empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

ফরেক্স হলো আন্তর্জাতিক ব্যাংক থেকে ব্যাংকে অর্থ লেনদেন করা। ফরেক্স ট্রেড এর মাধ্যমে মুদ্রা ক্রয় অথবা বিক্রয় করা হয়। মুদ্রার এই মূল্য হারের পরিবর্তনের কারণে কম মূল্যে মুদ্রা ক্রয় করা হয় এবং অধিক মূল্যে বিক্রয় করা হয়। আপনি সঠিকভাবে পরবর্তী ওঠানামা গণনা করে মুনাফা লাভ করতে পারেন (উদাহারন সরূপ: সঠিকভাবে সংবাদ নির্ধারণ করা)।


ফরেক্স মার্কেটের অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে: ব্যাংক(কেন্দ্রীয় এবং বাণিজ্যিক), অবসরভাতা ফান্ড, বীমা কোম্পানি, ব্রোকার, বিক্রেতা এবং ব্যক্তিগত বিনিয়োগকারী। বিপুল সংখ্যক অংশগ্রহণকারী এবং ট্রেডের একই পরিমাণের কারণে কয়েক সেকেন্ডে অনেকগুলো লেনদেন সম্পন্ন করা হয়।


ব্রোকারেরা ঋণ( লিভারেজ) প্রদান করে তাই ফরেক্সে লেনদেন করতে খুব বেশি মূলধনের প্রয়োজন নেই। আমানতের প্রায় শতগুণ পরিমাণ অর্থ ব্রোকারেরা ঋণ হিসাবে প্রদান করে।


ফরেক্সে লেনদেন কার্যক্রম ২টি অংশে ভাগ করা যায়। প্রথমত: ট্রেডারেরা একটি নিদিষ্ট মুদ্রা জোড়ায় অবস্থান খোলে। দ্বিতীয়ত: এই জোড়ায় অবস্থান বন্ধ করে। ফরেক্সে কয়েক সেকেন্ডে অনেকগুলো ট্রেড স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। যাইহোক, এই ধরনের অনেকগুলো ট্রেড ট্রেডার কর্তৃক এক সাথে বন্ধ করা হলেও এটা মূল্যের উপর কোন উল্লেখযোগ্য প্রভাব ফেলে না।


ফরেক্স লেনদেনে পজিশন ওপেনিং হলো কোনো ব্রোকারের কাছ থেকে কোনো মুদ্রার বিনিময়ে অন্য একটি মুদ্রা গ্রহণ করা। বেইজ মুদ্রার মূল্যমানকে কোট বলা হয়। এর দুইটি সংখ্যা রয়েছে: বিড – যে মূল্যে মুদ্রা বিক্রয় করা যায় এবং আস্ক – যে মূল্যে মুদ্রা ক্রয় করা যায়। বিড ও আস্ক এর মধ্যকার পার্থক্যকে স্প্রেড বলা হয় (কোনো ব্রোকারের উপার্জনের প্রধান উৎস স্প্রেড)। ফরেক্স মার্কেটে যারা কাজ করে তারা মুদ্রার হার সম্পর্কিত তথ্য সহজেই পেয়ে থাকে।


ফরেক্স তিনটি ভিন্ন পদ্ধতিতে লেনদেন করা যায়। এই পদ্ধতিগুলো বিভিন্ন ব্যবসায়িক কৌশলে সম্পন্ন করা হয়। ফরেক্সে লেনদেনের অভিজ্ঞতা সম্পন্ন ব্যবসায়ীরা অনেক বছর ধরে তাদের নিজস্ব কৌশল অনুসরণ করে আসছে, কিন্তু এগুলোর মধ্যে কিছু অনুমোদিত এবং লাভজনক কৌশল রয়েছে:


-ডে ট্রেডিং। একজন ট্রেডার এক অথবা দুই মিনিট থেকে কয়েক ঘন্টাব্যাপী ডে ট্রেডিং (দিনব্যাপী স্বল্প মেয়াদী ট্রেডিং) খোলে। এই ধরনের ট্রেড সাধারণত এক দিনের মধ্যে এবং বেশিরভাগ রাত শেষ হওয়ার আগেই বন্ধ করে ফেলা হয়।


- নিউজ ট্রেডিং। প্রকাশিত সংবাদের সঠিক বিশ্লেষণ করে, এই ধরনের লেনদেনের মাধ্যমে ট্রেডারেরা সবসময় নিদিষ্ট পরিমাণ মুনাফা গ্রহণ করতে পারে, একইসাথে, ভুল সংবাদ বিশ্লেষণ এবং পজিশন ঠিকমত না খোলার ফলে বড় ধরনের লোকসান হতে পারে।


- মিডটার্ম ট্রেডিং। এই ধরনের ট্রেডিং এর ক্ষেত্রে, ট্রেডারেরা দীর্ঘ সময়ের জন্য ট্রেডিং খোলে (১-২ দিন থেকে ১-২ মাস পর্যন্ত)। এই কৌশল অবলম্বন করলে প্রচুর মুনাফা লাভ করা যায়, যদি কমপক্ষে কয়েকদিন ধরে ট্রেড খোলা রাখা হয়। এই ধরনের লেনদেনে অধিক মূলধনের প্রয়োজন হয়।


- ফরেক্স লেনদেনের প্রায়োগিক বিশ্লেষণ হলো মুদ্রা জোড়ার বিভিন্ন মানকে বিভিন্ন ধরণের চার্টে (বার, জাপানিজ ক্যান্ডেলস্টিক, লাইন) উপস্থাপন করে বিশ্লেষণ করা ও মুদ্রাজোড়ার ভবিষ্যৎ ওঠানামা সম্পর্কে পূর্বাভাস প্রদান করা।


- ক্যারি ট্রেড হলো মুদ্রা জোড়ার সুদের হারের পার্থক্য থেকে মুনাফা লাভ করা।


এই ধরনের লেনদেনের ক্ষেত্রে, ট্রেডারদের দীর্ঘ সময়ের জন্য পজিশন খুলতে হয় (২-৩ মাস থেকে ১ বছর পর্যন্ত)। লেনদেন করতে অধিক মূলধনের প্রয়োজন হয়। ট্রেড লাভজনক পর্যায়ে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করতে হয়।


ফরেক্স ট্রেড এর আরও একটি সুবিধা হলো যে কোন সময় এবং যে কোন স্থান থেকে সপ্তাহে ৭দিন ২৪ঘন্টা লেনদেন করা যায় (সোম থেকে শুক্র)। ফরেক্সে এই ধরনের লেনদেনের সুযোগ প্রদান করে ন্যাশনাল ব্যাংক এবং সেই সাথে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংক যেখানে বিভিন্ন দেশের মূলধন থাকে।


এই ব্যাংকগুলো মধ্যে বেশিরভাগ ব্যাংক: নিউইয়র্ক, লন্ডন, টোকিও, প্যারিস, লুক্সেমবার্গ, সিঙ্গাপুর এবং অস্ট্রিয়ায় অবস্থিত। এই ব্যাংকগুলো ফরেক্সে সারাদিন রাত ধরে লেনদেন করার মত নগদ অর্থ প্রদান করে।


প্রবন্ধের তালিকায় ফিরে যান
একটি অ্যাকাউন্ট খুলুন
একটি অ্যাকাউন্ট খুলুন
ডিপোজিট করুন
ডিপোজিট করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.