empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw

loader

Dhaka

Welcome to the capital city of one of the most densely populated countries in the world! Dhaka is the city with tough conditions for survival. Residents confront the same challenges as in a modern metropolis and are concerned about personal safety. A high share of economically active population creates fierce competition for a decent job, so locals have to struggle for a good place under the sun. Everyone who is driven by strong motivation has a fair chance to change one’s life for the better. A group of InstaSpot delegates arrived in Bangladesh aiming to present the system of personal development for a financially literate individual. We hope that InstaSpot contribution to the development of financial literacy in Bangladesh will be recognized and many people here will improve their wealth status working in the financial markets.

চিসিনাউ

মালদোভা প্রজাতন্ত্রের রাজধানী এবং সবচেয়ে বড় শহর চিসিনাউ মালদোভা বাসীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। রোমের মত, এই শহর ছয় শত বছর ধরে বিক নদীর পারে সাত পাহাড়ের পাদদেশে গড়ে উঠেছে। বিক নদীর শব্দ মালদোভা বাসীদের কাছে বুল এর মতই মনোরম। এখানের স্থানীয় বাসিন্দারা ঊর্ধ্বমুখী ধারায় ট্রেডিং করতে পছন্দ করে। বর্তমানে চিসিনাউ এর স্থানীয় বাসিন্দারাও আন্তর্জাতিক মুদ্রা বাজার থেকে লাভবান হতে চায়, সেজন্য, তারা ইন্সটাফরেক্সের বার্ষিক আর্থিক সম্মেলনে অংশগ্রহণ করতে অত্যন্ত আগ্রহী।

সেন্ট. পিটার্সবার্গ

সেন্ট.পিটার্সবার্গের ব্যবসায়িক অবস্থা বিবেচনা করে, ইন্সটাফরেক্স কোম্পানির পার্টনার, ট্রেডার এবং সম্ভাব্য গ্রাহকদের জন্য বার্ষিক সম্মেলনের আয়োজন করেছে। সেন্ট.পিটার্সবার্গের সবচেয়ে জমকালো হোটেল ম্যারিয়ট রেনেসাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে মুদ্রা লেনদেন এবং মুদ্রা বাজারে বিনিয়োগ সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

ব্যাংকক

থাইল্যান্ডের রাজধানী এবং সবচেয়ে বড় শহর হলো ব্যাংকক যেখানে হাজারো ক্ষুদ্র এবং বৃহৎ উদ্যোগতা রয়েছে । জনসংখ্যা ১৫ mln। অর্থনৈতিক উন্নয়নের হার এবং জীবন যাত্রার উচ্চ গুনগত মান ব্যাংকক শহরকে বিখ্যাত আর্থিক সেন্টারে রূপান্তর করেছে এবং এটা বিশ্বের ব্যবসায়ী সম্প্রদায়ের কাছে একটা আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। বর্তমানে ব্যাংকক শহরের উৎপাদিত পণ্য, পর্যটন, ব্যবসা এবং অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রের কারণে ব্যাংকক, সিঙ্গাপুর এবং হংকং থেকে এগিয়ে যাচ্ছে। ব্যাংকক বিভিন্ন বিনিয়োগ সম্মেলন ও ব্যবসায়িক বৈঠকের জন্যও উপযুক্ত স্থান। এই কারণে থাইল্যান্ডের রাজধানীতে ইন্সটাফরেক্স কোম্পানির অনেকগুলো অফিস রয়েছে, যা এই শহরের দশ হাজার ট্রেডারদের সহযোগিতা করে।

হংকং

আধুনিক হংকং হলো এশিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক কেন্দ্র। কম কর প্রদান ব্যবস্থার কারণে এটা পৃথিবীর সেরা অর্থনৈতিক ব্যবস্থায় পরিণত হয়েছে। দেশের অর্থনৈতিক ব্যবস্থায় সরকার হস্তক্ষেপ করে না এবং ফরেক্সে লেনদেনের ক্ষেত্রে সুবিধাজনক পরিবেশ তৈরি করে। এশিয়ার বড় এবং মাঝারি ব্যবসার দিকে লক্ষ্য করলে দেখা যায়, হংকং অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক কেন্দ্র। ইন্সটাফরেক্স কোম্পানি এশিয়ার এই বাণিজ্যিক গতিশীল শহর পরিদর্শন করেছে এবং আপনাদের জন্য এই প্রতিবেদন উপস্থাপন করেছে।

কিয়েভ

আধুনিক কিয়েভ হলো ইউক্রেনের প্রশাসনিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্র। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনার কারণে এটা ইউরোপের একটা অন্যতম বড় শহর। ২৫০ টি বৈদেশিক এবং ন্যাশনাল ব্যাংক মধ্যে ১০০টি ব্যাংক কিয়েভে অবস্থিত। সেখানে আরও আছে ইনস্যুরেন্স কোম্পানি, পরামর্শ এবং ক্লিয়ারিং ফার্ম, স্টক এক্সচেঞ্জ এবং বিনিয়োগ তহবিল। শোএফএক্স ওয়ার্ল্ড প্রদর্শনীর জন্য কিয়েভ একটা সাধারণ আয়োজক শহর হয়ে উঠেছে। ইন্সটাফরেক্স কোম্পানি “শোএফএক্স ওয়ার্ল্ড এক্সপো ২০১২” এর অংশগ্রহণকারী এবং অংশীদার।

সিঙ্গাপুর

বর্তমানে সিঙ্গাপুর অত্যন্ত উন্নত অর্থনীতির শহর, অর্থনৈতিক অবকাঠামো, আইন ও কর ব্যবস্থা এবং পৃথিবীর অন্যতম সেরা জিডিপি। এই সকল বিশেষ বৈশিষ্ট্যের কারণে সিঙ্গাপুর দক্ষিণ- পূর্ব এশিয়ার মধ্যে সেরা দেশ হিসাবে বিবেচিত হয়েছে। বড় বড় আর্থিক প্রদর্শনীগুলো আয়োজনের জন্য সিঙ্গাপুর অত্যন্ত জনপ্রিয় জায়গা। ইন্সটাফরেক্স টিভি গ্রুপ “সিঙ্গাপুর ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এক্স-পো ২০১২” এর পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং সিঙ্গাপুরের সফলতার কারণ উল্লেখিত ভিডিওতে তুলে ধরেছে।

কুয়ালালামপুর –মালয়েশিয়ার অর্থনৈতিক কেন্দ্র

বর্তমানে বিশ্বজুড়ে আন্তর্জাতিক ইন্সটাফরেক্স ব্রোকারদের ২০০ টি অফিস রয়েছে। সেগুলোর একটি হলো মালয়েশিয়ার রাজধানী, কুয়ালালামপুরে। গগনচুম্বী অট্টালিকা পেট্রন্স টুইন টাওয়ার্সের ৪০ তলায় ইন্সটাফরেক্সের অফিস অবস্থিত। পেট্রন্স টুইন টাওয়ার্স প্রায় ৪৫০ মিটার উঁচু। উঁচু অট্টালিকাগুলো রাজধানীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় যা মালয়েশিয়ার সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং আর্থিক কেন্দ্র। আমরা ইন্সটাফরেক্স টিভি দলের ধারণ করা আধুনিক দক্ষিণ-এশিয়ার রাজধানীগুলো পরিদর্শনের প্রতিবেদন উপস্থাপন করছি।

স্পেন

ইন্সটাফরেক্স কোম্পানির ভাবমূর্তি ইলনা করস্তিন, যিনি সফলভাবে স্প্যানিশ বাস্কেটবল দল এভেনিডায় খেলেছেন, স্পেনের চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত খেলা দেখার জন্য ইন্সটাফরেক্স টিভি দল সালামাঙ্কাতে আমন্ত্রিত হয়েছিল। বাস্কেটবল খেলায় ইলনা জয়লাভ করেছিল, সাংবাদিকগণ সালামাঙ্কার জনপ্রিয় স্থানগুলো পরিদর্শন করেছিল: এখানকার প্রাচীনতম ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ পড়াশোনা করেছে। যেমনঃ স্যারভান্তিজ, কল্ডেন এবং লোপ ডি ভিগা। ইন্সটাফরেক্স টিভি দলের, ক্যাথেড্রাল এবং স্পেনের রেনেসাঁর দুর্গ দেখার সুযোগ হয়েছিল।

মস্কো

ইন্সটাফরেক্স কোম্পানি মস্কোতে আয়োজিত শোএফএক্স ওয়ার্ল্ড আর্থিক প্রদর্শনীতে অংশগ্রহণ করে, কোম্পানির বিভিন্ন আর্থিক পণ্য ও সেবা সকলের কাছে উপস্থাপন করে এবং “ মিস ইন্সটা এশিয়া” প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান করে। এই অনুষ্ঠানে ইন্সটফরেক্স কোম্পানির সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার পাভেল সাকাপেঙ্ক তার সাক্ষাৎকারে রাশিয়ার ব্রোকারেজ মার্কেটে, কোম্পানির সফলতা প্রাপ্তির কারণ সম্পর্কে বলেন।

ডাকার র‍্যালি ২০১২ চলাকালীন সময়ে রিও ডে জেনিরিও এর ভিডিও

ইন্সটাফরেক্স কোম্পানি “ডাকার র‍্যালি ২০১২” প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিলো আর্জেন্টিনা, চিলি এবং পেরুতে, ইন্সটাফরেক্স কোম্পানি ব্রাজিলের রিও ডি জেনেরিও পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছিলো যা ল্যাটিন আমেরিকার অন্যতম আর্থিক কেন্দ্র। রিও ব্রোকারদের পার্টনার রিপ্রেজেন্টেটিভ অফিসের ভৌগলিক ক্ষেত্রে যুক্ত হতে পারে। ব্রাজিলে ভ্রমণ করা হয়েছিলো বছরের প্রথম দিনে, ইন্সটাফরেক্স কোম্পানি ব্রাজিলের ঐতিহ্য অনুসারে বছরের নতুন দিনটি উৎযাপন করেছিল।

দক্ষিণ আমেরিকায় ডাকার ২০১২ চলাকালীন সময়ের ইগ্রাজু জলপ্রপাত

দক্ষিণ আমেরিকায় ডাকার ২০১২ চলাকালীন সময়ে ইন্সটাফরেক্স টিভি দল ইগ্রাজু জলপ্রপাত এবং ব্রাজিলের বিশ্ব বিখ্যাত পাখির উদ্যান পরিদর্শন করেছিল। ইন্সটাফরেক্স কোম্পানি “ইন্সটাফরেক্স লপ্রেইস দলের” শিরোনাম পৃষ্ঠপোষক এবং ডাকার র‍্যালির অংশগ্রহণকারী। আমাদের শোভাযাত্রায় যোগদান করে, আমাদের সাথে যুক্ত হোন এবং স্বর্গ থেকে পতিত জলের গর্জন অনুভব করুন, চিরহরিতের উপর শিশিরের সৌন্দর্য অনুভব করুন এবং গ্রীষ্মমন্ডলীয় পাখির উজ্জ্বল রং উপভোগ করুন। এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন কেন এগ্রাজু জল প্রপাতকে পৃথিবী বিস্ময় বলা হয় এবং পাখিগুলো দেখুন, এই পাখিগুলোকে আপনি পার্কে ঢুকে নিজের হাতে খাওয়াতে পারবেন।

আবুধাবী

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী একটি স্বপ্নের মত জায়গা যেখানে কোন কিছুই অসম্ভব নয়। এরাবিয়ান মরুভূমির মধ্যে গ্লাসের তৈরি উঁচু দালান এবং আধুনিক দালানগুলো কল্পনাকেও হার মানায়। বিশ্বাস করা খুবই কঠিন যে অর্ধ শতাব্দী পূর্বেই এটা পৃথিবীর অন্যতম বিখ্যাত ধনী শহর ছিল, যার নাম ছিল "এরাবিয়ান ম্যানহাটন" যদিও তাদের বিদ্যুৎ এবং পানি সরবরাহ সংক্রান্ত কোন জ্ঞান ছিল না। বর্তমানে তেলের মূল্য বৃদ্ধির কারণে সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে যা সকল ব্যবসায়ীদের সফলতার অন্যতম কারণ। আবুধাবি পৃথিবীর অন্যতম প্রধান আর্থিক কেন্দ্র যেখানে পৃথিবীর বিখ্যাত সব প্রদর্শনী এবং সম্মেলনের আয়োজন করা হয়। ২০১১ সালের বার্ষিক «ফরেক্স এবং ইনভেস্টমেন্ট সামিট» অনুষ্ঠানে, পৃথিবী বিখ্যাত ব্রোকার ইন্সটাফরেক্সকে "সবচেয়ে ভালো ফরেক্স ব্রোকার" হিসাবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

দুবাই

গগনচুম্বী অট্টালিকা এবং বহুমুখী বিশাল রাস্তা – দুবাইয়ের সাধারণ চিত্র। দুবাই হলো সংযুক্ত আরব আমিরাতের প্রশাসনিক ও বাণিজ্যিক কেন্দ্র। এই বহুবিচিত্র সাংস্কৃতিক মহানগরীর আধুনিক জীবনযাত্রা এবং অত্যাধুনিক প্রযুক্তির সাথে তাদের ধর্মভীরুতা এবং ঐতিহ্যবাহী জীবনযাত্রা একত্রিত হয়েছে। বিশেষকরে ইসলাম ধর্মের অনুসারীদের জন্য সোয়াপ মুক্ত অ্যাকাউন্টের ব্যবস্থা করা হয়েছে।
উপরন্তু, দুবাই হল পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণ ব্যবসা কেন্দ্র। এখানে রয়েছে বিখ্যাত সোনার বাজার যেখানে প্রায় ১০০০ স্বর্ণের দোকান রয়েছে। অলংকারে কোন কর প্রদান করতে হয় না। সুতরাং নগদ অর্থের লেনদেনের ক্ষেত্রে স্বর্ণ কেনা খুব লাভজনক। "স্বর্ণের শহর" দুবাইয়ের শতাব্দীব্যাপী আর্থিক ইতিহাসের সার্বজনীন গুরুত্ব রয়েছে এবং ব্যবসার জন্য এটি একটি উপযুক্ত জায়গা।

লন্ডন

" ব্রিটিশ ম্যাগাজিন "ওয়ার্ল্ড ফিন্যান্স" কর্তৃক আয়োজিত “ওয়ার্ল্ড ফিন্যান্স অ্যাওয়ার্ড” অনুষ্ঠানে ইন্সটাফরেক্স কোম্পানিকে পর পর তিনবার "বেস্ট ব্রোকার ইন এশিয়া" খেতাব প্রদান করা হয়েছে। এই অনুষ্ঠানের সংক্ষিপ্ত প্রতিবেদন এবং লন্ডন শহরের দৃশ্য পর্যবেক্ষণ করুন।

চেক রিপাবলিক

র‍্যালি দলের প্রতিদিনের জীবন অত্যন্ত কঠিন এবং প্রস্তুতির সময়। একটি প্রতিযোগিতা শেষ হয়েছে - এখন সময় এসেছে কৌশলগত ভুলগুলো পর্যবেক্ষণ করার এবং ট্র্যাক চালনার দক্ষতা আরও বৃদ্ধি করার। এই ভিডিও আপনাকে ইন্সটাফরেক্স লপ্রেইস দলের প্রতিদিনের রুটিন এবং এর পাইলট এলিস লপারিশের র‍্যালিতে অবস্থানকালীন সময়ের জীবনযাত্রা প্রদর্শন করবে।

মালয়েশিয়া

ইন্সটাফরেক্স চমৎকার কিছু গাড়ির লটারি করে! মালয়েশিয়ার নাজারি বিন জাইনুরি এটা ভালভাবেই জানেন। তিনি প্রতিযোগিতায় একটি মাত্র ট্রেডিং অ্যাকউন্টে নিবন্ধন করেছিলেন এবং জয় লাভ করেছিলেন! তিনি ব্র্যান্ড নিউ স্পোর্টস কারের একজন সৌভাগ্যবান বিজয়ী হয়ে ইন্সটাফরেক্সের সাথে কাজ করার প্রতিক্রিয়া ও ধারনা ব্যক্ত করেছেন এবং প্রথম পুরস্কার গ্রহণ করেছেন।

ইন্সটাফরেক্স টিভির অনুষ্ঠানসমূহ

ইন্সটাফরেক্স টিভির অনুষ্ঠানসমূহ

ইন্সটাফরেক্স টিভি সংবাদ

ইন্সটাফরেক্স টিভি সংবাদ

ইন্সটাফরেক্স টিভি সাক্ষাৎকার

ইন্সটাফরেক্স টিভি সাক্ষাৎকার

মার্কেটের টিভি পর্যালোচনা

মার্কেটের টিভি পর্যালোচনা

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.