empty
 
 
bd
Support
Instant account opening
Trading Platform
Deposit/Withdraw
দক্ষতা অর্জনের সোজাপথ

দক্ষতা অর্জনের সোজাপথ

ইন্সটাফরেক্স চমৎকার সব অনলাইন উপাদানে সজ্জিত করে এবং ট্রেডারদেরকে ট্রেডিং এ সফল হওয়ার জন্য সেগুলোতে অভ্যস্ত করে।


বিশ্বব্যাপী অনেক বেশি বেশি মানুষ ফরেক্স এ বিনিয়োগ করা পছন্দ করে। তথাপি, তাদের অল্প কয়েকজন বিনিয়োগের কারিগরি দক্ষতা নিয়ে মার্কেটে প্রবেশ করে। অধিকাংশের নিকট ফরেক্স খুবই সাধারণ ও সহজে বোধগম্য হিসাবে বিবেচিত হয়। এক হিসাবে এটা তাই, মুদ্রা ট্রেডিং এ জড়িত হতে, একজনের প্রয়োজন হয় একটি ইন্টারনেট সংযোগসহ ইলেক্ট্রনিক্স ডিভাইস, একটি আপলোডকৃত ট্রেডিং প্লাটফর্ম এবং একটি নির্দিষ্ট তহবিল। যদিও এগুলো শুধুমাত্র ফরেক্সে অংশগ্রহণের জন্য যথেষ্ট, ফলাফল পেতে শুধু এগুলোই যথেষ্ট নয়। ফলাফলের নিশ্চয়তার জন্য আপনার শিক্ষার পাশাপাশি অভিজ্ঞতাও প্রয়োজন। এমনকি যারা ফরেক্সে সম্পূর্ণরূপে অদক্ষ তারাও বোঝে যে এভাবেই প্রাথমিক বিনিয়োগের জন্য শেখার চাহিদা বাড়তে থাকে।

অবশ্যই, সকল শিক্ষা প্রকল্পই অঙ্গীকারাবদ্ধ নবাগতদেরকে তাৎক্ষণিকভাবে শেখায় যে কিভাবে ফরেক্স থেকে আয় করা যায়, যেটা আসলে সম্ভব, যদিও প্রত্যেক শিক্ষা প্রকল্পের জন্য প্রযোজ্য নয়। “অসহনীয়” বাঁধা অতিক্রম করা যেতে পারে শুধুমাত্র শিক্ষাপ্রকল্পের মাধ্যমে যেগুলো আরম্ভ করা হয় বড় বড় ব্রোকারদের মাধ্যমে এবং উপযুক্ত সম্মানের সাথে সরবরাহ করা হয় ট্রেডিং এর গুরু এবং অভিজ্ঞ বিশ্লেষকদের মাধ্যমে; অন্যরা অবশ্যই নিছক বিপননের উদ্দেশ্যে “যাদুকরী শব্দসমূহের” মাধ্যমে সহায়তা করছে।


চমৎকার শিক্ষা সরবরাহ

ফরেক্স শিক্ষা হল সেবাসমুহের প্রশিক্ষণ প্রদানের একটি ধারাবাহিক শিক্ষা এবং একজন পেশাদার ট্রেডারের মতো কাজ করার জন্য এটি সর্বদাই পর্যাপ্ত সাধারণ জ্ঞান প্রদানে নিয়োজিত। এখন আমরা আলোচনা করবো একটি বড় ব্রোকার ইন্সটাফরেক্সের মাধ্যমে মার্কেটে প্রদানকৃত সেবা সম্পর্কে যেগুলো সুবিধাজনক ট্রেডিং পরিস্থিতি ব্যাতিরেখে টপ-নচ উপযুক্ত শিক্ষা সেবা প্রদান করে।

ইন্সটাফরেক্সের নিজস্ব ওয়েবসাইটে আপনি ফরেক্স ট্রেডিঙের সাধারণ শর্তসমূহ, বাজার কৌশল, প্রযুক্তিগত এবং মৌলিক বিশ্লেষণের পাশাপাশি ট্রেডিং প্লাটফর্মে কাজের নিয়ম কানুনগুলো, পর্যায়ক্রমিক ভিডিও প্রশিক্ষনের নির্দেশনাগুলো বুঝিয়ে দেয়ার মাধ্যমে নিজেকে পরিচিত করতে পারেন। এটা একটি চমৎকার রকমের লাইব্রেরী যা নিজে নিজে শেখার মতো পর্যাপ্ত পরিমাণে উপকারি উপাদানে পরিপূর্ণ।

স্কুলে প্রত্যেক পেশাদারি শিক্ষক শিক্ষার্থীদের কে আলাদা আলাদা নির্দেশনা প্রদান করে। ফরেক্স ট্রেডিং শেখার জন্য আগ্রহী ব্যাক্তি যোগ দিতে পারেন কোম্পানি অফিসের কোন কর্মশালায় এবং প্রশিক্ষণে এমনকি অনলাইন ওয়েবিনারে।

ইন্সটাফরেক্স উভয় প্রকারের সুবিধাই দিয়ে থাকে। যে কেউ ব্রোকারের প্রতিনিধিত্বকারী অফিসে একটি কর্মশালায় অংশ নিতে পারে। কলেজে লেকচারের তুলনায়, এজাতীয় শিক্ষা সর্বদা হাতে কলমে শেখার অংশ। ব্যাবহারিক কাজকর্ম, শিক্ষার প্রথম দিন থেকেই শুরু হয়। যাদের ক্লাসেরুমে এসে শেখার মতো যথেষ্ট সময় নেই তার ওয়েবিনার অথবা অনলাইন সম্মেলন, যেখানেই সুবিধাজনক মনে করে সেখানেই যোগ দিতে পারে।

আজকাল অনলাইনে শিক্ষা খুব দ্রুত গতিতে জনপ্রিয় হচ্ছে, সম্ভবত, মিথস্ক্রিয়া ওয়েবিনারসমূহের কারণে যেগুলো শিক্ষাকতার সর্বাধুনিক পদ্ধতি ও ইন্টারনেট প্রযুক্তি ব্যাবহার করে একটি ভিডিও কনফারেন্স কলের মাধ্যমে শিক্ষা প্রদান করে।

লোকসান ছাড়া অনুশীলন

অনুশীলনের কথা বলতে গেলে আমাদের উচিৎ নমুনা অ্যাকাউন্টের কথা উল্লেখ করা। একটি শিক্ষামূলক কোর্সে অংশগ্রহণের ঠিক পরপরই ইন্সটাফরেক্স, একটি প্রকৃত অ্যাকাউন্টে লেনদেন করতে পরামর্শ দেয় না। প্রথমত, নিবন্ধিত ব্যাক্তিকে একজন ব্রোকার একটি নমুনা অ্যাকাউন্টে ভার্চুয়াল তহবিল নিয়ে লেনদেনের পরামর্শ দেয় যেখানে কোন লোকসান ছাড়াই অনুশীলনের সুযোগ থাকে। অবশ্যই, অধিক পেশাদারি দক্ষতা অর্জনের জন্য একটি প্রকৃত ট্রেডিং অ্যাকাউন্টে লেনদেন করা বেশ কার্যকরী কারণ অন্য যেকোনো শিক্ষা কার্যক্রমের মতো এটা আসলেই সন্তুষ্টি বয়ে নিয়ে আসে। যে কারণে, নমুনা অ্যাকাউন্টের পর ছোট অ্যাকাউন্টে চেষ্টা চালাতে পারেন যেখানে একজন ট্রেডার কাজ করেন প্রকৃত অর্থ নিয়ে কিন্তু খুবই অল্প পরিমাণে।

এবং এমনকি একজন ট্রেডার উল্লেখযোগ্য তহবিল নিয়ে কাজ করা শুরু করার পরেও ইন্সটাফরেক্স, ফরেক্স ঘটনাবলি নিয়ে বিখ্যাত সব বিশ্লেষক ও সংবাদ নির্দেশকের দেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল তথ্যসমূহ প্রতিদিনের সংবাদ প্রকাশ এবং নিয়মিত পর্যালোচনার কাঠামোতে সময়মত উপস্থাপন করে তার গ্রাহকদের উন্নয়নের জন্য কাজ করে যায়।

এটাকে সবার উপরে রাখতে, ইন্সটাফরেক্সের মাধ্যমে একজন ট্রেডারকে সহজে ট্রেডিং করার জন্য শুধুমাত্র একজন প্রয়োজনীয় এবং পরীক্ষিত ব্রোকার না, পেশাগত ট্রেডিং জগতে একজন উপদেষ্টাকেও বেছে নেওয়ার সুযোগ থাকে যদি সে চায়।

পত্রিকা "এশিয়ান পাওয়ার", আগস্ট ২০১২
পিছনে

এখন কথা বলতে পারবেন না?
আপনার প্রশ্ন জিজ্ঞাসা করুন চ্যাট.