empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

বিশ্ব অর্থনৈতিক সংকট একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। শুধুমাত্র অর্থের লেনদেনে জড়িত ব্যাক্তি নয় বরং সকল সামাজিক সংঘ এমনকি প্রত্যেকে কোননা কোন দিক থেকে অর্থনৈতিক বিপর্জয় দ্বারা প্রভাবিত হয়। কেউ কেউ মুদ্রাস্ফিতির হার বা বেতন কমানো নিয়ে চিন্তিত কেউবা আরার তাদের চাকরি হারানো নিয়ে আতঙ্কিত।

সুতারাং ট্রেডাররাও এর বাইরে নয় এবং অর্থের সাথে সরাসরি জড়িত এবং বিশ্বে মুদ্রা নিয়ে ঘটমান যেকোনো কিছু নিঃসন্দেহে বিনিময় বাজারকে প্রভাবিত করে । একারনে, অন্তত একবার হলেও প্রত্যেক ট্রেডার জানতে অগ্রহি হয় যে, কোন একটি আর্থিক সংকট হলেও ফরেক্সে সেটা কি প্রভাব ফেলতে পারে কিনা এবং বৈদেশিক মুদ্রাবাজারের সদস্যদের এরকম গুরুত্ত্বপুর্ন ঘটনাগুলোতে কেমন প্রতিক্রিয়া হওয়া উচিৎ।

যদিও, বিশ্ব অর্থনৈতিক সংকট ফরেক্সের উপর ভাল বা খারাপ দুই প্রকার প্রভাবের সীমানা অতিক্রম করে।

এমতাবস্তায়, প্রত্যেক ট্রেডারের উচিৎ আর্থিক বিপর্যয়ের সময় সঠিক প্রতিক্রিয়া প্রকাশ করা এবং তথনো মুনাফা পাওয়ার মত পরিস্থিতিতে সকল প্রকার মুনাফা বের করে নেয়া।

সর্বপ্রথম, বিশ্ব অর্থনৈতিক সংবাদের ব্যাপক প্রবাহ পর্যবেক্ষণের সময় কোন চাপ নেয়ার প্রয়োজন নেই। সংকটপূর্ণ সময়কালে প্রাপ্ত সংবাদের পরিমাণ স্বস্তিকর মুহূর্তের সংবাদের চেয়েও বেশি হয়। যত দ্রুত অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীলতা হারাবে, মুদ্রাহারও ততোবেশি পরিবর্তিত হবে: যেসব দেশের মুদ্রা সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে আছে, সেসব দেশে বিনিময় হারের প্লামেটিং একটি সাধারণ ব্যাপার হয়ে দাড়িয়েছে। যখন সংবাদপত্র এবং অনলাইন প্রকাশনাসমূহ বিশ্ব আর্থিক ঘটনার নতুন নতুন তথ্যে পরিপূর্ণ হয়ে উঠে, তখন একজন ট্রেডারের পক্ষে এত বেশি তথ্য জানা, সময়মত পরিস্থিতি বিশ্লেষণ করার পাশাপাশি মুদ্রাহারের আচরণ সঠিকভাবে পূর্বানুমান করা আরও বেশি জটিল হয়ে উঠে।

তাসত্ত্বেও, সঠিক পদক্ষেপ এবং আবেগী সিদ্ধান্ত ব্যাতিরেখে যুক্তিযুক্ত বিবেচনা একত্রিত করে তুলনামূলক ভাল পরিবর্তন আনা সম্ভব। একজন ট্রেডার এমন পরিস্থিতিতে আত্মবিশ্বাসের সাথে কাজ চালিয়ে গিয়ে সহজেই মুনাফা করতে পারে এবং তার পুঁজি কয়েকগুণ বৃদ্ধি করতে পারে।

বাজার পরিস্থিতির সন্দেহ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, বরং কিভাবে এটা থেকে অর্থ বের করে আনা যায় সেটা জানা বেশি ভালো প্রথম এবং সর্বপ্রথম ক্রয় এবং বিক্রয় কার্যক্রমে ট্রেডারগন অর্থনৈতিক সংকটপূর্ণ মুহূর্তে তাদের।

ফরেক্স এক্সচেঞ্জ মার্কেটের টুলস এবং পদ্ধতিগুলো সর্বদা মুনাফা পেতে সহায়তা করে। যদি আর্থিক সংকট কিছু মুদ্রা বিনিময় হার পতনে জড়িত থাকে, অন্য মুদ্রার কোটসমূহ স্বয়ংক্রিয়ভাবে বাড়তে থাকে, যেটার তুলনামূলক বিশ্লেষণ একজন ট্রেডারকে মুনাফাসহ লেনদেন সুসম্পূর্ণ করার সুযোগ দেয়।

নিঃসন্দেহে, ফরেক্সে বিশ্ব অর্থনৈতিক সংকটের প্রভাব অনুভবযোগ্য। তথাপি, ট্রেডারগনের বিরক্তিকর প্রত্যাশা সত্ত্বেও, আর্থিক গোলযোগ, বিনিময় বাজারকে ধ্বংসের দিকে ধাবিত করতে পারে না।

নিবন্ধনগুলোর তালিকায় ফিরে যান
একটি অ্যাকাউন্ট খুলুন
একটি অ্যাকাউন্ট খুলুন
ডিপোজিট করুন
ডিপোজিট করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.