empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

ইছিমকু (ইছিমকু কিঙ্কো একজন জাপানিজ যে একদেখাতেই ব্যালেন্স তালিকা দেখার জন্য পরিচিত) বিভিন্ন প্রকার ভবিষ্যৎ মূল্য প্রবণতাকে একত্রিত করে এবং অনেকগুলো নির্দেশককে সমন্বিত করে। এটা কোন মার্কেট প্রবণতাকে নির্দেশ করে, সমর্থন মাত্রা চিহ্নিত করে, ক্রয়-বিক্রয় এর জন্য সংকেত প্রদান করে। ১৯৩০ এর দিকে সাপ্তাহিক এবং দৈনিক ভিত্তিতে নিক্কি স্টক ইনডেক্স এর আচরণ নিয়ে ভবিষ্যৎবানী করার উদ্দেশ্যে ইছিমকু নির্দেশক তৈরি করেন গোইছি হসুদা (ইসিমকু সাঞ্জিন)।

টেঙ্কান- সেন (টার্নিং লাইন) তালিকায় লাল রঙে ছাপানো পণ্য প্রথম প্রান্তিকের গড় মূল্য প্রদর্শন করে যা এই সময় এর মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মূল্যের যোগফলকে ২ দিয়ে ভাগ করে পাওয়া যায়। এটা স্বল্পমেয়াদী প্রবণতার নির্দেশক।

কিজাম-সেন (আদর্শ লাইন; ভিত্তি লাইন) হল নীল। এটা দ্বিতীয় বারের বিরতিতে গড় মূল্য প্রকাশ করে। কিজান সেন কোন মার্কেট ট্রেন্ড নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়। কিজান সেন এর চেয়ে মূল্য যখন বেশি হয় মার্কেট তখন বুলিশ হয়; যখন কিজান সেন এর চেয়ে মূল্য কম হয়, মার্কেট তখন বেয়ারিশ হয়।

সেংকৌ এ (প্রথম লিডিং লাইন) দুটি পূর্ববর্তী লাইনের মধ্যকার পার্থক্যের মাঝামাঝিকে(প্রথম শীর্ষ লাইন) প্রদর্শন করে।

সেংকৌ বি (দ্বিতীয় শীর্ষ লাইন) দ্বিতীয়বার বিরতির মূল্যের পর তৃতীয় বিরতির মূল্যের গড়ও দেখায়।

কুমো (ক্লাউড) সেংকৌ স্পান এ এবং বি এর মাঝখানে একটি সংযোগ স্থল। কুমো এর মধ্যকার মূল্যসমূহ ট্রেন্ডবিহীন মার্কেটের প্রতীক, এবং এক্ষেত্রে ক্লাউডের শীর্ষ এবং নিম্ন লাইন সমর্থন এবং প্রতিরোধ হিসেবে কাজ করে। যদি মূল্য কুমো এর চেয়ে বেশি থাকে তাহলে ক্লাউড এর উপরের লাইন প্রথম সমর্থন হিসেবে এবং নিচের লাইনটি দ্বিতীয় সমর্থন হিসেবে কাজ করে। মূল্য যখন কুমো এর কম হয় তখন ক্লাউড এর নিচের লাইন নিকটবর্তী প্রতিরোধ তৈরি করে এবং শীর্ষ লাইন হল ২য় প্রতিরোধ।

চিংকৌ স্পান (পেছনের লাইন) চলতি সমাপ্ত মূল্যের ভিত্তিতে তৈরি। এটা দ্বিতীয় বিরতির মূল্য দিয়ে সমাপ্ত মূল্য প্রদর্শন করে। চিংকৌ স্পান মূল্য তালিকাকে অতিক্রম করে নিচ থেকে উপরের দিকে, এটা ক্রয়ের সংকেত। বিক্রয় সংকেত পাওয়া যায় যখন এটা উপর থেকে নিচের দিকে মূল্য তালিকা অতিক্রম করে।

টেনক্যান, কিজান এবং সেংকৌ লাইন সকল প্রকার কার্যক্রমকে এমএসিডি নির্দেশক হিসেবে কাজ করায়। চিঙ্কু স্পান হল একটি আদর্শ মেটাট্রেডার৪ নির্দেশক মোমেন্টাম।

এই নির্দেশকের উদ্ভাবক নিম্ন প্রদত্ত পরিমিতি অনুসারে সেটিং নির্ধারণের পরামর্শ দিয়েছেন: টেঙ্কান- সেন: ৯; কিজান- সেন: ২৬; সাঙ্কৌ এ: ৫২; সাংকৌ বি: ২৬। জাপানের স্টক মার্কেটে সাপ্তাহিক ট্রেডিং এর জন্য এটা একটা সন্তোষজনক পরিমিতি। এগুলো অন্যান্য সময় রেখা মার্কেটের জন্যও কার্যকরী। অন্যান্য সময়রেখা এবং মার্কেটের জন্যও এগুলো কার্যকরী।

ইছিমকু ট্রেডিং সিগন্যালস

যখন টাঙ্কেন- সেন নিচের দিক থেকে উঠে কিজান- সেন কে অতিক্রম করে, তথন এটা দীর্ঘমেয়াদি পজিশন ক্রয়ের সংকেত দেয়। এটা যদি উপর থেকে নিম্নগামী হয়ে কিজান- সেন অতিক্রম করে তখন এটাকে স্বল্পস্থায়ী সংকেত বলে।

যদি সেংকু এ এবং সেংকু বি উপরের দিকে একে অপরকে অতিক্রম করে তাহলে এটা ক্রয়ের উপযুক্ত সংকেত। যদি সেগুলো বিপরীত মুখী হয় লাইন অতিক্রম করে তাহলে এটাই বিক্রির সময়।

এই নির্দেশক ক্রয়ের সংকেত প্রদান করে যখন মূল্য তালিকা নিচ থেকে উপরের দিকে মাত্রা অতিক্রম করে। এবং বিপরীতক্রমে উপর থেকে নিচের দিকে মূল্য তালিকাটি সীমানা অতিক্রম করলে সেটাকে ক্রয়ের সময় মনে হয়।

যদি চিংকৌ স্পান নিচ থেকে উপর দিকের মূল্য তালিকার বাধা অতিক্রম করে তাহলে এটা ক্রয়ের সংকেত। চিংকৌ স্পান যদি উপর থেকে নিচের দিকে লাইন অতিক্রম করে তাহলে এটা বিক্রির সংকেত।

নিবন্ধের তালিকায় ফিরে যান
একটি অ্যাকাউন্ট খুলুন
একটি অ্যাকাউন্ট খুলুন
ডিপোজিট করুন
ডিপোজিট করুন
এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.