চিত এবং অপ্রত্যাশিত। এটা ট্রেডারের প্রত্যাশা অনুযায়ী হতে পারে এবং স্টপ লসের লেভেল অতিক্রম করতে পারে। এক্ষেত্রে পজিশন লসের পরিবর্তে লাভের ক্ষেত্রে নিদিষ্ট থাকে।

নিয়ম হিসাবে, একজন ট্রেডার স্টপ লস অথবা ব্যক্তিগত কৌশল কোনটি অনুসরণ করবে সেটা তার উপর নির্ভর করবে। সুতরাং লোকসান সীমাবদ্ধ করার প্রয়োজনীয়তা নিয়ে মতামত ব্যক্ত করার কোন প্রয়োজন নেই।

প্রবন্ধের তালিকায় ফিরে যান
একটি অ্যাকাউন্ট খুলুন
একটি অ্যাকাউন্ট খুলুন
ডিপোজিট করুন
ডিপোজিট করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.